নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লিখার মত এখনো কিছু করতে পারিনি,ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি ।

হুমায়ুন তোরাব

আপাতত ব্যস্ত আছি,চিত হয়ে শুয়ে ফ্যান ঘুরা দেখছি,পরে যোগাযোগ করুন ।

হুমায়ুন তোরাব › বিস্তারিত পোস্টঃ

এক নজরে হজরত মুহাম্মাদ (স)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮





পুরো নামঃ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (আরেক নাম আহমাদ )



কুনিয়াঃ আবুল কাসেম



জাতিঃ আরব



গোত্রঃ বনু হাশিম



বংশঃ কুরাইশ



জন্মঃ April 26, 570 (সম্ভাব্য তারিখ)



জন্মস্থানঃ মক্কা শহর



বাবাঃ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব (৫৪৫-৫৭০)



মাঃ আমিনা বিনতে ওয়াহব (???-৫৭৭)



দাদাঃ শায়বা ইবনে হাশিম (popularly known as আব্দুল মুত্তালিব*)



দাদিঃ ফাতিমা বিনতে আমর (?? - 576)



নানাঃ ওয়াহব ইবনে আব্দ মুনাফ (?? - ??)



নানিঃ ????



দুধমাতাঃ হালিমা বিনতে আবি জুয়ায়েব (?? - ৬৩০)



উচ্চতাঃ মাঝারি (অনুমান করা হয় ৫'১১"-৬'০")



চোখের রঙঃ কালো



চুলঃ কোঁকড়ানো, বাবরি



ত্বকঃ উজ্জ্বল



স্বরঃ শক্তিশালী



পেশাঃ মেষ চড়ানো, ব্যবসা



প্রথম বিবাহঃ ২৫ বছর বয়সে



প্রথম স্ত্রীঃ খাদিজা বিনতে খুয়াইলিদ (555–619)



হাজরে আসওয়াদ এর ঘটনাঃ ৬০৫ সাল



ধর্মঃ পূর্বে, হানিফ**; পরবর্তীতে নিজের উপর আল্লাহ্‌র নিকট হতে অবতীর্ণ ওহী মোতাবেক ইসলাম।



নবুয়াত প্রাপ্তিঃ ৪০ বছর বয়স, ৬১০ সাল



প্রাপ্তিস্থলঃ মক্কা থেকে ৩ কিলোমিটার, নূর পর্বত, হিরা গুহা, Dimension ৩.৫ মিটার X ১.৬ মিটার



নবুয়াতকালঃ ২৩ বছর= ৬১০-৬৩২



মক্কা জীবনঃ ৫৭০-৬২২= ৫২ বছর



মিরাজ আর ইসরাঃ ৬২১ সালের দিকে



হিজরতঃ ৬২২ সালের ১৩ জুন মক্কা ত্যাগ, ১১ জুলাই মদিনায় (পূর্ব নাম ইয়াস্রিব) পৌঁছান, যা মক্কা থেকে ৩২০ কিলোমিটার দূরে



মদিনা জীবনঃ ৬২২-৬৩২= প্রায় ১৩ বছর



মক্কা বিজয়ঃ জানুয়ারি, ৬৩০ সাল। ১০০০০ সৈন্য, প্রায় রক্তপাতহীন বিজয়।



বিদায় হজঃ ৬৩২ সাল।



সহধর্গমিণীগণঃ খাদিজা বিনতে খুয়াইলিদ (595–619), সাউদা বিনতে যামা (619–632), আয়িশা বিনতে আবু বকর (619–632), হাফসা বিনতে উমার (624–632) জয়নব বিনতে খুজায়মা (625–627) হিন্দ বিনতে আবু হুমাইয়া (629–632) জয়নব বিনতে জাহশ (627–632) জুহাইরা বিনতে আল হারিস (628–632) রামালা বিনতে আবু সুফিয়ান (628–632) রাইহানা বিনতে জায়েদ (629–631) সাফিয়া বিনতে হুয়াই (629–632) মাইমুনা বিনতে আল হারিস (630–632) মারিয়া আল কিবতিয়া (630–632)



