নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহস্যময়ী তনয়া

ভালবাসি ইসলাম, দেশ, ও বাংলাদেশ ক্রিকেট টিম।

রহস্যময়ী তনয়া › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ (ফেলে আসা সেই দিনগুলো) #ছবিব্লগ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

গত বিশবছরে মনে হয় পৃথিবীটা একটু বেশিই বদলে গেছে। তথ্য-প্রযুক্তির উন্নয়ন খুব বেশি দ্রুত হচ্ছে। স্বীকার করতে দ্বিধা নেই যে এতে আমাদের জীবন অনেক সহজ-সাবলীল হয়েছে, কিন্তু সেই ফেলে আসা দিনগুলো যখন কোন দুর্বোধ্যতা, জটিলতা ছিল না, সেই দিনগুলোতে ফিরে যেতে কার না মন চায়? ছোটবেলার সেই বেশকিছু স্মৃতি আজ আপনাদের সাথে শেয়ার করবো।

• রাতের পর রাত জেগে পড়া তিন গোয়েন্দার বই! বই না শেষ করে কোন শান্তি নেই! ছোটবেলার প্রথম ক্রাশ – রবিন মিলফোর্ড। :`>


কটকটি। এখনো খুব ভালো লাগে। ভাইয়া বানায়, আমরা খাই। :D


কলম ফাইট। ক্লাস ওয়ান-টুতে থাকতে স্কুলে কলম নিয়ে যাওয়াটাও একটা ক্রাইমের মতো ছিল। ব্যাগ চেক করে মাঝে মাঝে কয়েকজনের ব্যাগ থেকে ১০-১২টা কলম জব্দ করা হতো!!! :-*


• ভয়ে চোখ বন্ধ করে রাখতাম কিন্তু তবু টিভির সামনে থেকে উঠতাম না। কারণ, এটাই তো শেষ মজা। এরপর আবার কালকে সকাল থেকে স্কুল, পড়ালেখা। :( :((


• সবসময় ক্যান্ডি বলতেই নাবিস্কো। খুব ভাগ্য ভালো হলে মাঝে মাঝে এলপেনলিবে পাওয়া যেত।


• পানিতে চুবিয়ে খাওয়ার জন্য এর উপরে আর বিস্কুট হয়না! (এমনকি এখন-ও)


• স্কুল-ডায়েরী এবং প্রায় সব খাতার পেছনেই থাকত কাটাকাটি খেলা আর বক্স খেলা।


• কত ডেইরী মিল্ক-ই তো খাই এখন, তবে এই মিমি-র মতো অনুভূতি হয় না। এখনো দোকানে পেলেই কয়েকটা কিনে রাখি।


• অলিম্পিক বল পেন! ইহা ব্যবহার করিয়া মাইক তৈরি করা যাইত বিধায় ইহা আমার বিদ্যালয়ে নিষিদ্ধ কলম হিসাবে ঘোষিত করা হইয়াছিল। কারো নিকট পাওয়া গেলে তাহাকে উপযুক্ত শাস্তি (শিক্ষকের টেবিলের নিচে মাথা ঢুকাইয়া কান ধরিয়া থাকা) দেয়ার বিধান ছিল। B:-)


• কলম কামড়ানোর অভ্যাস তো ছিলই। আর... একটা বিজ্ঞাপন ছিল না? “আব্বুর জন্য ইকোনো, আম্মুর জন্য ইকোনো”...... (যদি বিজ্ঞাপন আপনি দেখে থাকেন, তাহলে ৯০% সম্ভাবনা আছে যে আপনি ঐ লাইনটা সুর করে পড়েছেন) =p~


