নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত এখনো কিছু করতে পারিনি,ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি ।

হুমায়ুন তোরাব

আপাতত ব্যস্ত আছি,চিত হয়ে শুয়ে ফ্যান ঘুরা দেখছি,পরে যোগাযোগ করুন ।

হুমায়ুন তোরাব › বিস্তারিত পোস্টঃ

ইটস ওল এবাউট নোমান নমি ।

৩১ শে মে, ২০১৩ রাত ১১:২৭





এই চেহারারে দেখেন ??

চিনতে পারছেন ??

এই সেই নোমান নমি ।

এরকম চেহারা এক বার দেখলে কি আর ভুলা যায়,

আপ্নে রাই বিচার করেন ।



উনার ব্লগ







উনার সবচেয়ে প্রিয় জিনিষ হল



ফেবুর বর্তমান রম্য সম্রাট হলেন নোমান নোমি ।

সামুর পুরান হিট বলগার ।

সামুতে একটা পোস্ট সাথে সাথে কমেন্টসের ঝড় ।

এগুলা আমি নিজে দেখেছি ।

কুয়ান্টিটির ক্ষেত্রে নোমান নমি কৃপণ হলেও কোয়ালিটির ক্ষেত্রে পুরাই বস । কোয়ালিটির কোম্পানি থেকে এজন্য তাকে টাকা দেয়া হয় কিনা তা আমার কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ।

তবূও নোমান নমি মানুষ ।

তারও কিছু হাহাকার রয়েছে ।



পড়ে দেখেন তার কিছু নমুনা ।





চট্টগ্রাম যাবার জন্য ট্রেনে জানালার পাশে নিজের সিটে বসে আছি। পাশের সিটে এক সুন্দরী আপু এসে বসল। উনি আমার কাছে জানালার পাশে বসার আবদার করল। আমি অতটা কঠিন প্রকৃতির লোক না যে সুন্দরী আপুকে অবহেলা করবো। এতটা পাষন্ড হতেও পারবো না।শুরু হল কথা সমগ্র।আপু দেখি খাবারের দোকান নিয়ে হাজির! কেক, বিস্কুট, নুডলস, আপেলে দুজন ভাগ করে খেলাম।এ যেন ছোট্ট সংসার! জানালার পাশের সিট ছেড়ে দিয়ে তাহলে লাভই করলাম।পরের বার এভাবে জানালা ছেড়ে দিব বলে শপথ করলাম। এর আগে কয়েকবার জানালা না ছাড়ার জন্য আফসোস মুখ দিয়ে বেরিয়ে এলো। এ কথা ও কথা বলতে বলতে উনি আমার ফোন নম্বর চাইলেন। আমি পারলে আমারা চৌদ্দগোষ্ঠীর নম্বর দিয়ে দিই। গুণে গুণে তিনটা অপারেটরের নম্বর দিলাম। কোনভাবেই যাতে মিস না হয়ে যায়। "ঢাকায় গিয়ে তোমাকে ফোন দিব" এই বলে বুকের ঢিবঢিব বাড়িয়ে দিলেন। যাওয়ার আগে বলল "সিগারেট বেশী খেওনা"। সেদিন থেকে আমি মুখস্ত করে যাচ্ছি "ঢাকা বাংলাদেশের রাজধানী, এক সুন্দরী আপু ঢাকায় আসবে, এসে আমাকে ফোন দিবে"। কিন্তু ফোনতো আর দেয় না। আমি ভাব ধরে উনার ফোন নম্বর নিইনি। আমিতো জানি উনি ফোন করবেই! আজ প্রায় তিন বছর, আমার তিনটা মোবাইল হারাইছে, কিন্তু সিম সে তিনটাই আছে! মোবাইলে সকাল বিকাল নিয়ম করে চার্জ দিই, আর মুখস্ত করি ""ঢাকা বাংলাদেশের রাজধানী, এক সুন্দরী আপু ঢাকায় আসবে, এসে আমাকে ফোন দিবে"





ইশ কি কথা বার্তা ।

কানে কানে একটা কথা শুইনা নেন ।

খবরদার নোমান নমিরে বলবেন না।

নোমান নমির অভিনেত্রি সানি লিওনের প্রতি বিশেষ ভাললাগা জানতে পেরে নোমান নমিরে জন্মদিনে কি গিফট দেয়া হয়েছিল জানেন,নিচে চুপি চুপি দেখে নেন । হিসসসসসসসসসসস কাওরে বলবেন না ।









বিশ্বাস হয় না,দেখেন উনি কি লিখসেন ।



"পোলাপাইন ভারি দুষ্টু হইছে। আমার জন্মদিন উপলক্ষে একজন গতকাল রাত তিনটায় ইনবক্সে সানি লিওনের জন্মদিনের পোশাক পরা একটা ছবি গিফট করছে! কিভাবে যে পবিত্র ছিলাম! "



আপনে আদ্ধাতিকতা শিখতে চান,

উপায় একটাই,

নোমান নমির স্কুলে ভরতি হন ।

বিশ্বাস হয় না,

তাইলে এটা কি ??



