নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

★আমি অত্যন্ত ভালা ছাওয়াল, এতে আমার সন্দেহ নাই, যতক্ষন বিবেক তা বলে।। ফেসবুকঃ---www.facebook.com/nill-k rahman rony

নীলকে রহমান রনি

বীজ বুনে যাই সবার হৃদয় জমিনে ভালবাসার কচি চারাগাছটিকে সবাই আগাছা ভেবে উপড়ে ফেলে। তাই আমি পরাজিত প্রেমিকবেশে ঘুরিফিরি তবু খুঁজি তাকে নিশিথের আধারে একান্ত একজনকে খুজি প্রতিক্ষনে, জানি যাকে অন্ধকারে পাবো সে আমার বিধঘুটে পৃথিবীর চিরন্তন আলোকবর্তিকা।।

নীলকে রহমান রনি › বিস্তারিত পোস্টঃ

অভিমানী - ১

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

আমার খাতায় লিখে রাখলাম,
তোমার শত অনুভূতি জমা।
গতকাল রাতে, অসংখ গোলাপের দল এসেছিল
তোমার অভিমানের কথা জানাতে।
আমি তাদের প্রত্যেকের হাতে হাসনাহেনার চিরকুট
পাঠিয়ে দিয়েছি, যেগুলো তোমার খোপায় গুজে দেবে
আজকের উন্মাদ বসন্ত।
অতঃপর, তুমি বারান্দায় দাঁড়িয়ে থেকো
আমি প্রজাপতি হয়ে ভর করবো নরম ঠোঁট জুড়ে।
রক্তাক্ত হয়ে যাবে তোমার সকল অভিমান,
অবশেষে হারিয়ে যাব তোমার সমুদ্র থেকে।
হায়নারা সব লুটিয়ে নেবে তোমার গোপন ভালোবাসা।

সেদিন বুঝে নিও, কেন আমি সকলের চেয়ে ভিন্ন।
------------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

নীলকে রহমান রনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ অপনাকে।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
তবে পরপর দুটি লেখা না দিয়ে ১-২ করে দুটি লেখা এক সাথে দিলে ভাল হত

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

নীলকে রহমান রনি বলেছেন: হুম।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

মিজানুর রহমান মিরান বলেছেন: সেদিন বুঝে নিও, কেন আমি সকলের চেয়ে ভিন্ন।
অবশ্যই বুঝবে!
চমৎকার লিখেছেন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

নীলকে রহমান রনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.