নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরত্ব বজায় রাখুন ...

এই খানে কি কেউ আছে, যারা মেঘেদের দলে রয় ঝরা পাতার সাথে কথা কয় স্বপ্ন নিয়ে ব

জয় অপূর্ব

নিজেকে জানার এক ব্যার্থ চেষ্টা করছি অবিরাম .....

জয় অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

খাবনামাঃ স্বপ্ন অথবা দুঃস্বপ্ন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

আমি দুঃস্বপ্ন দেখতে ভালোবাসি! অনেকের
কাছে দুঃস্বপ্ন দেখতে ভালোবাসার কোন
যৌক্তিক কারন না থাকলেও আমি যথেষ্ট কারন
খুঁজে পাই। কারনটা দেখা যাক:
কোন কোন
রাতে আমি স্বপ্নে দেখি আমি দৌড়াচ্ছি আমাকে পিছু
ধাওয়া করছে এক বন্দুকধারী! প্রবল
বেগে দৌড়াচ্ছি কিন্তু পাঁচ হাত অতিক্রম
করতে আমার পাঁচ মিনিট লাগছে! ফলাফল
বন্দুকের গুলিতে আমার মৃত্যু! প্রবলভাবে মন
খারাপ, পৃথিবীতে আর ফিরতে পারব না...! ঠিক
তখনই ঘুম ভেঙে গেল। বুঝতে পারছিলাম
না কি আসলেই বেঁচে আছি নাকি মারা গেছি!
হঠাৎ কোন এক মশা সহৃদয় কামড় দিয়ে আমার
চেতনা ফিরাল! বুঝলাম বেঁচে আছি!
আমার খুশি দেখে কে? বেঁচে থাকায় আসলেই
আনন্দ আছে!
আর একদিন আমি এস.এস.সি পরীক্ষা দিচ্ছি।
কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌছাতে আমার এক
ঘণ্টা দেরী হয়ে গেল! খাতা নিয়ে প্রশ্ন
একটা লিখতেই আরো একঘণ্টা শেষ!
অথচ আমি সব উত্তর পারি! লিখছি আর
লিখছি কিন্তু কী লিখছি নিজেও বুঝতে পারছি না!
তবে এটা বুঝতে পারছি ফেল করলে জীবন শেষ...
আবার ঘুম ভাঙল!
আবার আমি খুশিতে আত্মহারা! কারন আমি দশ
বছর আগে এস এস সি পাশ করেছি!
তবে সবচেয়ে ভয়ংকর স্বপ্ন যেটা আমি প্রায়ই
দেখি- আমি রাস্তায় হাঁটছি কিংবা কোন এক
বিয়ের অনুষ্ঠানে।
সবাই আমার সাথে কথা বলছে, আমিও তাদের
সাথে হাঁটছি। সবাই খুবই স্বাভাবিক কিন্তু
সমস্যাটা হল হঠাৎ আমি আবিস্কার
করি আমি সম্পূর্ণ বস্ত্রহীন!
লজ্জ্বায় অবস্থা এমন যে-
ধরনী তুমি দ্বিধা হও, আমি তোমার
গহব্বরে ঢুকে লজ্জ্বা নিবারণ করি! কিন্তু
পৃথিবীর মনেহয় এ নালায়েক বান্দাকে তার
গহব্বরে স্থান
দিতে আরো বেশী লজ্জ্বা লাগছিল! তাই
সে দ্বিধা হওয়াটাকে যৌক্তিক ভাবল না।
এদিকে আমি লুকানোর জায়গা না পেয়ে,
খালি দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি!
আপনাদের হাসি আসতে পারে কিন্তু যারা এমন
স্বপ্ন দেখে অভ্যস্ত তারা আমার তখনকার
মনের অবস্থাটা বুঝবেন।
তারপর যথারীতি ঘুম ভাঙে আর
নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মনে হয়।
তবে আমি সুন্দর স্বপ্নই বেশি দেখি! এগুলো ঘুম
ভাঙার পর এতই দুঃখ
নিয়ে আসে বলে বুঝানো যাবেনা! সুন্দর স্বপ্ন