• আহ! নতুন নতুন কম্পিউটার খেলার (এটা একটা খেলনা হিসেবেই বিবেচ্য ছিল) সময়। মারিও আমার খুব বিরক্ত লাগতো। তবে ভাইয়ারা কমান্ডো খেলতো, ওটার চেয়ে মারিও ভালো ছিল ( এখনো কমান্ডো বিরক্ত লাগে তাই তার ছবি দিলাম না) :#) । বঙ্কহেড মজা ছিল। প্রথম মেইনগুন্ডাটা আমার খুব ভয় লাগত। আর... হাউজ অব দ্য ডেড খেলতো যেকোন দুইজন, তখন বাকি সবাই পাশে বসে দোয়া-দুরুদ পড়তে থাকত। বাসার সবারই ছোটবেলার স্বপ্ন ছিল, জীবনে একবার হলেও হাউজ অব দ্য ডেড শেষ করা। (এখন অবশ্য প্রতি বসায়-ই শেষ করা যায়) :``>>


• আমি কখনো দেখিনি। তবে শুনছি ভাইয়ারা দেখতো।


• শন-পাপড়ি। আমার খুব সন্দেহ যে এটা কি ছোটবেলায়ও একই স্বাদের ছিল নাকি এখনই বেশি মিষ্টি দেয়? :-&


• নামটা পর্যন্ত ভুলে গেছি। তবে পুরনো জিনিষ দিয়ে কিনা যেত। একবার বাসায় পুরনো কিছু ছিল না বলে, আম্মু পাঁচটাকা দিয়েছিল ভাইয়াকে, আর তাতেই ঠিক এত্তওওওওওওগুলা দিয়েছিল। :P


• মেলায় গেলে আম্মু কখনোই এগুলোর সামনে দাঁড়াতে দিত না। :((


• রকেট।


• সিন্দাবাদ। বেশি কিছু মনে নাই।


• লাইফবয় যেখানে, স্বাস্থ্য-ও সেখানে......


• ম্যাটসিলস লজেন্স। ঔষধ হিসেবেই খেতাম।


• মাছের রাজা ইলিশ, আর বাতির রাজা ফিলিপস।


• প্রতিবার খাওয়ার সময়, মুখে দিয়েই বলতাম “উমম চিজী”


• লেটস গোওও টুইস্ট...


• একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও... আওয়াজ ছাড়া খাওয়া যায় না।


এছাড়াও পটেটো ক্র্যাকার্স চিপসের তিনটা ফ্লেভার ছিল। ওগুলোর ছবি বা, বিজ্ঞাপন (ঐযে তিনটা ছেলে মহাকাশে ভেসে ভেসে চিপসের প্যাকেট পায়...) অনেক খুঁজেছি।কিন্তু পাইনি। কারো কাছে থাকলে শেয়ার করার অনুরোধ রইল।


( ছবিসমূহ অন্তর্জাল(!) থেকে সংগৃহীত। কাওকে ক্রেডিট দেয়া যাচ্ছে না বলে দুঃখিত। )

মন্তব্য ৪৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

অগ্নিপাখি বলেছেন: Nostalgic.......

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

রহস্যময়ী তনয়া বলেছেন: আসলেই...

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

সাহসী সন্তান বলেছেন: ২ নং টার নাম শুনেই তো একটু অবাক হয়েছিলাম। ভাবছিলাম এইটা আবার জি বাংলার 'কটকটি' নাতো!!

কিন্তু পরে দেখলাম নাতো, এটা যে আমার এক সময়ের সব থেকে প্রিয় খাবার। অবশ্য এটা একটু চুরি করেই খেতে হতো। কারন আব্বু আম্মু দেখলে ভীষন বকাবকি করতো, বলতো এটা খেলে নাকি পেট খারাপ করে!

কি জানি? আমার তো কোনদিন কোন সমস্যা হয়নি!!

আপনার ছবি আর পোস্ট পড়ে জীবনের অনেক পুরানো ইতিহাস গুলো মনে পড়ে গেল।

মনে আছে বিটিভির সেই প্রাণ মিল্কক্যান্ডির বিজ্ঞাপনটার কথাঃ- 'হাতে কি বলদেখি.....? কি, কি, চকলেট মিষ্টি.....??
ঞহু..... দুধ!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

রহস্যময়ী তনয়া বলেছেন: জি বাংলার কটকটি আবার কি????
আমার-ও কখনো পেট খারাপ হয়নি। তবে জিনিষটাতো পুরোই চিনি তাই, বেশি খেতে নিষেধ করা হতো।