" যার ফ্রেন্ডলিষ্ট যত বড়, ফেসবুকে সে তত একা!! "



আরও আছে



" অসময়ে লেখা প্রেমের চিঠি স্বৈরশাসকের হাতে থাকা সংবিধানের মত মূল্যহীন! "



এইটা দেখেন



"-আচ্ছা কবিতার লাইনগুলো পাশাপাশি না হয়ে এমন উপর নিচে হয় কেন?

-লাইনগুলো স্বামী-স্ত্রীর মত! তাই তারা উপর-নিচ বন্ধনের মাধ্যমে কবিতা হয়।"



নতুন ব্লগারদের বিশেষ করে নারি ব্লগারেরা আপনারা জেনে রাখুন উনি কিন্তু একবার ভালবেসে ছিলেন,

আজ কাল কের পোলাপানের মত ছ্যাঁচড়া ভালবাসা না,

একে বারেই ট্রু লাভ ।

তার লিখা চিঠি এখন আমার আমার চোখে পানি এনে দেয় ।

দেখেন

উনার পুরানো ব্যাথা বুকে না তুলে দিতে আমি নারি ব্লগারদের কাছে হাত পাড়চ্ছি । প্রেমের বেদনা সইতে না পেরে উনি রম্য লিখা শুরু করেছেন ।

তার দুঃখে আমি আমার প্রোফাইলে কি লিখছি দেখেন





মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ;) ;) ;) :(

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৩

হুমায়ুন তোরাব বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#> :#> :#> X( B-)) B-)) B-)) :( :( :( ;) ;) B-) B-) B-)

২| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৩৭

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: হা হা হা!! নোমান ভাইএর বায়োগ্রাফি পড়ে মজাই পেলুম ।
বেশ সাজায় লিখছেন। ভালো লাগলো। :)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৩

হুমায়ুন তোরাব বলেছেন: ইটস ওল এবাউট নোমান নমি ।

৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪০

কালোপরী বলেছেন: :(

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৪

হুমায়ুন তোরাব বলেছেন: মুখ ভারী কেন ভাই ????

৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪৪

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: এইটা নোমান নিজে লিখে নাই তো ;) ;) ;)

সুন্দর উপস্থাপন

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৫

হুমায়ুন তোরাব বলেছেন: আপনি এত বুদ্ধি নিয়ে ঘুমান কিভাবে ??
কেউ বুঝলো না আপনে ঠিকই বুঝে গেলেন দেখি ।
জয় সিফাতের জয় । B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৪৯

নোমান নমি বলেছেন: আমি ইয়ে হয়ে গেলাম পইড়া।
সিফাত হু মাল্টি নিক থিকা লেইখা দিছি B-)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৯

হুমায়ুন তোরাব বলেছেন: ছি ছি ..
নিজের পরিচয় এভাবে কেউ প্রকাশ করে,
সিফাত সাহেব যাহা বলিয়াছেন,
তাহা সত্যই বলিয়াছেন ।

৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫১

দায়িত্ববান নাগরিক বলেছেন: আর্জেলকে নিয়া কবে দিবা? ;)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩১

হুমায়ুন তোরাব বলেছেন: বিয়া শাদী করি,
আপনার ছোট ভাই এর বউ এর মুখ খানি আপনি দেখবেন ।
আপনার ভাতিজা ভাতিজির জন্য আমেরিকা থেকে চকলেট আনবেন ।
কত কাজ বাকি,
এগুলা সব শেষ করে আপনার প্রস্তাব নিয়ে ভাবব নাগরিক ভাই ।

;) ;) ;) ;) ;) ;) ;)

৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: চর্ম তো B-) B-) ;) ;) ;)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৩

হুমায়ুন তোরাব বলেছেন: হুম থ্যাংকু ভাই ফু ফুহ ফু ফুহ ফু ফুহ ফু ফুহ ফু

৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

ধূসরধ্রুব বলেছেন: উনি আমার খুব প্রিয় ব্লগার । ইশস উনার সাথে যদি দেখা করতে পারতাম B-)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩৫

হুমায়ুন তোরাব বলেছেন: এক প্যাকেট গোল্ড লিফ দিলে নোমান ভাই আশা করা যাইতেছে রাজি হয়ে যাবেন ।
আফটার ওল সিগেরেট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ নোমান নমি ।

৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১১

রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: নোমান ভাই আমার খুব প্রিয় ব্লগার । ইশস উনার সাথে যদি দেখা করতে পারতাম । :) !!