দুঃখ আনার প্রক্রিয়াটা দেখা যাক-
যে স্বপ্নটা আমি বেশি দেখি সেটা হল,
আমি আকাশে উড়ছি।
দুইটা হাতকে ডানা বানিয়ে উড়তে আমার কোন
সমস্যা হচ্ছেনা! আমি উড়ছি ফসলের মাঠ, বন,
দালান-কোঠা সবকিছুকে ছাড়িয়ে। আহ্
কী আনন্দ আকাশে বাতাসে!
অনেকে হয়ত বলবেন উড়তে থাকা আবার কেমন
সুন্দর স্বপ্ন?
কোন একটা বইতে পড়েছিলাম খুব কম মানুষই
নাকি এ স্বপ্নটা দেখে। তাই খুব কম মানুষই
এটার আনন্দ আর সবশেষে দুঃখটা বুঝার কথা।
ঘুম ভাঙার পর একরাশ
হতাশা নিয়ে ভাবি মানুষ উড়তে পরলে প্রকৃতির
কী এমন ক্ষতি হত? ঐ বইতে পড়েছিলাম, কেবল
বিখ্যাতরাই নাকি এ
স্বপ্নটা দেখে অথবা যারা দেখে তাদের
বিখ্যাত হওয়ার সমূহ সম্ভাবনা! ভাবছি স্বপ্ন
প্রস্তুককারকের বিরুদ্ধে একটা ৪২০ ধারার
মামলা করতে হবে! আমার মধ্যে বিখ্যাত
হওয়ার কোন গুণ না দিয়ে বিখ্যাত হওয়ার স্বপ্ন
কেন দেখায়?
কখনো কখনো স্বপ্ন দেখি আমি একটা তেপান্তরের
মাঠের মধ্য দিয়ে হাঁটছি আর হঠাৎ
দেখি সামনে সবটাকা! এদিকে আমার কাছে কোন
ব্যাগ বা বস্তাও নেই। দুহাত
ভরে পকেটে পুরানোর পরেও আরো অনেক টাকা!
তখন মনের মধ্যে আলিয়া ভাটকে (মেয়েটার কোন
মুভি দেখার সামর্থ্য কিংবা ইচ্ছে কোনটাই
আমার হয়নি তবে কেন জানি গার্লফ্রেন্ড
বানানোর সামর্থ্য না থাকলে ইচ্ছে হয়েছে! ;-))
বিয়ে করার চিন্তা এসেছিল কিনা জানা নেই।
ঠিক তখনি ঘুম ভাঙে! বালিশের তলা, পকেট
সবঘেটেও যখন একটা ফুটো পয়সা বের হয়না তখন
একজনের মনের
অবস্থা কী সেটা কাউকে বোঝানোরও
আশা করি দরকার নেই।
তবে সবচেয়ে কম অথচ সবচেয়ে সুন্দর
যে স্বপ্নটা দেখি সেটাতে তুমি থাক! আমরা কোন
শিশির মাখা ঘাসের উপর দিয়ে হাঁটছি আর
তুমি বলছ- 'তোমার জীবনের
প্রতিটা পথে আমি এমনি ভাবে পাশাপাশি হাঁটবো'!
অথবা কোন শান্ত নদীর তীরে আমি তোমার
হাত ধরে বসে আছি আর তুমি বলছ- 'কখনোই
আমার হাতটা ছেড়োনা'!
আমি তোমার হাতটা অনেক শক্ত
করে আঁকড়ে ধরি যাতে কিছুতেই
সেটা না ছুঁটে যায়! আমি স্বপ্নের মধ্যেই
বুঝে যাই এটা স্বপ্ন! কিছুতেই
চাইনা ঘুমটা ভাঙুক কারন এমন অদ্ভুত
ভালো লাগার মূহূর্ত জীবনে খুব কম পেয়েছি! তবু
ঘুম ভাঙে! আমি বিশ্বাস করিনা সেটা স্বপ্ন
ছিল। আমি জানি হয়ত কোথাও তুমিও
ঘুমকে ফাঁকি দিয়ে আমার কাছে এসেছিলে! অনেক
হতাশাগুলোকে মুছে দিতে কিন্তু
তুমি জাননা তোমার এই অনাহুতের মত আগমন
এই ভীষণ ভিড়ে মিশে থাকা আমাকে কেবল
একরাশ শূণ্যতা চিনিয়ে দেয়...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: স্বপ্ন কথন ভালো লাগলো । শুভেচ্ছা নিবেন :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

