নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময়ী তনয়া

ভালবাসি ইসলাম, দেশ, ও বাংলাদেশ ক্রিকেট টিম।

রহস্যময়ী তনয়া › বিস্তারিত পোস্টঃ

১৯৮০-৯০ এর কিছু বিজ্ঞাপনের পোস্টার

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

কিছু পুরাতন টেলিভিশনের বিজ্ঞাপন ইউটিউবে খুঁজলেই পাওয়া যায়। কিন্তু, কাগুজে বিজ্ঞাপনগুলো তেমন দেখা যায় না। কিছু খোঁজাখুঁজি করে Advertising Archive Bangladesh-এর ওয়েবসাইট থেকে কিছু পেলাম। যেহেতু, সিগারেটের বিজ্ঞাপন দেয়া বৈধ ছিল, তাই বেশিরভাগই সিগারেটের বিজ্ঞাপন। তারই কিছু শেয়ার করলাম।

১। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে।







২। ১৯৭৮ সালের ঢাকা রপ্তানী মেলা!







৩। ক্যাপ্সটান সিগারেট ১৯৮১।







৪। চট্টগ্রামের সাথে যাদের কিছুটা হলেও পরিচিতি আছে তারা নিশ্চয় জিইসি মোড়ের জেনারেল ইলেকট্রিক কোম্পানীর এই লোগোটার সঙ্গে পরিচিত। এটি ১৯৮১-তে প্রকাশিত সেই জিইসি-র বিজ্ঞাপন।







৫। অভিনেতা আনোয়ার হোসেনের করা ক্যাপ্সতান সিগারেটের বিজ্ঞাপন। সাল ১৯৮২।







৬। একই বিজ্ঞাপন ইংরেজিতে...







৭। আবার-ও ক্যাপ্সতান। বাংলা ও ইংরেজী।১৯৮২।







৮। শিল্পী আব্দুস সাত্তার-এর করা ক্যাপ্সতানের বিজ্ঞাপন। এরা অনেক বিখ্যাত লোককেই তাদের শুভেচ্ছাদূত করেছিল... (১৯৮২)







৯। সম্ভবত এটিই চট্টগ্রামবাসীদের উদ্দেশ্যে করা প্রথম পেপসি-র বিজ্ঞাপন। ১৯৮২ সাল।







১০। সম্ভবত ১৯৮২ সালের এই বিজ্ঞাপনটিই চট্টগ্রামে পেপসি উদ্বোধনের পর প্রথম ইংরেজী বিজ্ঞাপন।







১১। ব্রিটিস সিগারেট ইম্পেরিয়াল নাম্বার ১-এর বিজ্ঞাপন, ১৯৮৩ সাল।







১২। একই বিজ্ঞাপন, তবে রঙ্গিন!!!







১৩। ব্রিটিশ এয়ারওয়েজ, ১৯৮৩।







১৪। বাটা জুতো, ১৯৮৪।







১৫। ১৯৮৪ সালে বাটা-র সানদাক সুন্দরী!







১৬। স্টার সিগারেট। ১৯৮৬ সাল।







১৭। এমব্যাসি সিগারেট। ১৯৮৬ সাল।







১৮। ১৯৮৮ সালের ব্রিটিশ এয়ারওয়েজের বিজ্ঞাপন।







১৯। বাটা-র ঝিলিক, ১৯৮৮।







২০। ১৯৯১ এর স্টার সিগারেটের বিজ্ঞাপন।







২১। ১৯৯৪ সাল। সিঙ্গার ভিসিপি।







২২। এংকর মিল্ক। ১৯৯৯ সাল।





মন্তব্য ৪৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: দুর্লভ শেয়ার।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩০

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: এপিক

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

রহস্যময়ী তনয়া বলেছেন: ঠিকই বলেছেন :)

৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

মামুন রশিদ বলেছেন: ভালো কালেকশন ।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪

সকাল হাসান বলেছেন: দুষ্প্রাপ্য কিছু ছবি! তবে আগে বোধহয় বেশির ভাগ সিগারেটের বিজ্ঞাপনই ছিল! জনপ্রিয় বেশ কিছু মানুষই সিগারেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তখন!