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪১

হুমায়ুন তোরাব বলেছেন: এক প্যাকেট গোল্ড লিফ

১০| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:১৮

মাথাল বলেছেন: পক্ষপাতমূলক আচরণের লক্ষন সুস্পষ্ট।

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪২

হুমায়ুন তোরাব বলেছেন: ছোট বেলাতে কমপ্লান কম খাইছিলাম ।
মাথার উপরে দিয়ে তাই ডিগবাজি দিছে আপনার কথা ।

১১| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৩২

শিপু ভাই বলেছেন:
নোমান নমি আমার খুব প্রিয় ব্লগার । ইশস উনার সাথে যদি দেখা করতে পারতাম । B-))

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৩

হুমায়ুন তোরাব বলেছেন: আপনারে কে বেধে রাখসে শিপু ভাই ।

১২| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪২

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

নোমান নমি আমার খুব প্রিয় ব্লগার । ইশস উনার সাথে যদি দেখা করতে পারতাম ।
B-) B-) B-)

০১ লা জুন, ২০১৩ রাত ১২:৪৪

হুমায়ুন তোরাব বলেছেন: ভাইসাহেবেরা আপনারা কি শুরু করলেন । X( X( X( X( X( X( X( X( X( X( X(

১৩| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৫

শশী হিমু বলেছেন: আমার ব্লগিং এর শুরুটা নোমানের সাথেই হয়েছিল । মিস্করি সেসব দিন।

০১ লা জুন, ২০১৩ রাত ১:২০

হুমায়ুন তোরাব বলেছেন: আগে বলতেন জোড়া দিয়ে দিতাম ।

১৪| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫৯

শিপু ভাই বলেছেন:
হাহাহাহাহাহাহ

মজা কর্তাছি তোরাব ভাই!!! B-))

০১ লা জুন, ২০১৩ রাত ১:২০

হুমায়ুন তোরাব বলেছেন: বুঝবার পারছি শিপু ভাই ।

১৫| ০১ লা জুন, ২০১৩ রাত ১:৩৬

মামুন হতভাগা বলেছেন: শিপু ভাই বলেছেন:
নোমান নমি আমার খুব প্রিয় ব্লগার । ইশস উনার সাথে যদি দেখা করতে পারতাম । B-))

০১ লা জুন, ২০১৩ রাত ২:১৭

হুমায়ুন তোরাব বলেছেন: এক প্যাকেট গোল্ড লিফ

১৬| ০১ লা জুন, ২০১৩ রাত ২:১১

ঘুড্ডির পাইলট বলেছেন: নোমান নমির লেখা আমারও ভালো লাগে , সে কিছু পত্রিকাতেও লেখা লেখি করে ।



প্রথম ভালো লাগা :)

০১ লা জুন, ২০১৩ রাত ২:১৮

হুমায়ুন তোরাব বলেছেন: রস আলোতে লিখালিখি করে ।
ধইন্যা পাইলট ভাই

১৭| ০১ লা জুন, ২০১৩ ভোর ৫:৩২

তরুন সৈনিক বলেছেন: আমি নোমান ভচের বিশাল ভক্ত... উনার সাথে দেখা করতে চাই :P

০১ লা জুন, ২০১৩ সকাল ৯:২৬

হুমায়ুন তোরাব বলেছেন: এক প্যাকেট গোল্ড লিফ হাতে ধরায়ে দিয়েন,
মামলা খালাস..।.।।।

১৮| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৪০

আরজু পনি বলেছেন:

নোমান নমির একটা মাল্টি জানতাম, কিন্তু এইডাও যে জানতাম নাতো! :||

:P

=p~

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৫৪

হুমায়ুন তোরাব বলেছেন: ছি ছি ছি !!!!!
এ সব কি বলেন,
লোকে যে সব জেনে যাবে,
সব কিছু ফাস হয়ে যাবে ।
তখন শুধু লজ্জা আর লজ্জা ।
B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১৯| ০১ লা জুন, ২০১৩ সকাল ১১:৫২

রেজোওয়ানা বলেছেন: My favorite blogger!
Onek kichu lekhar ache asole Noman ke niye, pc ta bosle r akta comment korbe.

Best wishes for Noman, and u also. . . .

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:০৪

হুমায়ুন তোরাব বলেছেন: অপেক্ষায় রইলাম ।

২০| ০১ লা জুন, ২০১৩ দুপুর ১২:০৮

অন্ধকারের রাজপুত্র বলেছেন: নোমান ভাইয়ের গল্প, কবিতা গুলি বেশ ভালো লাগে...
বিশেষ করে তার ফেবু স্ট্যাটাসগুলার ভক্ত !
ফেবু-তে ঢুকেই পয়লা নোমান ভাই আর চেয়ারম্যান ভাইয়ের স্ট্যাটাস চেক করি ! :P

ইশস! উনার সাথে যদি দেখা করতে পারতাম । B-))

++++

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:০৫

হুমায়ুন তোরাব বলেছেন: হাহাহহাহা
ফেবুর সবারই এই একই দশা ।

আর দেখা করাটা একটা গোল্ড লিফের বিষয় ।

২১| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩

খায়ালামু বলেছেন: যারা যারা গোল্ড লিফের খরচ বাঁচাইতে চান তারা আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করেন।। সেও নোমান B-) ;)

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৫

হুমায়ুন তোরাব বলেছেন: হাহাহহাহাহাহাহাহা

২২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

ভালোবাসার কাঙাল বলেছেন: হু ইজ নোমান নমি? :P আপনে আমার প্রিয় ব্লগার। ইস! যদি আপনার সাথে দেখা করতে পারতাম!

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪

হুমায়ুন তোরাব বলেছেন: কন কি ভাই ?? কি খাইবেন কন ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.