নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

★আমি অত্যন্ত ভালা ছাওয়াল, এতে আমার সন্দেহ নাই, যতক্ষন বিবেক তা বলে।। ফেসবুকঃ---www.facebook.com/nill-k rahman rony

নীলকে রহমান রনি

বীজ বুনে যাই সবার হৃদয় জমিনে ভালবাসার কচি চারাগাছটিকে সবাই আগাছা ভেবে উপড়ে ফেলে। তাই আমি পরাজিত প্রেমিকবেশে ঘুরিফিরি তবু খুঁজি তাকে নিশিথের আধারে একান্ত একজনকে খুজি প্রতিক্ষনে, জানি যাকে অন্ধকারে পাবো সে আমার বিধঘুটে পৃথিবীর চিরন্তন আলোকবর্তিকা।।

নীলকে রহমান রনি › বিস্তারিত পোস্টঃ

(টাইগার্স) হারের তকমা কপালে মেখেছি!

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

হেরেছি আমি?
হেরেছে বাংলাদেশ??
হেরেছে আমাদের টাইগার???

না--------আমরা হেরে যাইনি এখনো!
হেরেও জিতেছি আমরা!!! আমরা যেখানেই দাড়াই, সেখানেই আমাদের লাইন শুরু হয়। সেই একাত্তরে প্রতিবাদি মাথা উচু করেছিলাম, আজও থেমে যাইনি। বুলেট-বোমায় ক্ষত-বিক্ষত হয়ে অতৃপ্তির বেদনায় পুড়িয়ে দিয়েছি পাকদের। এখনো থেমে যাইনি। হারিয়েছি এবারের বিশ্বকাপেও।

এখনো যারা সৈরতন্তের জাতাকলে পিষ্ট করে। বাংলা মায়ের সন্তানকে রক্তাক্ত করে কাটাতারে ঝুলিয়ে দেয়, ওদের জন্য গত বিশ্বকাপেও হিরোশিমার হাহাকার বুকে চেপে আমরা ঘরে ফিরেছিলাম।
এবারের এশিয়া কাপের ফাইনালেও ওদের উদ্ধত অহংকার বেশ দেখেছি। খেলার পূবেই নিন্দা-মন্দের সীমা রাখেনি। এ যাত্রায় ভাল খেলেও হারের তকমা কপালে মেখেছি।

আজ হেরেছি ঠিক!
কিন্তু কালকের দিনটা আমাদের হাতে, আমরা চাইলেই বদলে দিতে পারি।
এ মহা বোধ শক্তিচাড়ালদের নেই।
একদিন ভাঙবেই তাদের মিথ্যের প্রাচীর।
কারন আমরা ক্রিকেট বিশ্বেও প্রতিবাদি মাথা উচু করেছি। আমরা জানি,

পরাজয় মানে সমাপ্তি নয়,
                         যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র।

তাই এ পৃথিবীতেই নিঃশ্বাস নেবার কালেই আমরা ওদের সাথে বোঝাপড়াটা সেরে নিতে চাই।



লেখার কারনঃ
সাধীন দেশে থেকেও ওদের শোষণ-বঞ্চনার সীকার আমরা। আমাদের দেশের মাটিতেও কোহলি ক্যাচ লুফে নিয়ে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করল
রবি শাস্ত্রী বলল, বাংলাদেশ আমাদের ওডিআই সিরিজ হারিয়েছিল, আমরা তার প্রতিশোধ নিলাম। খেলা শুরু হবার আগে খেলোয়াড়দের বলল, [''just go out there and get the bloody job done''img|http://s3.amazonaws.com/somewherein/pictures/Rons/Rons-1457339347-2281fa8_xlarge.jpg]

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: আমরা ভাল খেলেই হেরেছি।
++++

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮

নীলকে রহমান রনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো খেলে হারা কোনো দুঃখ জনক নয়। :-)

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

নীলকে রহমান রনি বলেছেন: আমি হার নিয়ে দুঃখ করছিনা ভাই। আমরা সাধীন দেশে থেকেও ওদের শোষণ-বঞ্চনার সীকার। আমাদের দেশের মাটিতেও কোহলি ক্যাচ লুফে নিয়ে দর্শকদের প্রতি বাজে ইঙ্গিত করল
রবি শাস্ত্রী বলল, বাংলাদেশ আমাদের ওডিআই সিরিজ হারিয়েছিল, আমরা তার প্রতিশোধ নিলাম। খেলা শুরু হবার আগে খেলোয়াড়দের বলল, ''just go out there and get the bloody job done''

আমাদের টাইগাররা অনেক ভাল খেলেছে।

৩| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

মহা সমন্বয় বলেছেন: না--------আমরা হেরে যাইনি এখনো।

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

নীলকে রহমান রনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আজকে জিতে বাংলাদেশের বিশ্বকাপ শুভ সূচনা হয়েছে, আশা করছি সামনেও ভালো ফলাফল করবে, কে কি করছে বা বলছে সে সব নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের উচিৎ খেলায় মনোযোগী হওয়া।

১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬

নীলকে রহমান রনি বলেছেন: হুম রাইট। দাদা।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

গেম চেঞ্জার বলেছেন: রবি শাস্ত্রীকে ভাল লোক ভাবতাম। :| এখন থেকে থাকবে ঘৃণা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.