নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত এখনো কিছু করতে পারিনি,ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি ।

হুমায়ুন তোরাব

আপাতত ব্যস্ত আছি,চিত হয়ে শুয়ে ফ্যান ঘুরা দেখছি,পরে যোগাযোগ করুন ।

হুমায়ুন তোরাব › বিস্তারিত পোস্টঃ

দৈনিক প্রথম আলো এবং আশরাফুল ।

০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৩৪

ভারতের মালিকানাতে থাকা একমাত্র বাংলায় ভং ধরা পেপার কি ??,



নিজ দায়িত্তে দেখে নেন ।









কেন বললাম এ কথা তাই তো ভাবছেন ।





প্রত্যেক দিনের সারা বিশ্ব পাতাতে ইন্ডিয়ান পিরতি আর প্রেমের বেদনার খবর চ্যানেল হাম্বা আর দৈনিক ইন্ডিয়ার আলোতেই পাবেন ।







ইন্ডিয়ান সানি লিওন সম্পর্কে যাবতীয় খোজ খবর কই পাবেন ??

ওই যে দৈনিক ইন্ডিয়ার আলো ।

ইন্ডিয়ার কোন জায়গার আলো বাতাস কেমন ??



তা জানতে জানবেন কিভাবে ??

ঐ যে ইন্ডিয়ার আলো ।

কার ইন্ডিয়ানের কবে বিয়ে,

ব্রা কোন কোম্পানির,

কুন ব্র্যান্ডের, সবই পাবেন ।

দৈনিক ইন্ডিয়ার আলোতে,





দেশের মানুষ খাইতে পায়না,

আর ** সাহা ইন্ডিয়ায় ঐশ্বরিয়ার বিয়ের কভার করতে যায়,

আহ কি প্রেম,কি ভালবাসা ।



তিতা হলেও সত্য প্রথম আলো বাংলাদেশের মানুষের কাছে বেপক জনপ্রিয়তা পেয়েছে,অবশ্য এর পিছনের কারন রয়েছে ।



জনপ্রিয়তা মানুষ কে আর মানুষ রাখেনা সেলিব্রেটি বানায়ে দেয়,

এ জন্য হয়তোবা মহানবী (স) কে বেঙ্গ করতে সাহস পায় পটি পরিস্কার করার অযোগ্য আলপিন নামের এক ফিচার পাতা ।



তাইতো তারা সাহস পাই লিখতে ।



আসুন আরেকটু দেখি,









এই ছবির কথা গুলা কি মনে পড়ে ??

খুব বেশী দিন আগের কথা না,

ওই যে যাদের দৈনিক ইন্ডিয়ার আলো টাকা ভিক্ষা দিছিল ।



সিমু নাসের নামের দৈনিক ইন্ডিয়ার আলোর এক লোক বলেছিলেন ফেবু তে এ বিষয়ে



"" আপনারা কি করছেন ?? ""



মনে পড়ে ??

ওই যে ১১০০ লাশের উপরে উপরে নাচ-গান করেছিল,

আসলে তাদেরই বা দোষ কোথায় বলেন ?

তারা তো মরে নাই,

মরছে কিছু গার্মেন্টসের মাইয়া ।



দৈনিক ইন্ন্ডিয়ার আলোর লোকজনেরা কি বলেছিল মনে আছে ??



উনারা কত সুন্দর সুন্দর কথা বলেছিলেন ।

উনারা ছাড়া আর কেউ পারবে না ।

উনারা অনুস্ঠান না করলে ৬০ লাখ টাকা উঠতো না ।

ব্লা ব্লা ব্লা



(সিমু নাসেরে স্ট্যাটাসের স্ক্রিন শট লাগবে ।)



একটা গল্প শুনেন তাইলে ,







-দোস্ত আমি আজ কে একটা মেয়েরে ৫০০ টাকা সাহায্য করছি ।

-কেম্নে ??

-আমার সাথে বিছানায় শুয়েছিল ১ ঘণ্টা ১০০ টাকা করে,আমি ১ ঘণ্টা পড়ে দয়া করে ৬০০ টাকা দিয়েছি ।





যাই হোক আজ কথা বলি উৎপল শুভ্র নিয়ে ।









ছবিটা শ্রীলঙ্কার সাথে টেস্টের প্রথম দিক কার ।

৪০০ রান শ্রীলঙ্কা করে ফেলতে মিঃ উৎপল শুভ্র বলে দিলেন গেম ইজ ওভার ।

বাংলাদেশ কেন নট ডু ৪০০ রান উইট ২ ইনিংস ।



(স্ক্রিন শট খুজতাসি ।)