বিটিভির বিজ্ঞাপনের কথা অবশ্যই মনে আছে। তবে আপনি ভুল বললেন, এটা প্রাণ মিল্কক্যান্ডির নয়...
"হাতে কি? বলো দেখি... কি?কি? চকলেট মিষ্টি? উহু দুধ। হা হা হা। আরে হাসি নয় সত্যি এ যে মোনচেরী মিল্ক ক্যান্ডি। মা বলে খেতে পারি দুধ আছে খাঁটি, মোনচেরী মিল্ক ক্যান্ডি। বাবা বলে চুপিচুপি আমাকেও দাও দেখি মোনচেরী মিল্ক ক্যান্ডি।" :D

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

বেসিক আলী বলেছেন: নাম ভুলে যাওয়াটা হচ্ছে "হাওয়াই মিঠাই" ........... আহ্ সেকি সোয়াধ......... :D

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

রহস্যময়ী তনয়া বলেছেন: না না হাওয়াই মিঠাই মনে ছিল। আমরা আরেকটু আঞ্চলিক কোন নামে ডাকতাম...

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

গেম চেঞ্জার বলেছেন: আপনারে ধইন্যা না দিয়া পারতাছি না ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

রহস্যময়ী তনয়া বলেছেন: আপনাকেও মতামতের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

তারছেড়া লিমন বলেছেন: পুরান কথা মনে করায় দিলেন...............

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

রহস্যময়ী তনয়া বলেছেন: আপনাদের ভালো লেগে থাকলেই আমি খুশি।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''ফেলে আসা দিনগুলি মোর , মনে পড়ে গো --
আজি মনে পড়ে গো -- ''

আপনার নাম ভুলে যাওয়া জিনিষটা এখন কার ক্যান্ডিফ্লস এর মিনি সংস্করন ।হাওয়াই মিঠাই B-)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

রহস্যময়ী তনয়া বলেছেন: এটা এখনো রাস্তায় দেখি। তবে এখন আর পুরনো জিনিষ দিয়ে দেয় না... :(

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

সাহসী সন্তান বলেছেন: জি বাংলার কটকটি আবারকি????

-এইটা হইলো কিরন মালা সিরিয়ালের দূর্ধষ্য ডাকিনী!!

আমার-ও কখনো পেট খারাপ হয়নি। তবে
জিনিষটাতো পুরোই চিনি তাই, বেশি খেতে নিষেধ
করা হতো।

-হবে হয়তো!!

বিটিভির বিজ্ঞাপনের কথা অবশ্যই মনে আছে। তবে আপনি ভুল বললেন, এটা প্রাণ মিল্কক্যান্ডির নয়...
"হাতে কি? বলো দেখি... কি?কি? চকলেট মিষ্টি? উহু
দুধ। হা হা হা। আরে হাসি নয় সত্যি এ যে
মোনচেরী মিল্ক ক্যান্ডি। মা বলে খেতে পারি
দুধ আছে খাঁটি, মোনচেরী মিল্ক ক্যান্ডি। বাবা
বলে চুপিচুপি আমাকেও দাও দেখি মোনচেরী
মিল্ক ক্যান্ডি।"

-ও...... তাই হবে! আসলে বয়স হয়ে গেছে তো তাই আর আগের মত মনে থাকে না। বোঝেনই তো ১৮৯১ সালে জন্ম, তাইলে আর কত মনে রাখা যায় কন???

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

রহস্যময়ী তনয়া বলেছেন: "কিরন মালা সিরিয়ালের দূর্ধষ্য ডাকিনী"
ও। ইন্ডিয়ান কিছু সম্পর্কে কোন ধারণাই নাই আমার।

"আসলে বয়স হয়ে গেছে তো তাই আর আগের মত মনে থাকে না। বোঝেনই তো ১৮৯১ সালে জন্ম, তাইলে আর কত মনে রাখা যায় কন??? "
- ১৮৯১! গিনেজ বুক কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন তো?

