নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পৃথিবী

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

রোদেলা

আমার আকাশ মেঘে ঢাকা \nজমতে থাকা আগুন ;\nহঠাত আলোর পরশ পেলেই \nঝরবে রোদের ফাগুণ।

রোদেলা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে রেখেছি আমি //

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

তোমাকে রেখেছি আজ
মেঘ কালো রোদ্দুরে ;
শ্যাওলা জড়ানো পুরনো স্নান ঘরে ।

তোমাকে রেখেছি এই
বাসমতী চাল ঝরে ;
আধ ফোটা মশুরী ডাল ভরে ।

তোমাকে রেখেছি দেখো
পূর্ণতা ঢাকা পাজরে ;
এলেবেলে মাখামাখি শুদ্ধ চাদরে ।

তোমাকে রেখেছি মেখে
আটপৌঢ় সময় ধরে ,
সময়ের আহবানে মননে শরীরে ।।







মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:০৫

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: সহজ সাবলীল সুন্দর :)

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

রোদেলা বলেছেন: ধন্যবাদ ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, কবিতার সাথে ছবিটার মিল নেই।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

রোদেলা বলেছেন: আমি মিল খুঁজে পেয়েছি ,তাইতো দিলাম।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:৫৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খানি ভালো লাগলো,
ছবি টা বদলে দিন আরও ভালো হবে।
শুভেচ্ছা

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬

রোদেলা বলেছেন: ছবিটা প্রাসংগিক ।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

শার্লক_ বলেছেন: আমি কবিতা তেমন একটা পড়ি না। তবে এটা পড়ে ভাল লাগলো।

০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

রোদেলা বলেছেন: আপনি পড়েছেন,তাই শুনেই ভালো লাগছে ।কবিতা ছোট বলে সবাই পড়ে,কিন্তু এর ভেতরের গভীরতা অনেক ব্যাপ্তি ছড়ায় ।

৫| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

মানবী বলেছেন: "তোমাকে রেখেছি এই
বাসমতী চাল ঝরে ;
আধ ফোটা মশুরী ডাল ভরে"

- তারমানে তাকে আপনি খিচুরীর হাড়িতে রেখেছেন রোদেলা? :-)

আপনার রম্য খুঁজেছি বেশ কয়েকবার, চমৎকার রম্য লিখেন আপনি।
ভালো লাগলো কবিতা পড়ে, ধন্যবাদ রোদেলা।

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪২

রোদেলা বলেছেন: ঞ্জীবনটাইতো আস্ত একটা রম্য ।প্রতি মুহূর্তই রসিকতা করছি বাস্তবতার সাথে ।এবার লিখেছি -ভ্রমণ গল্প।রকমারিতে পাওয়া যাচ্ছে-পিয়াইন নদীর স্রোতে ।
খিচুরী কোন দিন খাওয়াতে পারবো কীনা ,তা বিধাতা জানেন।

৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: শেষের দুটো স্তবক বেশী ভাল হয়েছে। আর শেষ স্তবক দুটোর শেষ লাইনটি করে চমৎকার হয়েছে।
এলেবেলে মাখামাখি শুদ্ধ চাদরে -- বেশ, বেশ!
কবিতায় 'লাইক' (+)

১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩

রোদেলা বলেছেন: একদম চুম্বক অংশ কোট করলেন ভাই ।রকমারিতে কি আপনার বই আছে?

৭| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

খায়রুল আহসান বলেছেন: আমার বই রকমারিতেও নেই, প্রকাশকের কাছেও নেই। সব বই আমি নিয়ে এসেছি। আপনি ঠিকানা দিলে আমি কুরিয়ারে পাঠাতে পারি। এই যে একটু আগ্রহ দেখালেন, এতেই আমি অনেক খুশী হ'লাম।

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৯

রোদেলা বলেছেন: এই নম্বরে একবার কল দিলে খুশী হবো,আমিও আমার বই দিতে চাই-০১৭৪৭৭৫৩১১৯

৮| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ২:৩৭

অতঃপর হৃদয় বলেছেন: চমৎকার কবিতা তবে ছবিটা আরো ভাল হতে পারত।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৭

রোদেলা বলেছেন: গুগল বাড়ি ঘেঁটে এটাই পেয়ে গেলাম।

৯| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অদৃশ্য এক শক্তি তার,
কেউ হয় পুড়ে খাটি গিনি সোনা
হয় পুড়ে ছারখার।
এ আগুন শুধু পুড়তেই জানে না
গড়তেও জানে,
আগুন শুধু স্বপ্নই পোড়ে না
অনেক স্বপ্নও বোনে।
আমার সে আগুনের রূপ
দেখার খুব বাসনা, কেউ কি জানে সে
আগুনের ঠিকানা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.