জয় অপূর্ব বলেছেন: স্বপ্নকথন... সুন্দর বলেছেন :)
নামকরনে আমি ব্যর্থ! :(
আমার বাড়ীর নিয়মিত অতিথী আপনি! মনে হয়না আপ্যায়নটা যথার্থ করতে পারছি...
আশা রাখি কোন সুদূর ভবিষ্যতে সফল হবো!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০

রাতজাগাপাখি বলেছেন: তবে সবচেয়ে কম অথচ সবচেয়ে সুন্দর
যে স্বপ্নটা দেখি সেটাতে তুমি থাক!

ভীষন ভালো লাগল, ভালো থাকবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

জয় অপূর্ব বলেছেন: হুম! :( এ স্বপ্নটা আমি মোটেও দেখতে চাইনা কিন্তু বাস্তব হলে মনে হয় আসলেই মরে যাব! :)
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন অনেক অনেক শুভ কামনা রইল... :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৪

রাতজাগাপাখি বলেছেন: মোটেই মরে যাবেন না, সত্যি হলে দেখবেন, স্বপ্নটাই সুখের ছিল বাস্তবতাটার থেকে। দোয়া করছি আপনার কল্যানকর সব স্বপ্ন সত্যি হোক। আপনি ভালো থাকুন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪৭

জয় অপূর্ব বলেছেন: এত বড় অভিশাপ দিতে পারলেন আমাকে! :)
বাস্তবতাকে সুন্দর করার জন্য রাত দিন ধরে কত পরিকল্পনা করে রেখেছি আর আপনি কিনা বলছেন- বাস্তবতার চেয়ে স্বপ্ন হবে! :( :(

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫১

রাতজাগাপাখি বলেছেন: আর একটা কথা তো বলাই হয়নি।

আমি জানি হয়ত কোথাও তুমিও
ঘুমকে ফাঁকি দিয়ে আমার কাছে এসেছিলে! অনেক
হতাশাগুলোকে মুছে দিতে কিন্তু
তুমি জাননা তোমার এই অনাহুতের মত আগমন
এই ভীষণ ভিড়ে মিশে থাকা আমাকে কেবল
একরাশ শূণ্যতা চিনিয়ে দেয়...

পংতিগুলোর ব্যপারে মন্তব্য করার মত আস্পর্ধা আমার নেই। নিশ্চুপ করে দেয়ার জন্য যথেষ্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪৯

জয় অপূর্ব বলেছেন: এখানে স্পেশালিটির কিছু নেই! সব ছেলেদের চিন্তাগুলো মনে হয় একই হয়!
তবু অনেক ধন্যবাদ আর শুভকামনা!!! :) :)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক মজাদার লেখা কিন্তু পদ্যের মত হল কেন !! :|

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

জয় অপূর্ব বলেছেন: পদ্যের মত হয়ে গেল বুঝি! :(
এর পরে যে পদ্যটা লিখব সেটা গদ্যের মত করে লেখব। শোধ বাদ হয়ে যাবে। :v
পড়ার জন্য ধন্যবাদ! অনেক অনেক শুভ কামনা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.