নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরত্ব বজায় রাখুন ...

এই খানে কি কেউ আছে, যারা মেঘেদের দলে রয় ঝরা পাতার সাথে কথা কয় স্বপ্ন নিয়ে ব

জয় অপূর্ব

নিজেকে জানার এক ব্যার্থ চেষ্টা করছি অবিরাম .....

জয় অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

মঙ্গল কাব্য

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

উড়বি কোথায় বল?

সবখানে কি ছায়া দেবে অলস মেঘের দল,

সবখানে কি মাথার উপর আকাশ খানা নীল,

সবখানে কি শব্দ ভাঙে বিষন্ন গাঙচিল?



থামবি কোথায় বল?

কোথায় পাবি তৃষ্ণাতে তুই এমন শীতল জল,

কোথায় রবে শয্যাতে তোর শিশির ধোঁয়া ফুল,

কোথায় খেলবে উতল হাওয়ায় আঁধার ঘেরা চুল?



কাঁদবি কোথায় বল?

তোর দুঃখেতে কার আঁখিতে বৃষ্টি ছলছল,

তোর ব্যাথাতে কার হৃদয়ে বাঁধ ভেঙেছে ঢেউ,

তোর নির্জনতার কারন খুঁজবে আছে কি আর কেউ?



জানিস? তোর ভাবনা ভীষণ ভুল,

তোর সামনে সবই প্রহেলিকা তুই ভেবেছিস ফুল।

তুই ভেবেছিস অন্য সবই দামী,

অন্য সবই কাচের ছিল, কাছের ছিলাম আমি।

দ্যাখ, একটা জীবন তোর,

কী প্রয়োজন ভুল পথে তুই যাত্রা ঘুরানোর?

মেয়ে, বল শুধু তুই আমার,

স্বর্গটাকেই বানিয়ে দেব প্রেমের যৌথ খামার।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৫

টুম্পা মনি বলেছেন: প্রথম তিন টা প্যারা অপূর্ব সুন্দর হয়েছে। কিন্তু শেষ প্যারাতে একটু ছন্দ পতন হয়েছে মনে হল। তবে কবিতা সুন্দর। প্লাস।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৯

জয় অপূর্ব বলেছেন: আসলে নিজের মজার কথা ভেবেই এটা লেখা, সিরিয়াস কিছু না।:-) অনেক ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

ভিটামিন সি বলেছেন: ব্যাপক মজা তো। কবিতা ভালো লেগেছে।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৩

কলমের কালি শেষ বলেছেন: প্রেমকাব্য ভাল লাগলো । :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫২

জয় অপূর্ব বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ ও ভিটামিন সি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.