পুত্রঃ আল কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম ***



কন্যাঃ জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাতুজজোহরা



মৃত্যুঃ June 8, 632, সোমবার



মৃত্যুস্থানঃ মদিনা



মৃত্যুর কারণঃ বার্ধক্য জনিত কারনেও মারা যেতে পারেন ।

আল্লাহ্‌ পাক ভাল জানেন ।



আরেকটা মতামত হল

বিষ প্রয়োগ, সম্ভবত বিষের যন্ত্রণায় মারা যান, ইহুদী কর্তৃক প্রদত্ত বিষ।



সমাধিঃ মদিনা, মসজিদে নববী







টীকা--->>>







*আব্দুল মুত্তালিব নামের কারণ-->



আসল নাম শায়বা। কিন্তু, তাঁর বাবা হাশিম গাযায় ব্যবসা করতে গিয়ে মারা যান। তখনও শায়বার জন্ম হয়নি। ৮ বছর পর্যন্ত মদিনায় মার সাথে বেড়ে উঠেন তিনি। তাঁর চাচা মুত্তালিব মদিনায় এসে শায়বার মাকে বুঝালেন মক্কা মদিনার থেকে কত ভাল। মা সালমা শেষ পর্যন্ত মুত্তালিবের যুক্তিতে হাড় মানেন। তিনি ছেলেকে যেতে দেন। মুত্তালিব তাঁর ভাইয়ের ছেলে শায়বাকে নিয়ে মক্কায় এলেন। তখন সবাই মনে করল এ বুঝি মুত্তালিবের নতুন দাস। আব্দ মানে দাস। তাই তারা শায়বাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতে লাগল... মুত্তালিব মারা গেলে শায়বা বনু হাশিমের গোত্র প্রধান হন। কিন্তু... তাঁর নাম সেই আব্দুল মুত্তালিবই থেকে যায়।



**হানিফ কী?







যারা ইসলামের আগমনের আগে মূর্তিপূজা থেকে বিরত থাকতো, একত্ববাদ পালন করত ইব্রাহিমের (আ) অনুসরণ করে তাদেরকে হানিফ বলা হত... হানিফ অর্থ "true believer" বা "righteous one" ...







***পুত্রগণঃ



কাসিম মারা যায় ২ বছরে। ৬০৫ সালে। খাদিজার (রা) ছেলে।



আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (আরেক নাম তাহির ) ৬১৫ সাল মারা যান। খাদিজার ছেলে।



ইব্রাহিম মারা যায় ১৬/১৮ মাস বয়সে। ৬৩২ সালের জানুয়ারিতে। মারিয়ার ছেলে।





ভুল হলে বল্বেন,ঠিক করে দেয়া হবে ।



মুল-আব্দুল্লাহ ইবনে মাহমুদ ।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

খাটাস বলেছেন: ভাল লাগল।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩

হুমায়ুন তোরাব বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




অনেকগুলো অজানা তথ্য জানলাম। ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

হুমায়ুন তোরাব বলেছেন: জাজাকাল্লাহ

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

শাহ আজিজ বলেছেন: আব্দুল মুত্তালিবের নাম রহস্য ভেঙ্গে দেবার জন্য ধন্যবাদ । আসল নাম সায়েবা বনু হাসিম , তার দাদা ছিলেন মুত্তালিব । যেহেতু মুহাম্মদ বংশঝাড় রেখে যেতে পারেননি তাই সায়েবার বংশের অন্য ধারা এখন কাবা শরিফের চাবি সংরক্ষন করেন । ১৯৩৮ সালে(?) সাউদ রা হেজাজ দখল করে দুই মসজিদের খাদেম বনে যান । এর আগে সায়েবা বংশ এই ধারা অব্যাহত রেখেছিল । সাউদ রা অবশ্য সায়েবাদের ধন সম্পদ দিয়ে সুখেই রেখেছে ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫

হুমায়ুন তোরাব বলেছেন: ধন্যবাদ আপনার দেয়া তথ্যের জন্যে ।

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

জহির উদদীন বলেছেন: মৃত্যুর কারণঃ বিষ প্রয়োগ, সম্ভবত বিষের যন্ত্রণায় মারা যান, ইহুদী কর্তৃক প্রদত্ত বিষ।
হযরত মুহাম্মদ(সঃ)কে বিষ প্রয়োগ করা হইয়াছিল এটা এই প্রথম শুনলাম...দয়া করে এর রেফারেন্স দিন...

