নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত.......

রক বেনন

ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত....

রক বেনন › বিস্তারিত পোস্টঃ

এক-দুই লাইনের গল্পগুলো

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২১




১/ দশতলা দালানের উপর থেকে লাফ দেয়ার পর তাকে আরো একবার দেখতে ইচ্ছে করলো।

২/ প্রশ্ন করা হলো – তুমি কি হিন্দু না মুসলমান?
উত্তর এলো – স্যার, আমি ক্ষুধার্ত।

৩/ শিক্ষকঃ নাটক কাকে বলে?
ছাত্রঃ রোজ রাতে বাপি মদ খেয়ে এসে যখন মা কে মারে আর মা কান্না করতে থাকে তখন বাপি তাকে নাটক বলে।

৪/ হাঁটতে হাঁটতে একদিন হঠাৎ সৃষ্টিকর্তার সাথে মানুষের দেখা হয়ে গেল। দেখা হতেই দুজনেই চিৎকার করে উঠলঃ আমার সৃষ্টিকর্তা!!

৫/ পরিচিত কণ্ঠে বললামঃ হ্যালো!
ততোধিক পরিচিত কণ্ঠে উত্তর এলোঃ রং নাম্বার!

৬/ কি হবে যদি মৃত্যুর পর সৃষ্টিকর্তা তোমায় দেখে হেসে প্রশ্ন করেঃ কি, স্বর্গ কেমন দেখে এলে?

৭/ মোবাইলে মেসেজ টাইপ করলো- তুমি কেন আমাকে বিশ্বাস করো না? তারপর সে মেসেজটি দুই জনের কাছেই পাঠিয়ে দিল।

৮/ অবশেষে তারা সুখে শান্তিতে চিরকাল বসবাস করতে লাগলো- একে অন্যকে ছাড়া!!

৯/ যুদ্ধে গিয়েছিল সৈনিক বাবা আর ফেরত আসলো কিনা তার একটি শার্ট!

১০/ উপহার দিব ভেবে এক তোড়া গোলাপ কিনে দেখি আমার সাথে থাকা চাবি দিয়ে ঘরের তালা খুলছে না!

১১/ ঘুমের বড়িগুলো আরো একবার তুলে রাখলাম।

১২/ আমি চাইনা সত্যিই একজন ইঞ্জিনিয়ার হতে কিন্তু সত্যিই আমি চাইনা আমার পিতামাতা আমাকে ব্যর্থ দেখুক।

১৩/ মেয়েটি কিছুই চায়নি, ছেলেটিকে ছাড়া- ছেলেটি মেয়েটিকে সবকিছুই দিয়েছিল, নিজেকে ছাড়া।

১৪/ সবথেকে ছোট্ট কফিনটিই সব থেকে বেশি ভারি হয়।

১৫/ আমি সুযোগ ছেড়ে ছিয়েছিলাম কারণ আমি ভীত ছিলাম আর আমি এখন ভীত এই ভেবে যে আমি হয়ত আর কখনো সুযোগই পাব না।

সবগুলোই ইন্টারনেট থেকে সংগৃহীত।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংগৃহীত হলেও দারুন++++++

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৫

রক বেনন বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই। ভালো থাকবেন। শুভকামনা রইল।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩২

করুণাধারা বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। সবগুলোই চমৎকার, বেশি ভালো লাগলো ১৪ নম্বর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

রক বেনন বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ সহব্লগার। ভালো থাকবেন। শুভকামনা রইল।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৭

হাসান মাহবুব বলেছেন: আমি তো অবাক! এত দারুণ দারুণ ফ্ল্যাশ ফিকশন লেখে এমন কেউও ব্লগে আছে! পরে সংগৃহীত দেখে কিছুটা আশাহত হলাম। তবে পড়ার সুযোগ করে দেয়ার জন্যে ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

রক বেনন বলেছেন: সময় করে পড়ার জন্যে ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন। শুভকামনা রইল।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

নেওয়াজ আলি বলেছেন: গল্পের বাচ্চা তবে চমৎকার

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

রক বেনন বলেছেন: বাচ্চাই একদিন বড় হয়ে উঠবে আলী ভাই। :) ভালো থাকবেন। শুভকামনা রইল।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৩

নাহিদ০৯ বলেছেন: দারুন। সবগুলো কয়েকবার করে পড়লাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫

রক বেনন বলেছেন: ধন্যবাদ নাহিদ ভাই সময় করে পড়ার জন্যে। ভালো থাকবেন। শুভকামনা রইল।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৬

ফুয়াদের বাপ বলেছেন: ভালো কিছু পেলে এভাবেই শেয়ার করবেন। ব্লগবাসী পড়ে উপকৃত হয়। ধন্যবাদ আপনাকে...

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭

রক বেনন বলেছেন: আপনাকে ধন্যবাদ আমার ব্লগে আসার জন্যে। ভালো থাকবেন। শুভকামনা!

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:

মজার :)
৮ নং সুপার্ব !


১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯

রক বেনন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ সহব্লগার! চেষ্টা করব আরও কিছু দিতে। ভালো থাকবেন। শুভকামনা!

