নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

★আমি অত্যন্ত ভালা ছাওয়াল, এতে আমার সন্দেহ নাই, যতক্ষন বিবেক তা বলে।। ফেসবুকঃ---www.facebook.com/nill-k rahman rony

নীলকে রহমান রনি

বীজ বুনে যাই সবার হৃদয় জমিনে ভালবাসার কচি চারাগাছটিকে সবাই আগাছা ভেবে উপড়ে ফেলে। তাই আমি পরাজিত প্রেমিকবেশে ঘুরিফিরি তবু খুঁজি তাকে নিশিথের আধারে একান্ত একজনকে খুজি প্রতিক্ষনে, জানি যাকে অন্ধকারে পাবো সে আমার বিধঘুটে পৃথিবীর চিরন্তন আলোকবর্তিকা।।

নীলকে রহমান রনি › বিস্তারিত পোস্টঃ

কবিতা

৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

-------- মাধুরীকা---------

যদি বহমান নদী হও-
আমি মাতাল স্রোত হয়ে নিয়ে যাব
সুখেরো সপ্ন সাগরে।

যদি ঝর্ণা হও-
পাহাড় হয়ে অশ্রু দিয়ে
মিটাবো তোমার আহার।

যদি শ্রাবন হও-
বৃষ্টিকনা হয়ে ঝড়বো তোমার
আধীর নয়নে।

যদি গোলাপ হও-
কাঁটা হয়ে তোমার হেয়ালি বক্ষ করিব ভিন্ন।
অতঃপর রক্তে রঞ্জিত হবো,
আর তুমি নিবাক থেকো মাধুরীকা।
যেমন ছিলে তোমার ফাগুন বেলায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

তানজির খান বলেছেন: আরেকটু গুছিয়ে লিখলে আরো ভাল হত কবি। শুভকামনা রইল আগামী লেখার জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

নীলকে রহমান রনি বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.