এরাই বাংলাদেশী সাংঘাতিক যারা আগে থেকেই বলে দেই বাংলদেশ কি পারে আর না পারে ।



গত কাল ইন্ডিয়ার এক নিউজ টিভি চ্যানেল দেখছিলাম,

১ ঘণ্টা দেখেও ফিক্সিং নিয়ে কোন সংবাদ দেখালাম না ।

আর আমার দেশের দৈনিক ইন্ডিয়ার আলো,

সুবহান্নাল্লাহ ।







এই আলো শুধু আলো না,

পতিতালয়ে যাওয়ার আলো ।

কিছু দিন আগের পত্রিকা এক্তু দেখি,

এই আশরাফুলকে নিয়ে ছাপিয়ে ছিল তারা ।













আশরাফুল কি ফিক্সিং করছে ??

ধরলাম করছে ।

তার শাস্তি হলে হবে,

কিন্তু তার শাস্তি নিয়ে দৈনিক ইন্ডিয়ার আলো গং এর এত তাড়াহুড়া কেন ??



ইন্ডিয়ার ফিক্সিং এর খবর কি লেটেস্ট ??

ধো*র বউ এর ব্রা খুলা হোক,

দেখা যাক ওই ব্রা কিসের টাকাতে কিনা ??

বাংলাদেশ ১৩ বছরে কেন ইন্ডিয়া যেতে পারল না উত্তর দে বরাহের বাচ্চারা ??



আই পি এল এ তামিম আশরাফুল মাশরাফি রাজ্জাককে কত দিন খেলতে দিছিল জবাব দে বরাহের বাচ্চারা ??

কয়টা বাংলাদেশী টিভি চ্যানেল ইন্ডিয়ায় চলে ??



সেই কবে বি পি এল শেষ হয়েছে,

আর কয়েক দিন আগে জানলাম যে আশরাফুল ফিক্সিং করছে,

তাও আবার আই পি এল এর ফষ্টি-নস্টি প্রকাশের পর থেকে,



হাম্বার বাচ্চা গুলা আজ খুব খুশী,

আই পি এল এ ফিক্সিং করছে,

তাতে কি ??

আমাগো আশরাফুলে করছে না ।

বরাহের জারজ গুলা,

ইন্ডিয়ান হতে পারছে,

বাংগাল কিংবা বাংলাদেশি হতে পারিনি,

তাগো কি দোষ কন ??

তারাতো বাঙালি,

ইন্ডিয়ান বাঙালি ।









উনারা জাতীর নায়ক,

উনারা সবাই মারা গেছেন,

মেরে ফেলেছি আমরা,

ইনাকেও মেরে ফেলব আমরা,

উপরের ৩ জনের কাছে উনি তো চুনোপুঁটি ।











আশুন,বন্ধু ও শত্রু চিনতে শিখি,

মিডিয়া যা বলে তা সঠিক বিচার করতে শিখি ।

আশরাফুলের মাথাকে ধরেন,

বলির পাঁঠা কেন হবে আশরাফুল ।







উপরের ছবি গুলা কি মনে আছে ??

সেনাবাহিনী দুর্নীতি করত,

প্রচার করছিল ইন্ডিয়ান মিডিয়া অরফে মুন্নি সাহা,

প্রায় সব চ্যানেল পিছে লাগছিল সেনাবাহিনীর ।















ইরাকে কি বিধ্বংসী মরনাস্ত্র পাওয়া গেছে ?

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ।

চুতিয়া দের দেশে বাস করি রে ।

মন্তব্য ৩২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৩ দুপুর ২:৫৯

আলাপচারী বলেছেন: Prothom alo- the name borrowed from indian writer's sunil gongopadday novel named prothom alo.

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:০৮

হুমায়ুন তোরাব বলেছেন: জানা ছিল না ।
জানানোর জন্য ধন্যবাদ ।
নাম ধার করাটা ব্যাপার না,
ব্যাপার হল তার কাজ কাম ।

সুনিলের কিছু কবিতা আমার খুবিই প্রিয় ।

২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৩৪

ওবায়েদুল আকবর বলেছেন: কিছু কিছু ব্যাপারে একমত। প্রথম আলো কেন আমরা পুরা জাতিই তো ভারত মাতা নামে অজ্ঞান!!! কিন্তু তাতে আশরাফুল আর ম্যাচ ফিক্সিং টারে এর সাথে আক করার কি আছে? কন্সপিরেসি থিওরি এত প্রিয় আপনার?

একটা কথার জবাব দেন তো ম্যাচ ফিক্সিং ইস্যুটা কি প্রথম আলো সবার সামনে আনছে আগে নাকি কালেরকণ্ঠে আগে প্রকাশ হইছে?