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

সাহসী সন্তান বলেছেন: রহস্যময়ী তনয়া বলেছেন: ১৮৯১! গিনেজ বুক কতৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন তো?

-আমার অবশ্য করা লাগেনি, ওরাই কিভাবে জানি খুজে বের করছিল আমাকে। অনেক রিকোয়েস্ট ও করলো, কিন্তু নাতী নাতনীর ভবিষ্যৎ চিন্তা করে আমি রাজি হয়নি। কি দরকার এসব ফালতু ঝামেলার। আমি আবার ঝামেলাময় জীবন ছাড়া চলতেই পারি না!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

রহস্যময়ী তনয়া বলেছেন: ভাই ঝামেলা ছাড়া যদি এতবছর পার করে থাকতে পারেন, তাহলে আর ভয় নাই, বাকি জীবনটাও এমনিই কাটিয়ে দিতে পারবেন :p

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

রিভানুলো বলেছেন: কটকটি আর ম্যকগাইভারের ছবি দিয়ে নষ্টালজিক করে দিলেন একেবারে রহস্যময়ী তনয়া । পোস্টে প্লাস :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

রহস্যময়ী তনয়া বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: চুমাধুমা পোষ্ট ভাই। প্রতিটা ছবিতেই আটকাইলাম আর অলক্ষে মাথা উপ্রের দিকে তুইলা কিছু হুতো মনে করতে চেস্টা করলাম। জীবনের আনন্দগুলা কত সীমিত গন্ডিতে থাইকাও কতই তীব্র ছিল। কই গেল সেইসব স্বপ্ন আর কল্পনার দিন??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

রহস্যময়ী তনয়া বলেছেন: আসলেই। টাইম মেশিন থাকলে একবার গিয়ে ঘুরে আসা যেত।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

সাঈক আহসান বলেছেন: মনে হচ্ছে মোর বয়স ১০ হয়ে গেছে ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

রহস্যময়ী তনয়া বলেছেন: তাই? আমার তো আরো এগুলো দেখলে মনে হয় আমি বুড়ো হয়ে গেছি। এগুলোকে কত্ত পুরনো মনে হয়!

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

শাহীদুল বলেছেন: ভাই, মোস্তফা ভিডিও গেমস বাদ পড়ছে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৫

রহস্যময়ী তনয়া বলেছেন: হা হা আমি তো খেলতাম না ভিডিও গেমস। তবে এই মোস্তফা গেমস ভাইয়ারা খেলত... আর খেলত জামাল খান (জেমস বন্ডের বাংলাদেশি নাম :D )

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

সুমন কর বলেছেন: দিলেন তো সব মনে করিয়ে................

গুড পোস্ট।

নাবিস্কো ড্রপস্ মনে পড়ছে না :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৬

রহস্যময়ী তনয়া বলেছেন: মনে করানো জন্যই তো পোস্ট দেয়া :)

নাবিস্কো ড্রপস তো না, নাবিস্কো চকলেট/লজেন্স হিসেবেই চিনতাম।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
চীজ বল আরেকটা চিপস ছিল কর্ণটস বা এ ধরণের নাম- এ ২টা খুব পছন্দের ছিল ||

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৯

রহস্যময়ী তনয়া বলেছেন: কর্ণটস তো বেশিদিন আগের না। চার/পাঁচ বছর আগের মনে হয়। ওটা আসলেই মজা ছিল। মাঝখানে রুচির একটা চিকেন ফ্লেভার্ড চিপস ছিল। মিশন ইম্পসিবলের মিউজিক আর বাচ্চাদেরকে দিয়ে অ্যাকশনের একটা বিজ্ঞাপন ছিল। ওটা আমার খুব প্রিয় ছিল।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৮

শিপন মোল্লা বলেছেন: আহ সেই সব দিন গুলি .---------------

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

রহস্যময়ী তনয়া বলেছেন: হুমম :(

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১১

প্রামানিক বলেছেন: অতীতের কথা মনে পড়ে গেল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

রহস্যময়ী তনয়া বলেছেন: মনে করাবার জন্যই তো পোস্ট দেয়া।
মতামতের জন্য ধন্যবাদ।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

