নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময়ী তনয়া

ভালবাসি ইসলাম, দেশ, ও বাংলাদেশ ক্রিকেট টিম।

রহস্যময়ী তনয়া › বিস্তারিত পোস্টঃ

নস্টালজিয়া এবং আমার অদ্ভুত শখ

১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:১৪

পুরাতন স্মৃতি ধরে রাখতে আমরা কত কি-ই না করি। আমার কাছে জীবনের সংজ্ঞাই হলো ফেলে আসা সেইসব স্মৃতি। তাই জ্ঞান হওয়ার পর থেকে কিছুই আমি হারিয়ে যেতে দিইনি। আমার আঁকা সর্বপ্রথম ছবি থেকে শুরু করে স্কুল ইউনিফর্ম, আইডি কার্ড সবই রেখেছি যত্ন করে। স্মৃতি ধরে রাখতে নিয়মিত ডায়েরী লিখে গিয়েছি দিনের পর দিন। তবে জ্ঞান হবার আগের স্মৃতিটুকু-ও জানতে খুব ইচ্ছে করে। তখন তো আর ডিজিটাল ক্যামেরার প্রচলন ছিল না, তাই অত অত ছবি/ভিডিও নেই আমাদের। তবে আমার বাবারও আমার মতো কিছুটা স্মৃতি ধরে রাখার নেশা ছিল বিধায় আমাদের প্রচুর ভিডিও হয়েছিল ফিতার ক্যাসেটে। ভাড়া বাড়িতে থাকতাম তখন, তাই প্রতিবার বাড়ি বদলানোর সময় কিছু কিছু জিনিষ হারিয়ে যেত। এভাবে প্রায় অর্ধেকের বেশি ক্যাসেট-ই হারিয়ে যায়। বাকি অর্ধেক-ও নষ্টের পথে। সেগুলো তখন আগে-পিছে চিন্তা না করে ভাঙ্গারীর কাছে বিক্রি করে দেয়া হয়েছিল। তখনো আমি খুব ছোট... ৮টাকা কেজি দরে স্মৃতিগুলো সব হারিয়ে গেল ছাই রঙের ঐ ফিতাগুলোতে...


একটু জ্ঞান হবার পর আমি একদিন সিদ্ধান্ত নিলাম অসম্ভব হলেও চেষ্টা করব সেই ক্যাসেট খুঁজে পেতে। কে জানে হয়তো এখনো কোনোটি পরে আছে ভাঙ্গারীর দোকানের পুরোনো স্তূপে... এসবের মাঝে আমার আরো এক নেশা তৈরি হলো। পুরনো যেকোন ভিডিও-ই আমি সংগ্রহ করতে শুরু করলাম। যেকনো পরিবাবের ভিডিও, বাচ্চার খাওয়া, গুটি গুটি পায়ে প্রথম স্কুলে যাওয়া...দেখার সময় মনে হয় যেন আমিও ওখানে আছি ওদেরই জীবনের একজন হয়ে... অদ্ভুত এই শখ পূরণ করতে বেশ কষ্ট। বাংলাদেশে এ ধরনের পুরনো কিছু পাওয়া যায় না বললেই চলে। তাই সকলের কাছে সাহায্য চাচ্ছি। যদি আপনাদের কাছে কোনো এ ধরনের লিংক/ তথ্য থাকে যে কোথাও গেলে আমি এ ধরনের ফিতার ভিডিও ক্যাসেট (পুরাতন ও ব্যবহৃত) পাওয়া যাবে তাহলে দয়া করে সাহায্য করবেন। অগ্রিম ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।

এ সংক্রান্ত যেকোনো যোগাযোগ : [email protected]

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০

আহমেদ জী এস বলেছেন: রহস্যময়ী তনয়া ,




ভীষন নাড়া দিয়ে গেলো আপনার এরকম অদ্ভুত শখের কথা ।
মাত্র ৮ টাকা কেজি দরে স্মৃতি বিক্রয় ? এর চে' কষ্টের আর কিছু নেই ।

আপনার এই সুকুমার মনোবৃত্তি অটুট থাকুক ।

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৯

রহস্যময়ী তনয়া বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।
আসলেই অনেক কষ্টের ব্যপার ছিল। হয়তো নিজের স্মৃতি এভাবে হারানোতেই অন্যের স্মৃতিকেও আকড়ে রাখতে ইচ্ছে করে এখ্ন....

২| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

সুমন কর বলেছেন: চমৎকার শখ কিন্তু পাওয়া কঠিন।

শুভকামনা রইলো।

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

রহস্যময়ী তনয়া বলেছেন: সেটাই। এই শখের জন্য অনেক কষ্ট করতে হয় কিন্তু যখন পাই তখন যে অসাধারণ অনুভূতি হয় তাতে সেই কষ্টকে তুচ্ছ মনে হয়....

ধন্যবাদ।

৩| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বোকামানুষ বলেছেন: অন্যরকম শখ
আপনার জন্য শুভকামনা

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪২

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


রহস্যঘেরা

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

রহস্যময়ী তনয়া বলেছেন: হুম

৫| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: একটাই নাই রে ভাই, সব ডিজিটালে কনভার্ট করা হইয়া গেছে। থাকলে অবশ্যই আপনারে দিতাম। খুব ভালো শখ জাগ্রত হইছে আপনার মধ্যে।

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

রহস্যময়ী তনয়া বলেছেন: এই কথাটা বলার জন্য ধন্যবাদ। যদি কখনো সুযোগ হয়, বা সন্ধান পান তাহলে অবশ্যই জানাবেন। :)

৬| ২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


যা ভালো লাগে, তা আনন্দের।
পড়ালেখা ঠিক রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.