নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময়ী তনয়া

ভালবাসি ইসলাম, দেশ, ও বাংলাদেশ ক্রিকেট টিম।

রহস্যময়ী তনয়া › বিস্তারিত পোস্টঃ

উল্টো দুনিয়া : এমন হলে কেমন হতো? (ছবিব্লগ)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

সমান্তরাল জগৎ(প্যারালাল ইউনিভার্স) নিয়ে অনেক বড় বড় তত্ত্ব যেমন আছে, তেমনি রয়েছে নানা রকম কমিক কার্টুন। ইন্টারনেট থেকে সংগৃহীত এ ধরনের কিছু ছবির মাঝে আমার প্রিয় কিছু শেয়ার করছি। আশা করি ভালো লাগবে।

১। অ্যাপলদের আধুনিক প্রযুক্তি – হিউম্যান ম্যাকবুক 







২। বলেন “চীজ”!





৩। বরফ-মানবদের দুনিয়ায় তুষারপাত!





৪। একই কনসেপ্ট। বৃষ্টিদের বৃষ্টি :D





৫। মোমের আলোয় হাত দিয়ে খরগোশ তো সবাই-ই বানায়, কিন্তু খরগোশেরা কি বানায়?





৬। পেঁয়াজ কাটে মানুষ। আর মানুষ কাটে পেঁয়াজ।





৭। ল্যাবরেটরীর গিনিপিগ!





৮। আইসক্রিম!!!





৯। মানুষের ছিলকেয় পিছলে পরে কলা!





১০। চিকেনের মানুষ-ফ্রাই!





১১। বার্গারের ফাস্টফুড।





১২। বালিশের বাচ্চারা তাদের বালিশ নিয়ে মারামারি করছে ;)





১৩। মানুষ লাগান, পরিবেশ বাঁচান – সৌজন্যে সুশীল বৃক্ষসমাজ :P





১৪। জেব্রা ক্রসিং!





আজ এটুকুই। আরেকদিন নাহয় আরো দেয়া হবে।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্যাপক বিনোধনের পোস্টে প্রথম ভাল লাগা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৬

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ! আশা করি ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো দিতে পারব এবং সেসব-ও ভালো লাগবে :)

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

মাটিরময়না বলেছেন: সবগুলাই সুপার ফানি।

মজা পাইলাম। +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~ =p~

ব্যাপক!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৬

আহলান বলেছেন: ভালো কইছুইন ..............

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা দারুন চিন্তা
ব্যাপক বুদ্ধি মাথায় ...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

রহস্যময়ী তনয়া বলেছেন: ঠিক বলেছেন :)

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে বা্বাস... কি সব ব্যাপাস স্যাপার..

ভুই পাইসি......;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

রহস্যময়ী তনয়া বলেছেন: হা হা এভাবে আসলে চিন্তা করা হয় না তো.... তবে কয়েকটা আসলেই ভয়ঙ্কর। দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

সোহেল মাহমুদ বলেছেন:
হা,হা, দারুণ মজার পোস্ট।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

দিশেহারা আমি বলেছেন: ভালো লাগলো।
=p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫২

রহস্যময়ী তনয়া বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

সুমন কর বলেছেন: :) :D B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

রহস্যময়ী তনয়া বলেছেন: :) ধন্যবাদ

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

মহামহোপাধ্যায় বলেছেন: সকালে অফলাইনে যখন ঘুরছিলাম তখন নজরে পড়েছিল। দেখে হাসতে হাসতে শেষ :) :)


পোস্টে অনেক ভালো লাগা রইল :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগল। এমনিই হরতালে বাসায় বন্দি, তার ওপর যেহেতু সবার ভালো লাগল, ভাবছি ইনশাআল্লাহ কাল ২য় পর্ব প্রকাশ করব। আশা করি দেখবেন। :)

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

পার্থ মিত্র বলেছেন: খুব মজা পেলাম :) :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.