আচ্ছা আর একটা প্রশ্ন জিগাই ম্যাচ ফিক্সিং আলোয় নিয়া আসলে সেইটা দেশদ্রোহীতার অভিযোগে দুষ্ট হবে কেন?

০১ লা জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

হুমায়ুন তোরাব বলেছেন: আশরাফুল ম্যাচ ফিক্সিং করছে,
এটা আপনি কবে জানতে পারছেন প্রথম কালের কণ্ঠে ??


এখানে " প্রথম আলো " প্রতিনিধির ভুমিকা পালন করার জন্য ব্যাবহারিত হয়েছে ।

৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০২

টানিম বলেছেন: পড়ে আসুন । ভালো লাগবে ।
আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:১০

হুমায়ুন তোরাব বলেছেন: ভাল লিখছেন ভাই

৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:০৯

জাহান শাহ বলেছেন: দীর্ঘ দিনের অভ্যাস প্রথম আলো পড়া গত এক মাস থেকে বন্ধ করে দিয়েছি।

০১ লা জুন, ২০১৩ বিকাল ৪:১৪

হুমায়ুন তোরাব বলেছেন: হু,ভাল কাজ করছেন ।
ফেবু এখন নিউজ পেপার থেকে ভাল খবর দেয় ।

৫| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

আলাপচারী বলেছেন: প্রথম আলোর উপন্যাস থেকে শুধু নাম ধার করেছে ভাবছেন?
উপন্যাসটি পড়ে দেখুন আসল মাজেজা বুঝে যাবেন।

সম্ভবত নিউজপ্রিন্ট কাগজটিও ভারতীয় আমদানী পণ্য। বাংলাদেশী নিউজ প্রিন্ট কাগজ এতো পাতলা আর ফর্সা নয়। অন্যান্য দৈনিকের কাগজের সঙ্গে মিলালেই পার্থক্য ধরা পড়ে।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:১৯

হুমায়ুন তোরাব বলেছেন: দেশের জিনিষ থুয়ে বাইরের দেশের জিনিষ ব্যবহার করে ??
আজব ।
ওরা তো জানয়ারের থেকেও অধম ।

৬| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মিতক্ষরা বলেছেন: এইসব নিউজ অবশ্য আমি কালের কন্ঠ আর আমার দেশেও দেখেছি। বিশেষত কালের কন্ঠের গুলি খুব মারাত্মক। তবে যেহেতু বিষয়গুলো তদন্তাধীন, প্রথম আলোর এসব নিয়ে হালকা নিউজ ছাপানো উচিত। যত যাই হোক, ক্রিকেটে দুর্নীতি প্রশ্রয় দেয়া যাবে না। বিসিবির কর্তব্য এ বিষয়ে সচেতনতা তৈরী করা, কেউ ফিক্সিং এর প্রস্তাব দিলে তাকে কি করে ধরিয়ে দিতে হবে সে ব্যবস্থা করা।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:২৫

হুমায়ুন তোরাব বলেছেন: ঠিক আছে ভাই ??

তাই বলে হেডিং ???
অর্ধেক পেজ ???!!!??


আপনি আমার লিখার কয়েকটা লাইন পড়েননি বোধয় ।

সেই কবে বি পি এল শেষ হয়েছে,
আর কয়েক দিন আগে জানলাম যে আশরাফুল ফিক্সিং করছে,
তাও আবার আই পি এল এর ফষ্টি-নস্টি প্রকাশের পর থেকে,


আমি বিশ্বাস করি আই পি এল কেলেংকারি অন ফোকাস না এলে এগুলা লাইম লাইটে আসতো না ।




ফিক্সিং এর শাস্তি দিবেন ভাল কথা,
এক জনেরে বলির পাঁঠা বানায়ে শাস্তি দিবেন কেন ???

আশরাফুল ফিক্সিং করছে আজিবন নিষিদ্ধ করেন,
সমস্যা নাই,
কিন্তু আশরাফুলের মাথাকে না ধরতে পারলে কাল একই জিনিষ হবে,
কে জানে কাল হয়তো সাকিব আল হাসান !!!!???!!
তামিম ইকবাল !!!!!

