নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

★আমি অত্যন্ত ভালা ছাওয়াল, এতে আমার সন্দেহ নাই, যতক্ষন বিবেক তা বলে।। ফেসবুকঃ---www.facebook.com/nill-k rahman rony

নীলকে রহমান রনি

বীজ বুনে যাই সবার হৃদয় জমিনে ভালবাসার কচি চারাগাছটিকে সবাই আগাছা ভেবে উপড়ে ফেলে। তাই আমি পরাজিত প্রেমিকবেশে ঘুরিফিরি তবু খুঁজি তাকে নিশিথের আধারে একান্ত একজনকে খুজি প্রতিক্ষনে, জানি যাকে অন্ধকারে পাবো সে আমার বিধঘুটে পৃথিবীর চিরন্তন আলোকবর্তিকা।।

নীলকে রহমান রনি › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ বাবা বলেছিলেন

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

নিষিদ্ধ পল্লীতে বালিকার বসবাস।
প্রথম দেখেছিলাম স্কুলের সামনে রাস্তার পাশেই।
বান্ধবীরা মিলে জামায়াতের সাথে ফুচকা খাচ্ছে।
আমি প্রথম দেখায় দিশেহারা। রোজ সেখানে গিয়ে এক নজর দেখি। একদিন পিছু নিয়ে বাড়ি খুজে পাই। সেখানে কিছুদিন আনাগোনা হয়। বুঝতে দেরি হলনা এটিযে নিষিদ্ধ অঞ্চল।
আমি সুশীল সমাজের অনুসারী। সেখানে যাতায়াত বেমানান। ভেতরে আবেগ-বিবেকের দন্দ চলছে। সাথে বাবার কথাটিও (নিষিদ্ধ পল্লীতে ১০৳ রেখে আসলে তোমার ১০০০৳ জলে যাবে)। উদ্দিগ্নতায় কয়েকদিন যাওয়া হয়নি। বাবা কাধ ছুয়ে বলেছিলেন,অদৃষ্টির বিড়ম্বনায় যদি যেতেই হয় তবে সকাল করে যেও।
কৌতুহলে সকালে গিয়ে দেখি পুকুরে মেয়েরা নগ্নাবস্থায় স্নানে ব্যস্ত। এদের ভাবমূর্তি দেখে আরেক কৌতুহল শুরু হল। লোকে কি করে এত নোংরা-সমতাহীন গঠনের স্তনদয়ে কামনার মানচিত্র আঁকে।

মিথ্যে মায়া ও কামূকতাকে নিষিদ্ধ পল্লীতেই দাফন দিয়ে বাড়ি ফিরেছি। কামুকতা নিষিদ্ধ পল্লীতেই থাক।
কাল থেকে জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.