নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরত্ব বজায় রাখুন ...

এই খানে কি কেউ আছে, যারা মেঘেদের দলে রয় ঝরা পাতার সাথে কথা কয় স্বপ্ন নিয়ে ব

জয় অপূর্ব

নিজেকে জানার এক ব্যার্থ চেষ্টা করছি অবিরাম .....

জয় অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

কিছু অনুসঙ্গ ও তুমি

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

আমার কবিতায় ভিড় করে কিছু অনাহুত অতিথী।

নির্জনে রোদ মাখা কিছু নিঃসঙ্গ ঘাসফুল,

অনেক আবেগের জল ধরে রাখা এক আকাশ মেঘ,

ভালোবাসা হয়ে গলে পড়া রূপোলী জোৎস্না,

জানলায় স্থির জেগে থাকা নির্ঘুম নক্ষত্ররা,

কখনো দুপুরের বুক বিদির্ন করা কর্কশ কাক।



তারা ঠিক যেন বিশ্বস্ত বন্ধুটির মতন

ছায়া হয়ে পাশে রয় আনন্দে বা হতাশায়,

চেতনার পাশ গলে স্থান করে অনুভূতির দেয়ালে।

তাদের অবারিত হাত আমায় পথ দেখিয়ে দেয়

তারপর হেঁটে চলি নিজের সত্তাটিকে খুঁজে খুঁজে,

পথের শেষে ক্লান্তিহীন আমি খুঁজে পাই নতুন আমাকে।



আমার কবিতায় অবধারিত তুমিও থাক।

যখন আমার নিঃসঙ্গ শরীর রোদ পোহায়,

হৃদয়ে জমতে থাকে অনিশ্চতার মেঘ,

মুঠো থেকে গলে যায় ভালোবাসাহীন অজস্র সময়,

জলে ভেজা চোখে ঝাপসা হয় জানলার দৃশ্যপট,

ক্লান্ত শ্রমিক আমি টেনে যাই দুপুরের নিশ্চল প্রহর।



তুমি ঠিক যেন চঞ্চল দেবীটির মতন

সবখানেই আছ তবু কোথাও তুমি নেই,

অঞ্জলীর মিথ্যে প্রলোভনে গ্রাস করছ সমস্ত আমায়।

তোমার হাতছানি আমায় পথ ভুলিয়ে দেয়

তারপর অজস্র অজানা পথে হেঁটে তোমার খোঁজে-

অবশেষে নিশ্চল দাঁড়িয়ে খুঁজে পাই একরাশ শূণ্যতা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার কবিতা বেশ ভালো লেগেছে। সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৫

জয় অপূর্ব বলেছেন: পড়ে দেখার জন্য ধন্যবাদ! :-)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে আপনার কবিতা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৯

জয় অপূর্ব বলেছেন: অনুপ্রেরনা ও পড়ে দেখার জন্য ধন্যবাদ! :-)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

অপূর্ণ রায়হান বলেছেন: বেশ চমৎকার ।

ভালো থাকবেন ভ্রাতা :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩০

জয় অপূর্ব বলেছেন: পড়ে দেখার জন্য ধন্যবাদ! :-)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লাগল । বেশ লিখেছেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৬

জয় অপূর্ব বলেছেন: পড়ে দেখার & অনুপ্রেরনার জন্য ধন্যবাদ! :-)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর + + + ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৭

জয় অপূর্ব বলেছেন: অনুপ্রেরনার জন্য ধন্যবাদ! :-)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩

খোরশেদ খোকন বলেছেন: চিত্রকল্পের নৈপুণ্যে অসাধারন একটি কবিতা পড়লাম, মুগ্ধ হলাম, শুভেচ্ছা রইল...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৮

জয় অপূর্ব বলেছেন: একটু বেশীই হয়ে গেল!
তবুও অনুপ্রেরনা হিসেবে ধরে নিলাম। :-)
পড়ে দেখার জন্য ধন্যবাদ!

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৫

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: “ক্লান্ত শ্রমিক আমি টেনে যাই দুপুরের নিশ্চল প্রহর”



কী চমৎকার!!!


২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২০

জয় অপূর্ব বলেছেন: পড়ে দেখার জন্য ধন্যবাদ! :-)

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১২

দুখাই রাজ বলেছেন: অসাধারণ একটা কবিতা । শুভ সকাল কবি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩২

জয় অপূর্ব বলেছেন: অনুপ্রেরনা হিসেবে ধরে নিলাম। :-)
পড়ে দেখার জন্য ধন্যবাদ!

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অনেক সুন্দর একটি কবিতা ----- মন ভরে গেল -------- দারুন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২২

জয় অপূর্ব বলেছেন: অনুপ্রেরনার জন্য ধন্যবাদ! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.