আমি মনে করি এটা সম্পূর্ন রূপে ভ্রান্ত ধারনা....
হযরত মুহাম্মদ(সঃ) মৃত্যূর আগ পর্যন্ত এবং সকল সময়ে শত্রু পক্ষ থেকে স্বংয় মহান আল্লাহপাক কর্তৃক সুরক্ষিত ছিলেন....মৃত্যূর কিছু দিন আগে তিনি বিদায়ী হজ্জের ভাষন দিয়েছিলেন তখন সাহাবীরা হযরত মুহাম্মদ(সঃ) এর পৃথিবী থেকে চলে যাওয়ার বিষয়টা কিছুটা আচঁ করতে পারেন...

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

হুমায়ুন তোরাব বলেছেন: এটা অনেক বিতর্কিত ।
বাদ্ধক্য জনিত কারনেও তিনি মারা যেতে পারেন,
আল্লাহ্‌ পাক ভাল জেনেন ।

অপেক্ষা করুন,এক্টু বিজি আছি ।
পরে ইনশাল্লাহ দিব ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

হুমায়ুন তোরাব বলেছেন: ভাই এই লিখাটা পড়ে দেখতে পারেন ।
যদিও আমি এই লিখাটার অনেক অংশের সাথে একমত নয় ।

View this link

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

আয়রন ম্যান বলেছেন: জহির উদদীন বলেছেন: মৃত্যুর কারণঃ বিষ প্রয়োগ, সম্ভবত বিষের যন্ত্রণায় মারা যান, ইহুদী কর্তৃক প্রদত্ত বিষ।
হযরত মুহাম্মদ(সঃ)কে বিষ প্রয়োগ করা হইয়াছিল এটা এই প্রথম শুনলাম...দয়া করে এর রেফারেন্স দিন...
সহমত
দয়াকরে একটু রেফারেন্স দিবেন কি?

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

হুমায়ুন তোরাব বলেছেন: এটা অনেক বিতর্কিত ।
বাদ্ধক্য জনিত কারনেও তিনি মারা যেতে পারেন,
আল্লাহ্‌ পাক ভাল জেনেন ।

ভাই এই লিখাটা পড়ে দেখতে পারেন ।
যদিও আমি এই লিখাটার অনেক অংশের সাথে একমত নয় ।

View this link

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শাহ আজিজ বলেছেন: তীব্র মস্তিস্ক প্রদাহ এবং প্রচণ্ড জ্বর ছিল পড়েছি । তবে আরবে ওই সময় বিষ প্রয়োগে হত্যা একটি সাধারন প্রক্রিয়া ছিল । মুহাম্মাদ এর পুত্ররা কেউই বাচেনি বা বাচতে দেয়া হয়নি ।
ষড়যন্ত্র আরব সমাজে একটি কালচার ,এখন দেখুন, বিলিয়ন ডলার খরচ করে সিরিয়ার ধ্বংস চাইছে সাউদরা ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

হুমায়ুন তোরাব বলেছেন: সত্য বলেছেন ভাই ।
সৌদি রাজ পরিবার তো
সৌদি না ,উড়ে এসে জুড়ে বসা পরিবার ।
তাদের পা চাটতে এক দল আলেম(?) ও রয়েছেন ।

৭| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৯

এস এম তৌহিদ বলেছেন: মোহাম্মদ (সা) এর মূত্যু তারিখ ৮ জুন,এটা নতুন জানলাম।এটা আমার জন্মদিন।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

হুমায়ুন তোরাব বলেছেন: আমিও জেনে অবাক হয়েছিলাম ।

৮| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

নাজমুল আহসান মুক্ত বলেছেন: মৃত্যুর কারণঃ বিষ প্রয়োগ!!!

