নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

★আমি অত্যন্ত ভালা ছাওয়াল, এতে আমার সন্দেহ নাই, যতক্ষন বিবেক তা বলে।। ফেসবুকঃ---www.facebook.com/nill-k rahman rony

নীলকে রহমান রনি

বীজ বুনে যাই সবার হৃদয় জমিনে ভালবাসার কচি চারাগাছটিকে সবাই আগাছা ভেবে উপড়ে ফেলে। তাই আমি পরাজিত প্রেমিকবেশে ঘুরিফিরি তবু খুঁজি তাকে নিশিথের আধারে একান্ত একজনকে খুজি প্রতিক্ষনে, জানি যাকে অন্ধকারে পাবো সে আমার বিধঘুটে পৃথিবীর চিরন্তন আলোকবর্তিকা।।

নীলকে রহমান রনি › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

------------টাকার বল---------------


মানুষরূপী বস্তুগুলো শুধুই কেবল বলে
যা চেয়েছ তাই পাবে ভাই টাকার শক্তিবলে।
বলতে থাকে টাকা হলে বাঘের চোখও মিলে;
তা না থাকলে সুখযে তোমার সব চলে যাবে জলে।

যুক্তিবাদী মানুষগুলো নম্রসুরে বলে
আমোদ প্রমোদ হয় যে শুধুই টাকার শক্তি বলে।
দামী বিছানায় সয়ন করেও কালো ছায়া কেন চোখে?
কই নিদ্রা; অতি তাড়াতাড়ি বের হও তার খোজে।

টাকা হলে ভাই ঘড়ি কেনা যায়,
সময় যায়না কেনা।
বছরের খাবার আগাম আনা যায়,
খূদা যায়না আনা।

বহু ব্যয়ে প্রাসাদ কিনে ভাবছিলে ওটা স্বর্গ
না না না ভেবে দেখো তুমি; ওটা ছিল এক মর্গ।
সবাই ছিল সঙি তোমার, বন্ধু ভেবেছ মিছে।
বোঝা বোঝা বই কিনেছ; জ্ঞানী ভাবছ নিজে।

টাকা দিয়ে অনেক কিছু করা যায়; এই কথাটা বটে।
তবে জীবনের মূল বস্তুগুলো পাওয়া যায়না মোটে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.