নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরত্ব বজায় রাখুন ...

এই খানে কি কেউ আছে, যারা মেঘেদের দলে রয় ঝরা পাতার সাথে কথা কয় স্বপ্ন নিয়ে ব

জয় অপূর্ব

নিজেকে জানার এক ব্যার্থ চেষ্টা করছি অবিরাম .....

জয় অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

কী অদ্ভুত দেখ মেহজাবিন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

কী অদ্ভুত দেখ মেহজাবিন,
চাইলেই রাত্রি হয়ে যাচ্ছে আলোকোজ্জ্বল দিন।
চাইলেই বয়ে যাচ্ছে বাতাস ঊষর থেকে হিম
প্রখর সূর্য তোমার উঠোনে টিমটিমে পিদিম।
আর কিছুতে হওনা বুঝি অবাক?
নত হয়ে আছে তোমার কাছে কত মহারথীদের ঝাঁক।
আনিছে সহস্র তোমার জন্য কেউবা কমল নীল
একটু আঁধারে তোমার আকাশে তারার মেহফিল।
কারো দু'চোখ তোমার আশায় ঘুণে খাওয়া কফিন।
অদ্ভুত তাইনা মেহজাবিন?

ভুলে যাও মেহজাবিন,
যা চেয়েছিলে তুমি আমার কাছে অনেক জন্ম আগে।
বইছে হাওয়া দখিন,
ধরো সে হাওয়ায় উড়ে গেছি আমি ডুবেছি অস্তরাগে।

কি অদ্ভুত দেখ মেহজাবিন,
আজকে সোনায় মোড়ানো তোমার ধূসর এই জমিন!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++
খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো...
শুভ কামনা...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

জয় অপূর্ব বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আলপনা তালুকদার বলেছেন:
ভাল লাগলো।

মাস্টার হওয়ার এই এক বিরাট সমস্যা। ভুলগুলো বড় বেশী চোখে খচখচ করে লাগে।

ঊষর, সূর্য, ঝাঁক, মেহফিল, দু'চোখ, দখিণ, - এই বানানগুলো ঠিক করুন প্লিজ। সরি। কিছু মনে করবেন না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

জয় অপূর্ব বলেছেন: ভুল কিছু আসলেই দৃষ্টিকটু। ধন্যবাদের সহিত সংশোধন করা হল। তবে দখিন বানানটা মনে হয় সঠিক, দক্ষিণ হলে 'ণ' হওয়ার কথা।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি খুব সুন্দর লেখেছেন। লেখার প্লট ও ছন্দের সাবলীলতায় মুগ্ধতা। অনেক অনেক শুভকামনা রইল!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

জয় অপূর্ব বলেছেন: অনুপ্রেরণা পেলে ভালোই লাগে। ধন্যবাদ ও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.