নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অন্তরাত্মায় এঁকেছো আর্তনাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭



কৃতজ্ঞতা স্বীকার : সোনিয়া আকন্দ (পেন্সিল স্কেচ : ‘আর্তনাদ’)

অন্তর্গত প্রলয় ও সৌন্দর্যে পুড়ছে হৃদয় তাই প্রণয় ক্যানভাসে লিখেছি
অগ্নির নাম আর তুমি অন্তরাত্মায় এসে এঁকে দিলে আর্তনাদ তোমার

কি ছিল সেখানে কি সেই কষ্টের কথা তোমার দ্যাখার চোখের মনে
ও মননে হৃদয়ের শব্দাবলীর কি সেই রূপ যে তুমি রক্ত ও মাংসের
ঝর্ণা বওয়া এই মনুষ্য জীবনে নিজেকে ভেবে নিচ্ছ আজ অন্য কেউ
অন্য কোনও পৃথিবীর পথে পথ ঘুরে এসে ক্রমশ বেড়ে যাচ্ছে তোমার
দূরতা

সত্তায় ও প্রেমের সংঘাতে আশ্চর্য তোমার শরীর ও শিকল

তোমাকে ভীষণ ভালবাসবো বলে ভেবেছিলাম একদিন

প্রাচীন নিঃস্ব নারীর কান্নার রঙে তোমার চোখের প্রান্তর তোমার কাজল
যে বিপুল বৈচিত্রের নদী বইয়ে দিয়েছিল বিস্তীর্ণ প্রেম পথে যে আশার
ঔজ্জ্বল্যের আগুন জ্বালিয়েছিল তাকে আজ আর কোন হিমে নিস্তেজ
রেখেছো

প্রত্যেকটি ঊষার আগমনে তোমার নামের উচ্চারণের ধ্বনিকে আমি যে
প্রতিধ্বনিত করছি হৃদয়ে আত্ম-ক্ষরণের পঙতিমালায় প্রবাহিত করছি
কালের যাত্রার মহাকাল

তবে আজ কেন এই হিম কেন এই বিপন্ন ভয় আর্ত নিনাদ

আমাকে বলো

তুমি কি সেই ট্রয়ের হেলেন ছিলে না কোনোদিন জুলিয়েট কিংবা সীতা
শিরি অথবা শকুন্তলার মোহনীয় রূপ মাধুর্য্যের বিভোর কালিদাস কি
আমিই ছিলাম না আমি কি তোমার জন্য দেবদাস হইনি এই বাংলায়

নাকি তুমি ঈশ্বরী গায়ত্রী স্পিভাক

আমার বিনয়ী ভালবাসার দূর্দান্ত আহবান তোমার অন্তরের কর্ণ কুহরে
পৌঁছে না কোনো কালেই

ও আমার অগ্নি-সুন্দরী

দাঁড়াও

আমাকে বলো এই পথ এই গতি তোমাকে কোথায় পৌঁছাবে শেষ পর্যন্ত

তুমি কি শুনতে পাবে তুমি কি বুঝতে পারবে কোনও দিন এই আর্তনাদ
তোমার প্রত্যাখানের যন্ত্রণার প্রচণ্ড প্রত্যাবর্তন ছিল

30.12.2016; উত্তরা

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৬

উম্মে সায়মা বলেছেন: কবিতার শেষার্ধ বেশ ভালো লেগেছে.... :)

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২০

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ । ভাল থাকবেন ।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮

বিজন রয় বলেছেন: এতো দেখি আর্তনাদের নিনাদ। অনেক গভীরে নিয়ে গেলেন আমাকে।
অসাম।
+++

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ বিজন ভাই ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: হুম ভাল হয়েছে

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কাজল ভাই। আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল

৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

ঐশিকা বসু বলেছেন: ভাষার কাব্যময়তা আর গাম্ভীর্য মুগ্ধ করল। কবিতার ছন্দোবদ্ধতাও প্রশংসার্হ। সব মিলিয়ে বেশ ভাল লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ঐশিকা। আপনার সুন্দর মন্তব্য আমার লিখার অনুপ্রেরণা হয়ে রইল ।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সাহিদা সুলতানা শাহী বলেছেন: কবিতাটি পড়ে খুব ভাল লাগল। কবিতার ভাষার গাম্ভীর্যতা মুগ্ধ করার মতো।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

ঋতো আহমেদ বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । ভাল থাকবেন

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

গভীর কবিতা! ভাল লিখেছেন। শিরোনামের সাথে বেশ মানিয়েছে। স্কেচটাও ভাল আকা হয়েছে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ । স্কেচ টি আমাকে বিস্মিত/মুগ্ধ করেছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.