লালপরী বলেছেন: আম্মুর চা এ চুবিয়ে গ্লুকোজ বিস্কুট :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

রহস্যময়ী তনয়া বলেছেন: হা হা আর আমি তো এখনো ভাইয়ার চা-তে চুবিয়ে খাই।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

এইচ তালুকদার বলেছেন: নষ্টালজিক করে দিলেন।আপনি খুবসম্ভবত আমার বয়সী হবেন,কারন আমার ছোটবেলার পুরটাই এখানে চলে এসেছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

রহস্যময়ী তনয়া বলেছেন: কে জানে? তবে আমরা ভাইবোনরা কিন্তু একই বয়সের না। আমার সাথে বড়ভাইয়ার পার্থক্য প্রায় নয় বছর, তবু আমাদের স্মৃতিগুলো একইধরনের। কিন্তু এরপর যেন সময় খুব দ্রুত বদলে গেছে :(

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:

এই দৌলত নিয়ে যাও এই খ্যাতি নিয়ে যাও
লাগে কেড়ে নাও আমারই যৌবন
দাও ফিরিয়ে সেই শেশব শ্রাবন
সেই কাগজের ণৌকা সেই বর্ষার পানি!!!

দূরন্ত সেই শেশব! আহা বাধনহীন ছুটে যাওযা ধানক্ষেত পেরিয়ে পুকুার ঘাট ছাড়িয়ে নদীর পাড় ধরে! রেল লাইন কানপেতে শব্দ শোনা ট্রেন আসছে কিনা!..
বনে বাদারে গাছের ডালে বসে ফল খাওয়া!!
ঝুম বৃষ্টিতে জাম্বুরা দিয়ে ফুটবল খেলা-বল রেখে পানি পা দিয়ে ছিটানো!!!
আরো আরো কত্ত কি!!!!!!!!!!!!!!!!
জীবন আসলেই খুব ছোট!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

রহস্যময়ী তনয়া বলেছেন: আপনার শৈশবের স্মৃতি আমার থেকেও অনেক সুন্দর।
আসলে জীবন মাঝে মাঝে ছোট মনে হয়। মনে হয়, ইস! যদি আবার শুরু করতে পারতাম সেই প্রথম থেকে!

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

ফ্লাইং সসার বলেছেন: বিদেশি সিনবাদের নাইকারে ভালা পাইতাম,উনার অনেক স্টিকার ছিল আমার কাছে :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

রহস্যময়ী তনয়া বলেছেন: :p

২১| ২৪ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: আমি নতুন , তাই যথাসময়ে আসতে পারিনি ।
তবে পোস্টএর ছবি সাথে টুকরু কথাগুলি
ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫৪

রহস্যময়ী তনয়া বলেছেন: ধন্যবাদ। যথাযময়ে উত্তর-ও দিতে পারলাম না। মাত্রই চোখে পরল। অনেক ধন্যবাদ মন্তব্যার জন্য।

২২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০১

ডঃ এম এ আলী বলেছেন: মাশাল্লা রেকর্ড ব্রেক করেছেন ।
তিনবছর পুর্বে করা একটি মন্তব্য অবশেষে চোখে পড়েছে ।
নতুন কোন পোষ্ট দিলে জানান দিয়েন , এসে দেখে যাব ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৮

রহস্যময়ী তনয়া বলেছেন: হা হা আবারো ব্রেক করলাম রেকর্ড! জানতাম যে বাংলাদেশে সামহোয়ার ইন ব্লগ নাকি বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকবার চেষ্টা করেও ঢুকতে পারিনি মাঝে কয়েকবার। আজ হঠাৎ আসতে পারলাম। আপনার মন্তব্য দেখে ভালো লাগলো। ভাবছি আবার শুরু করবো কি না ব্লগিং! :)

২৩| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৭

ডঃ এম এ আলী বলেছেন:


বর্তমানে ব্লগে বেশ করুন দশা চলছে ।
ব্লগে বিচরণ করে ব্লগটিকে সচল রাখুন ।
কামনা করি শুভ হোক আপনার ব্লগিং :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.