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

হুমায়ুন তোরাব বলেছেন: এটা অনেক বিতর্কিত ।
বাদ্ধক্য জনিত কারনেও তিনি মারা যেতে পারেন,
আল্লাহ্‌ পাক ভাল জেনেন ।

ভাই এই লিখাটা পড়ে দেখতে পারেন ।
যদিও আমি এই লিখাটার অনেক অংশের সাথে একমত নয় ।

View this link

৯| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৬

সদয় খান বলেছেন: বিষ প্রয়োগ ব্যাপারটা আজ প্রথম শুনলাম এবং আমি যতটুকু জানি এটা ভুল তথ্য । পোস্ট থেকে রাসুল (সাঃ) এর সম্বন্ধে নির্দিষ্ট কিছু তথ্য জানলাম । ধন্যবাদ আপনাকে ।।।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

হুমায়ুন তোরাব বলেছেন: হতে পারে ভাই ।
পড়ার জন্যে ধন্যবাদ

১০| ০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৬

আহমেদ আলিফ বলেছেন:
ভালো লেগেছে !

বিষ প্রয়োগ কথাটা আমিও কোথাও পড়েছিলাম ! এখন রেফারেন্স দিতে পারছি না , আশা করি লেখক দেবেন !
যত দুর মনে আছে ঘটনাটা এরকম,
এক ইহুদী নারী মাংসে বিষ মিশিয়ে নবি (সাঃ) এর কাছে পাঠায় । নবি (সাঃ) একটু মুখে দিয়েই বুঝতে পারেন এটাতে বিষ আছে । কিন্তু এক সাহাবী বেস কিছুটা খেয়ে ফেললে তিনি মারা যান ।
এই যাত্রায় নবি (সাঃ) এর কিছু না হলেও প্রতি চন্দ্র মাসে তার শরিরে বিষ ক্রিয়া দেখা যেতো ।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

হুমায়ুন তোরাব বলেছেন: আল্লাহ পাক এ বিষয়ে ভাল জানেন ।
পড়ার জন্যে ধন্যবাদ ভাই ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

বিলাসী বলেছেন: "মৃত্যুর কারণঃ বিষ প্রয়োগ, সম্ভবত বিষের যন্ত্রণায় মারা যান, ইহুদী কর্তৃক প্রদত্ত বিষ।" এটা আমি এই প্রথম শুনলাম...রেফারেন্স অবশ্যই দিন। আর আমার মত হল আপনি নিজে কনফার্ম না হয়ে কেন অনুমান নির্ভর এটা পোষ্ট করলেন। আপনার আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

হুমায়ুন তোরাব বলেছেন: ভাই যে কারও পক্ষেই মৃত্যুর কারন সঠিক ভাবে বলা কঠিন ।
আপনি এই লিখাটি পড়ে দেখতে পারেন ।
Click This Link

১২| ০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮

জহির উদদীন বলেছেন: রাসুল (সাঃ) কে নিয়ে ভুল তথ্য দেয়া থেকে নিজেকে বিরত রাখুন.... ধন্যবাদ ।।।

০২ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

হুমায়ুন তোরাব বলেছেন: ধন্যবাদ ।।।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:


++++++++++

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

হুমায়ুন তোরাব বলেছেন: ধন্যবাদ

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৮

খেয়া ঘাট বলেছেন: জহির উদদীন বলেছেন: মৃত্যুর কারণঃ বিষ প্রয়োগ, সম্ভবত বিষের যন্ত্রণায় মারা যান, ইহুদী কর্তৃক প্রদত্ত বিষ।
হযরত মুহাম্মদ(সঃ)কে বিষ প্রয়োগ করা হইয়াছিল এটা এই প্রথম শুনলাম...দয়া করে এর রেফারেন্স দিন...

আমি মনে করি এটা সম্পূর্ন রূপে ভ্রান্ত ধারনা....
হযরত মুহাম্মদ(সঃ) মৃত্যূর আগ পর্যন্ত এবং সকল সময়ে শত্রু পক্ষ থেকে স্বংয় মহান আল্লাহপাক কর্তৃক সুরক্ষিত ছিলেন....মৃত্যূর কিছু দিন আগে তিনি বিদায়ী হজ্জের ভাষন দিয়েছিলেন তখন সাহাবীরা হযরত মুহাম্মদ(সঃ) এর পৃথিবী থেকে চলে যাওয়ার বিষয়টা কিছুটা আচঁ করতে পারেন

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

হুমায়ুন তোরাব বলেছেন: হতে পারে ।
এই বিষয়টা নিয়ে দ্বিধা আছে ।
এই লিংকটা পড়তে পারেন ।
View this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.