নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরত্ব বজায় রাখুন ...

এই খানে কি কেউ আছে, যারা মেঘেদের দলে রয় ঝরা পাতার সাথে কথা কয় স্বপ্ন নিয়ে ব

জয় অপূর্ব

নিজেকে জানার এক ব্যার্থ চেষ্টা করছি অবিরাম .....

জয় অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ পথিকের পথ...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২

সেই কবেকার সৃষ্টি উৎসব অথবা মহাবিস্ফোরন,

নিরেট স্থির কনিকায় তুলেছিল গতির আলোড়ন।

সৃষ্টি আর ধ্বংসের অদ্ভুত এক অনন্ত অবলীলায়,

কত সভ্যতা তৈরী হল, কতই না মিশে গেছে ধূলায়।

কত নক্ষত্র জেগেছে আর কত মরে গেছে দূর ছায়াপথে,

জন্মেছে কত প্রান, কত প্রান আজ বিলুপ্তির পথে।

কত জল গড়িয়েছে সাগরে, কত মহাদেশ ভেঙেছে আবার,

তার কোন খোঁজ রাখিনি আমি, রাখেনি কেউ খোঁজ আমার।



আমি ধূলো উড়া পথে হেঁটে চলা পথিক এক,

ঘাসফুল ভাল লাগে আর যাযাবর শরতের মেঘ;

ছায়া জমে থাকা কোন ভীষণ শহুরে কাকের ডানায়,

রহস্য যে খোঁজেনি, চেয়ে গেছে অসীম মুগ্ধতায়।

কী নেই, কী হবে নতুন অথবা কী আছে কোথায়?

সেসব ভাবেনি সে কখনো, তাতে তার কী আসে যায়?



তবু এই নক্ষত্র, সাগর, সভ্যতা, কাকেদের মত;

তুমিও আছ, যেভাবে রয়েছে সময় শ্বাশত।

তুমি আছ হয়তো বিরাট কোন প্রয়োজনে পৃথিবীর,

কোন অজানা রহস্যে, ষোলকলার পূর্ণতায় সৃষ্টির।

আমি ঘাসফুল নিয়ে আছি, শরতের মেঘের ঝাঁক,

ভীষণ শহুরে কাক, কোথা কে নেই সে সেখানেই থাক।

তবু তুমি আছ, তাতে কী আর আসে যায়?

আমি পথিক এক, যার পথ ধূসর, পথের ধূলায়।



তারপর আবার মহাপ্রলয়, মিশবে সব অজানায়,

কার ঘাসফুল ভালো লাগে, শরতের মেঘেরা কোথায়,

কে নেবে খোঁজ? শুধু রয়ে যাবে শাশ্বত সময়,

পথিক হাঁটবেনা আর অজানায়, যে পথ ধূলোময়।

তার কোন অভিযোগ নেই, কেন তার অভিযোগ নাই?

সেসব ভাবেনি কেউ, তাতে কী আর আসে যায়?

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

যমুনার চোরাবালি বলেছেন: ভালো লেগেছে লিখাটি। শুভেচ্ছা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

জয় অপূর্ব বলেছেন: পড়ে দেখার জন্য ধন্যবাদ! :-)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: কেউ পথিকের খবর রাখে না ।

ভালো থাকবেন ভ্রাতা :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৪৬

জয় অপূর্ব বলেছেন: তবু হয়ত একদিন কেউ এসে হাতে হাত রেখে বলবে পথিক তুমি পথ হারাইয়াছ! :-)
আর্বজনা পড়ে সময় নষ্ট করার আপনার ধৈর্য্য দেখে আমি মুগ্ধ!

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলো প্যারাই আমার কাছে সমানভাবে ভাল লেগেছে ----- দারুন

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

জয় অপূর্ব বলেছেন: এত কষ্ট করে সবগুলো প্যারা পড়েছেন! আপনার ধৈর্য্য আছে বলতে হবে।
তবে কবিতা কিংবা অকবিতা তার মান যেমনই হোক, নামকরনটা আমার নিজেরই পছন্দ হয়নি!
অজস্র শুভকামনা রইল। :-)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৬

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে + + + + ০ । পাঁচ টা প্লাস দিলাম , কারন তখন মানুষ ভাবে সে
চূড়ায় পৌছে গেছে , এটা ভাবা উচিৎ নয় তাই 4 প্লাস ।শুভ কামনা রইল।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২২

জয় অপূর্ব বলেছেন: হুম, ঠিক বলেছেন। পাঁচটা প্লাস পেলে হজম করতে ভালোই অসুবিধা হত তবে চারটাও যে সহজে হজম করতে পারব সেটাও মনে হচ্ছে না! কেমন যেন গন্ডগোল অনুভব করছি! :-P

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: মন্তব্যেটা একটা না এর জন্য এলো মেলো হয়ে গেল সরি -মন্তব্যের সঠিক
জায়গায় না বসিয়ে পড়েবেন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

জয় অপূর্ব বলেছেন: আশা করি সঠিক জায়গায় 'না'-এর ব্যবহার করে পড়তে পেরেছি। :-)

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগলো । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২

জয় অপূর্ব বলেছেন: ধন্যবাদ ভ্রাতা!
শুভ কামনা রইল... :)

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পথিক হাঁটবেনা আর অজানায়, যে পথ ধূলোময়।


চমৎকার কিছু লাইন আছে কবিতাটাতে...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

জয় অপূর্ব বলেছেন: সত্যি আছে? শুনে খুবই ভালো লাগল... :)
কবিতা পাঠের জন্য ধন্যবাদ! :) :)

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
কাব্যিক পরিভ্রমণ ৷

ভাল লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.