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


এই কথাগুলো অনেকে পছন্দ করেছেন দেখছি; আপনি এই বছর আপনার দেখা কাছের মানুষদের জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ২/১ টা গল্প লিখুন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০২

রক বেনন বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার, আপনি কেমন আছেন? অনেকদিন কিছু লিখিনা ভেবেই এই ক্ষুদ্র প্রয়াস। ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লাগলো।
গেল বছরটা খুব একটা ভালো যায়নি। চারপাশে অনেক কিছু দেখেছি আর অনেক কিছু বুঝেছি ও। চেষ্টা করছি সবগুলোকে কি বোর্ডে সাজাতে। আশা করি পারব।

মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন সুপ্রিয় ব্লগার। আপনার জন্যে অনেক অনেক ভালবাসা ও শুভকামনা রইল।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: পড়তে ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৫

রক বেনন বলেছেন: রাজীব ভাই, আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪ নাম্বার সবার উপরে

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৪

রক বেনন বলেছেন: বর্তমান পরিস্থিতিতে তো অবশ্যই! ভালো থাকবেন ভাই। শুভকামনা রইল।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




২/ প্রশ্ন করা হলো – তুমি কি হিন্দু না মুসলমান?
উত্তর এলো – স্যার, আমি ক্ষুধার্ত।

রক বেনন ভাই, আমি মনে করি পৃথিবীতে যিনি ক্ষুধার সাথে পরিচিত হতে পারেননি তিনি পৃথিবীর রঙ রূপের সাথে পরিচিত নন। পৃথিবী চিনতে হলে ক্ষুধার সাথে পরিচিত হতে হবে, রোজা আর রমজান ক্ষুধা না। আপনার উল্লেখ করা প্রতিটি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব।

অনেক দিন পর আপনার লেখা পেলাম। শুভ কামনা জানবেন।




১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১২

রক বেনন বলেছেন: ঠাকুর ভাই, পৃথিবীর সব থেকে বড় কষ্ট ক্ষুধার কষ্ট। এই কষ্টের চেয়ে বোধহয় আর বেশি কোনো কষ্ট নেই। এই কষ্টের কাছে সমস্ত রং, বর্ণ, শ্রেণি, ধর্ম সব মিলে মিশে একাকার হয়ে যায়।

আমি জানি আমার পোস্টের কমেন্ট সেকশনে আপনি থাকবেনই আর এই জন্য আমি অপেক্ষা ও করি। আশা করি আপনি অনেক অনেক ভালো আছেন।

চেস্টা করবো নিয়মিত হতে। ভালো থাকবেন ভাই। অনেক অনেক শুভকামনা ও ভালবাসা রইল।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন: চমৎকার ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

রক বেনন বলেছেন: আপনাকে ধন্যবাদ পড়ার জন্যে। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

কবিতা ক্থ্য বলেছেন: অসাধারন ফ্লাশ ফিকশন।
শুভ কামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

রক বেনন বলেছেন: মন্তব্যে ধন্যবাদ জানবেন ব্লগার। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম। কেমন আছেন?
১৪, ১০, ৪, ২ মারাত্মক লেগেছে। বাকিগুলিও ভালো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৮

রক বেনন বলেছেন: আসলেই অনেকদিন পর আসলাম ব্লগে। এতদিন ঢুকতে পারিনি ব্রাউজার এর সমস্যার কারণে। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি অনেক ভালো!

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইল।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২২

ফয়সাল রকি বলেছেন: এক কথায় দারুন ও নির্মম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

রক বেনন বলেছেন: পড়ার জন্যে ও মন্তব্যে ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই। শুভকামনা রইল।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ক্ষুধা নিয়ে আমার দীর্ঘ দিনের লেখার ইচ্ছে। আমি অবশ্যই আগামী পোস্ট ক্ষুধা নিয়ে লিখবো। আপনার জন্যও দোয়া করি ভাই আপনি ভালো থাকুন, সুন্থ থাকুন, ব্যস্ত থাকুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

রক বেনন বলেছেন: আপনার পোস্টের অপেক্ষায় রইলাম ঠাকুর ভাই। আপনি ও ভালো থাকুন ভাই। অনেক অনেক শুভকামনা রইল।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




রক বেনন ভাই,
সামান্য ছোট্ট একটি লেখা আপনাকে উৎসর্গ করে লিখেছি। বাই দ্য ওয়ে আপনার এই পোস্ট আমি প্রিয়তে রাখছি কারণ আপনার পংতিগুলো দিয়ে আমি আলাদা আলাদা পোস্ট লিখবো।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইলো।

০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:১২

রক বেনন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঠাকুর ভাই। ব্লগে আমার সব থেকে বড় প্রাপ্তি হলো আপনার এই পোস্ট। এই ক্ষুদ্র ব্লগারকে আপনি এই বিশাল সম্মানে সম্মানিত করেছেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।

আপনার পোস্টের অপেক্ষায় রইলাম ঠাকুর ভাই। আপনার লিখা মানেই আমার জন্যে আলাদা কিছু। মন্তব্য হয়তো একটা দুইটা করি কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার পোস্টগুলো আমি কয়েকবার করেই পড়ি।

পরিশেষে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার ও আপনার পরিবারের সকলের জন্যে। ভালো থাকবেন ভাই।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন

০১ লা মার্চ, ২০২১ সকাল ১০:১৩

রক বেনন বলেছেন: ধন্যবাদ জানবেন সহব্লগার। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১৯| ০২ রা মার্চ, ২০২১ দুপুর ২:৪৮

অন্তরন্তর বলেছেন: সংগৃহীত হলেও আমার যেহেতু পড়া নেই তাই প্রত্যেকটা খুব ভাল লেগেছে। এক দুই লাইন যদি পাঁচ শত বা হাজার লাইনের লিখা থেকে ভাল হয় তবে তাই আমার কাছে উৎকৃষ্ট। শুভ কামনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

রক বেনন বলেছেন: ধন্যবাদ সহব্লগার। ভালো থাকবেন। শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.