নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

সকল পোস্টঃ

" চায়ের কাপে অপেক্ষা " - বইটি নিয়ে আমার প্রত্যাশা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

কারো ক্ষেত্রে এমন হয়েছে কীনা জানিনা , কিন্তু আমি বেশ ক’দিন ধরে সামু ব্লগে সাইন ইন করতে পারছিলাম না । কেন পারছিলাম না ? উত্তর বেশ সহজ ; কাজের ভীড়ে...

মন্তব্য২১ টি রেটিং+১

নিজস্ব কারাবাস //

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪

রঙচড়া মেকাপের আড়ালে
অশ্রভেজা চোখ আরশীতে দেখতে দেখতে
একদিন ক্লান্ত হয়ে নিজেই বেরিয়ে পড়লাম সত্য সুখের সন্ধানে ;
সুখ ! এ এক মরিচীকাসদৃশ শব্দ ।
কেউ তার সন্ধান পায় মার্শিডিজ হাকিয়ে ,
কেউবা...

মন্তব্য৯ টি রেটিং+১

গোধুলির নিমগ্নতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

লেনা দেনার এই যাদুর শহরে
বড্ড বেশি ক্লান্ত লাগে আজকাল ;
কেবল ছুটে চলেছি বাড়তি ভালো থাকবার পশ্রয়ে।
কর্মের ভারে ন্যুজ্ব নয়,
এ যেন যন্ত্রের যাতাকলে
নিষ্পেষিত প্রত্যেকটি কুহূর্ত।
তারপরও তুমি পাশে...

মন্তব্য১৭ টি রেটিং+৪

ফিরিয়ে দাও আবার সে অরণ্য //

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

বিশ্ববিদ্যালয়ের হল জীবনের কথা আজ খুব মনে পড়ছে । জীবনে প্রথম বাড়ির বাইরে থাকা , এক অন্যরকম উত্তেজনা কাজ করছিল মাত্র কলেজ পেরুনো জীবনে । আহা ,কতো রকম মানুষের সাথে...

মন্তব্য৯ টি রেটিং+১

ইন্দ্রাবতী ; তোমায় স্পর্শ করবো বলে //

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

সাতরঙা জল ছুঁয়ে দেখবো বলে
সে কী আয়োজন আমার ;
কখনো নীল শাড়ির ভাঁজ খুলে দেখছি ,
কখনোবা আকাশি রঙের শাড়িটা।
আচ্ছা,আকাশ যখন সমুদ্রে হেলে পড়ে
তখন গোধূলি আলোর কোন আভার খেলা...

মন্তব্য১৬ টি রেটিং+৩

তুমি আসবে বলে //

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

তুমি আসবে বলে ;
ভোরের সূর্যটা বুঝি একটুও দেরী করলোনা ঘুম ভাঙাতে ,
মুঠো কলের অপেক্ষায় থাকিনি আজ ।

তুমি আসবে বলে ;
শেষ রাত্রিটিকে মনে হয়েছিল বিশাল সমুদ্র ,
জৈষ্ঠ্যের আলিঙ্গনে জড়িয়ে নিল ঘন-কালো...

মন্তব্য২৩ টি রেটিং+৪

সংবাদ মাধ্যমের জন্য বিভাগীয় প্রতিনিধি চাই ।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

আকাশছোঁয়া একটি অনলাইন নিউজ পোর্টাল যেটি সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রচারিত । কিন্তু এর সাংবাদিক সবাই বাংলাদেশের ,কারন এখান থেকেই আমরা সংবাদ গুলো নিয়মিত পাঠাচ্ছি ।
যারা বিভাগীয় পর্যায়ে...

মন্তব্য৬ টি রেটিং+০

চলুন একসাথে আকাশটা ছুঁয়ে দেখি ।।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:০৩


আমার ভীষন মন খারাপের রাতে ;
তুমি ছিলে না আমার সাথে ।
তবু ভোর হলো আজ অন্যরকম ;
আকাশ ছুঁয়ে বৃষ্টি এলো আগের মতোন ।

------------------------------------------রোদেলা নীলা

চোখ জুড়ানো ছবিটি আকাশ ছোঁয়া নিউজ পোর্টালের জন্য...