৭| ০১ লা জুন, ২০১৩ রাত ৮:৩৬

গারো হিল বলেছেন: প্রথম আলোতে দুইটা ভাড়ও আছে একটা হচ্ছে রবি আরেকটা সিমু :> ওদের মতো গেয়ানি, জানলেওয়ালা পৃথিবীতে আর নাই /:) গ্রাম দেশে একটা প্রবাদ আছে---োনা নাই তার শুক্রবারে বিয়া---এদের এই অবস্থা ।

০১ লা জুন, ২০১৩ রাত ৮:৫০

হুমায়ুন তোরাব বলেছেন: কথা সত্য ভাই,
পুরোপুরি সত্য ।

৮| ০১ লা জুন, ২০১৩ রাত ৯:১৯

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনিও দাদা কি যা তা লিখচেন, একটি অংগরাজ্যের পত্রিকা যদি কেন্দ্রের আশির্বাদ পায় তায় আপনার এত লাগে কেন? নুন খেয়ে গুন গাওয়া কি খারাপ? আর যবন আশরাফুল নিয়ে আপনার এত মাতামাতি কেন? এই বাংলায় অনেক দাদাকেই পাবেন কেন্দ্রের দিকে ঝোক, তাদের সমর্থনেইতো তাতেই প্রথম আলো আজ অসাম্প্রদায়িক, জঙ্গিবাদি ও প্রতিক্রিয়াশিল মৌলবাদিদের জম। তো এরাই যদি এট্টু আট্টু ভারতমাতার গুনগান গায় তায় আপনার এত গা জ্বলুনি কেন?

০২ রা জুন, ২০১৩ সকাল ৯:১৬

হুমায়ুন তোরাব বলেছেন: দাদা আমি ভুলে গেছিলাম আমরা যে একটা প্রদেশের অঙ্গ রাজ্যে থাকি,
জয় হিন্দ,
জয় ভারত মাতা ।

৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১০:১২

বোকা_ছেলে বলেছেন: joy bangla
joy varot mata
+++++++++

০২ রা জুন, ২০১৩ সকাল ৯:১৭

হুমায়ুন তোরাব বলেছেন: জয় হিন্দ,
ভারত মাতা কি জয় হে

১০| ০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪১

কবি ও কাব্য বলেছেন: এখন একটাই শ্লোগান - Fuck Prohom Alo

০২ রা জুন, ২০১৩ সকাল ১১:৪৪

হুমায়ুন তোরাব বলেছেন: কবি ও কাব্য বলেছেন: এখন একটাই শ্লোগান - Fuck Prohom Alo B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১১| ০৩ রা জুন, ২০১৩ রাত ১:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: তবে যাই বলেন আমি ছানিফার খুজ খবর লইতে একবার হইলেও প্রথমালুতে চোখ বুলাই !!!

তবে কছম কইতাছি অইন্য খবর পড়ি না , সময় অসময় মিছা কতা শুনতে আর কতো ভালো লাগে বলেন :(

০৩ রা জুন, ২০১৩ ভোর ৬:৩১

হুমায়ুন তোরাব বলেছেন: হাহাহাহহাহাহাহাহা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৪৬

খায়ালামু বলেছেন: +++++++++পোস্ট টা পড়তে অনেকক্ষণ লাগল তিন নাম্বারে নারীর ছবিটার লেইগা B-)) B-))

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১০

হুমায়ুন তোরাব বলেছেন: মামু তুমি ভালা হয়ে যাও,
ভালা হইতে টেহা লাগে না,
ক্যারেক্টার লাগে ।
:P :P :P :P :P :P :P :P
:P

১৩| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

মামুণ বলেছেন: দেশের স্বার্থে অন্তত আশরাফুলকে সার্পোট করা উচিত । আর রাগব বোয়াল গুলা যাতে ছাড়া না পায় সেটা ও দেখা দরকার ।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

হুমায়ুন তোরাব বলেছেন: দেশের স্বার্থে আমাদের সবার এক হওয়া উচিত। দেশের জন্য কোনটা ভালো কোনোটা মন্দ বুঝা উচিত

১৪| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:২০

নীল_সুপ্ত বলেছেন: সমন্বয় অসাধারণ হয়েছে এবং ট্যু দি পয়েন্ট হয়েছে,

হ্যাটস অফ

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

হুমায়ুন তোরাব বলেছেন: দেশের স্বার্থে আমাদের সবার এক হওয়া উচিত। দেশের জন্য কোনটা ভালো কোনোটা মন্দ বুঝা উচিত

১৫| ০৫ ই জুন, ২০১৩ রাত ২:৫৭

াগলা শান্তু বলেছেন: দুর্দান্ত লিখেছেন ।

০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৬

হুমায়ুন তোরাব বলেছেন: ধন্যবাদ ভাই

১৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪০

নষ্ট শয়তান বলেছেন: আপনার লেখাটা পড়ে অভিনন্দন জানিয়ে গেলাম।

সত্য উন্মোচিত হোক

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২১

হুমায়ুন তোরাব বলেছেন: সত্য উন্মোচিত হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.