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ!

আমার মনে পড়ে, আগে এটিএন/চ্যানেল আই-তেও সিগারেট ছাড়া অন্য কিছুর বিজ্ঞাপন দেখাই যেত না। স্বাধীনতার পর বাংলাদেশের সব সরকার যা যা সিদ্ধান্ত নিয়েছে তার মাঝে সেরা দশের মধ্যে একটি হবে সিগারেটের বিজ্ঞাপন বন্ধ করার সিদ্ধান্তটি।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

ইলি বিডি বলেছেন: অসাধারন.....................।।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২২

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব!

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা +

বাটার সুন্দরীকে মনে ধরিয়াছে খুব ! উনার নাতনীর খোঁজ জানা দরকার ;)

ভালো থাকবেন :)

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ!

গুগলে সার্চ করিয়া লাভ হইবে না। বাটা কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাইতে পারে :)

আপনিও ভালো থাকবেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

নিরপেক্ষ মানুষ বলেছেন: চমত্‍কার ।প্রিয়তে নিলাম

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :) :) :) অনুপ্রানিত হলাম :) :) :)

৯| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৯

কলমের কালি শেষ বলেছেন: দুর্দান্ত পোষ্ট । ++++

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ। :)

১০| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! দারুন তো! পাইলেন কোথায় এগুলো। কয়েকটা তো আমার জন্মেরও আগে! তখন মনে হয় সিগারেটের এড বেশি হতো!

অনেক ভালো লেগেছে, শুভেচ্ছা রইল।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

রহস্যময়ী তনয়া বলেছেন: বেশি খুঁজোখুজি করতে হয়নি। ঐ যে বললাম, "Advertising Archive Bangladesh"-এর ওয়েবসাইট, ওখান থেকেই পেয়েছি। এখানে প্রায় সবই আমার জন্মের আগে। হ্যাঁ এইটা ঠিক যে তখন বেশি বেশি সিগারেটের এড হতো।

অনেক ধন্যবাদ। আপনার জন্যেও শুভেচ্ছা।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: অনেকগুলা পুরান স্মৃতি মনে করায়া দিলেন, নষ্টালজিক হয়া গেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

রহস্যময়ী তনয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!

১২| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

আজকের বাকের ভাই বলেছেন: আপনার কষ্ট সার্থক হোক

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

রহস্যময়ী তনয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

তাসজিদ বলেছেন: চরম। নস্টালজিক হয়ে গেলাম।


+..++++++++++++++++++++++++

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। :)

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২১

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

অপু তানভীর বলেছেন: চমৎকার!!

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ! :)

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

সকাল রয় বলেছেন:

ক্যাপ্সটান তো এখনো চলে মোর হস্তে মাঝে মাঝে :)

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১০

রহস্যময়ী তনয়া বলেছেন: জগৎ জুড়ে জনপ্রিয়! still the universal favorite- বলে কথা! :) :)

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ সংগ্রহ।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

হাসান রাজু বলেছেন: অসাধারন , দুর্দান্ত, চমৎকার ।

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ! :)

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

মাঘের নীল আকাশ বলেছেন: নিঃসন্দেহে দূর্লভ!

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ! :)

২০| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২৭

আমি তুমি আমরা বলেছেন: প্রিয়তে নিলাম

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

২১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

খাটাস বলেছেন: মারাত্মক মনোহরি পোস্ট ভায়া। :) অসাধারণ।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন বিরল প্রজাতির কনটেন্টের পোস্টের জন্য। :)

ক্যাপস্টেন কোম্পানি আগে থেকেই মার্কেটিং দেখছি ভাল বোঝে। :)

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও :)

তাই তো দেখছি। এখন-ও কোনো কোনো কোম্পানী শুভেচ্ছাদূত নিয়ে চিন্তাই করে না। আর ওনারা তখন থেকেই.... :)

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: এন্টিক পোস্ট

২৩| ১৬ ই জুন, ২০১৫ রাত ১১:৫৩

ভবোঘুরে মুন্না বলেছেন: দারুন পোষ্ট ।।

শেষ কথা হলো বাটা সুন্দরিকে মনে ধরছে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.