মন্তব্য৯ টি রেটিং+০

বোশেখ দিনের পদ্য //

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৬

বাংলার পথ ধরে
বৈশাখী আহবানে ;
চলো আজ হারিয়ে যাই।
রিনিঝিনি চুড়ি বাজে
নুপুরের নিক্কনে ,
সেই সুরে নিজেকে মাতাই।

কাঁচা পাকা মুকুলের
মৌ মৌ গন্ধ ;
বটতলা মেতে ওঠা
নৃত্যের ছন্দ।
ঢাক আর ঢোলকের
অবিরাম বাজনা...

মন্তব্য১৭ টি রেটিং+১

নাম দিয়েছি স্বাধীনতা

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৯


সৃষ্টির আদিমলগ্নে
মূর্তমান অবিশুদ্ধ মানবতা ঠাসা শরীরে
হাত রেখে জানতে চাই ;
বুক খোলা দরজার অন্ধকার ঘরে উঁকি দিয়ে
দেখতে ইচ্ছে করে –
ওখানকার বীভৎসতার ইতিহাস ।
কান পেতে রাখি ;
আহত পাখীর আর্তনাদ আমার শেষ...

মন্তব্য১৯ টি রেটিং+২

বাংলা আমার প্রাণ //

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭



কতো কবি আর গায়েন বুনেছে
বাংলা ভাষার গান ;
সব সুর মিশে একটাই কথা
তুইযে আমার প্রাণ ।

তোর কান্নায় ঘুমিয়ে রয়েছে
রক্তে রাঙানো ভাই ;
বাংলার মাটি ছুঁয়ে আছে তাঁরা
ভুলতেতো পারি নাই ।

বিশ্ব আমাদের...

মন্তব্য২২ টি রেটিং+৪

"মেঘ বালিকার দেশে "-ঘোরাঘুরির গল্প নিয়ে আবার এলাম বইমেলাতে ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

এবারের বইমেলায় রোদেলা নীলার ২য় ভ্রমণ গল্পগুচ্ছ-“মেঘ বালিকার দেশে” নিয়ে আসছে মহাকাল প্রকাশনী । স্টল নং-২২০-২২১ ,সোহরাওয়ার্দি উদ্যান ,মঞ্চের পশ্চিমপাশ । বাংলা ভাষাভাষী ভ্রমণ বিষয়ক গ্রন্থের নারী লেখক তালিকায় রোদেলা...

মন্তব্য২৩ টি রেটিং+২

তখন তোমার সময় ছিল না,আমার ছিল অনেক ।

২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬


তখন তোমার সময় ছিল না,আমার ছিল অনেক ।
তোমার তখন জ্বলজ্বলে রাত ,
ব্যস্ত ল্যাপটপ , বন্ধুর নেশা ;
আমার তখন অন্ধকার বারান্দা ,
বস্তাপঁচা সিরিয়াল ;
রান্নাঘরে এঁটো থালা ।
তুমি তখন খোলা...

মন্তব্য৭ টি রেটিং+২

অর্থহীন রাজ্যের সন্নিকটে //

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

কন্ঠে আমার শেষ শব্দটা ভীষন সংযত ;
কেউবা পাছে শুনে নেয় সব কথা।
জানি চলে যাওয়া মানেই প্রস্থান নয়,
হিমধরা এই রাত্তিরে এক টুকরো উষ্মতা হাত ধরে বলে - আমাকে...

মন্তব্য১২ টি রেটিং+৩

এলেবেলে কাব্য বিকেল //

১৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

১।
হেমন্ত রঙ গায়ে মাখি ;
সূর্য স্নানে যাই।
আর কতো কাল ডাকবো পাখি ;
তোমার দেখা নাই।
২।
বাহির আমায় ডাকে ভীষন ,
ঘর এখানে থাকে না।
হাত বাড়ালে রিক্ত ফাগুন ,
মন...

মন্তব্য২১ টি রেটিং+২

>> ›

full version

©somewhere in net ltd.