নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আরো একটি মুখ থুবড়ে পড়া চতুর্দশপদীর গল্প

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭


#
আমার মাথায় সূর্য উঠুক এবার।
রাতের রৌদ্রে খোলা পরে থাকা অতৃপ্ত ভোর—অমল বাসনারা,
তোমাদের ধ‍্য‌ানের ছায়ায় একদিন খুন হয়ে গিয়েছিলাম এই
পৃথিবীতেই;
শেষ কয়েকশত যুগ দেখিনি আলোর মুখ,— তারপর
আলো,, সহ-সমুদ্দুর জল ভেদ করে এসে ভিজিয়ে দিয়েছিল ভুল ও ভূমি—
বদলে দিয়েছিল
আমাদের মাটির রঙ

আমরা এখন উড্ডীন ঘোড়া
আমরা এখন পবন
আমাদের মাথায় সূর্য উঠুক এবার,—খুলে যাক চোখ
ভেসে উঠুক সাপ—শাল—পিয়াল
আর,
মেহগনির সুখ।। আমাদের মাথায় সূর্য উঠুক সূর্য উঠুক

২৯.০৮.২০১৮; বাইলেন

ছবি : রিজ‌ওয়ানুল আলম

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

ঋতো আহমেদ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ব্রো

২| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, শুভকামনা।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ঋতো আহমেদ বলেছেন: আপনার জন্য‌ও শুভকামনা রইল

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখা যত পড়ি তত মুগ্ধ হই। আপনার হাত। আপনার লেখার স্টাইল ব্লগের কবিদের জন্য অনুকরণীয়।

শুভেচ্ছা।

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ঋতো আহমেদ বলেছেন: লজ্জা পেয়ে গেলাম ভাই।

আপনার সুন্দর মন্তব্যগুলো সবসময়ই আমার কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। শুভ কামনা জানবেন।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

বাকপ্রবাস বলেছেন:
কবিতাটা বেশ কয়েকবার পড়লাম। তারপর পড়লাম পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও
তারপর পড়লাম সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখা যত পড়ি তত মুগ্ধ হই। আপনার হাত। আপনার লেখার স্টাইল ব্লগের কবিদের জন্য অনুকরণীয়।

তারপর বুঝলাম আপনি আসলেই অন্তর্মুখী। সূর্য উঠুক এবার, প্রবেশ করুক সেই অন্তর্মূখীর গহ্বরে, আলোকিত করুক কবিতা আর আমরা আন্তাজ করে করে পড়ে যাবো কবির ভেতরের তুমোল নির্জনতার সুর, রাত দুপুর।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

ঋতো আহমেদ বলেছেন: বাকপ্রবাস,, এতো সুন্দর মন্তব্যে সত্যি প্রীত হলাম। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অপূর্ব। এমন মেহগিনি শাল পিয়ালের জঙ্গলে যে মন চায় যেতে বারে বারে। ++

শুভকামনা প্রিয় ঋতোভাইকে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। কংক্রিটের নাগরিক যান্ত্রিকতায় ক্রমাগত হাঁপিয়ে উঠছি আমরা। তবু স্বপ্ন দেখি সবুজের, শান্তির। আশা আমাদের বাঁচিয়ে রাখে।

শুভ কামনা ও ভালোবাসা নিরন্তর।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২

লায়নহার্ট বলেছেন: {চতুর্দশপদী মানে কি সনেট না?}

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

ঋতো আহমেদ বলেছেন: চতুর্দশপদী মানে চৌদ্দ পদ সম্বলিত।

সনেট (sonnet) একটি ইতালীয় শব্দ। একটি বিশেষ ধরনের ছন্দবদ্ধ কবিতা যা কবি ল‍্যন্টিনী প্রথম লিখা শুরু করেন তের শতকে। এটি আট/ছয় করে মোট চৌদ্দ লাইনের হয়ে থাকে। প্রথম আটে বিস্তার ও শেষ ছয়ে পরিণতি। বাংলা কবিতায় কবি মধুসূদন দত্ত এর সফল প্রয়োগ করেন। এর কোনো বাংলা নাম না থাকায় ও এটি চৌদ্দ পদ বিশিষ্ট হ‌ওয়ায় একে পরবর্তীতে 'চতুর্দশপদী' কবিতা বলার প্রচলন হয়।

লায়নহার্ট, আমার এই কবিতা সনেট নয়।

আপনি কি (a+b)2=a2+2ab+b2 এর বাইরে ভাবতে পারেন ?

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:

অনেক ভালো লিখেছেন। শুভকামনা রইল।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকবেন

৮| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: মুগ্ধতা

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

সজল_ বলেছেন: সুন্দর হয়েছে। ;)

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

ঋতো আহমেদ বলেছেন: রিয়েলি ! ওয়াও !! অনেক ধন্যবাদ আপনাকে সজল।

১০| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০০

জুনায়েদ বি রাহমান বলেছেন: সূর্য সকল শক্তির উৎস বলা হয়। গাছপালা সূর্য্যের আলোর মাধ্যমে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় খাদ্যরস তৈরি করে। কবি শেষ স্তবকে তরুণদের ঘোড়ার মতো গতিশীল, বাতাসের মতো মুক্ত কল্পনা করে সূর্যের মতো দীপ্ত আলোয় আলোয় আলোকিত হওয়ার আশা ব্যক্ত করেছেন। যেটা পাঠক হিসেবে আমাকে তৃপ্ত করেছে।

"আমরা এখন উড্ডীন ঘোড়া
আমরা এখন পবন
আমাদের মাথায় সূর্য উঠুক এবার- খোলে যাক
চোখ
ভেসে উঠুক সাপ-শাল-পিয়াল
আর
মেহগনির সুখ। আমাদের মাথায় সূর্য উঠুক
সুর্য উঠুক" -- সূর্যের আলো, সাপ-শাল-পিয়াল আর মেহগনি: প্রাণ-প্রকৃতির কম্বিনেশন কবিতাকে নিয়ে গেছে উচ্চমাত্রায়। এমন দুর্দান্ত একটি কবিতা পড়বার সুযোগ দেওয়ার জন্য কবিকে শুভেচ্ছা।

কবিতায় ++

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

ঋতো আহমেদ বলেছেন: এতো সুন্দর মন্তব্যে সত্যি আপ্লুত হয়েছি। জুনায়েদ বি রাহমান,, অভিজ্ঞ পাঠকের মতো আপনি কবিতার ভেতরে ডুব দিয়ে স্পর্শ করতে পারেন এর স্বাদ ও সৌন্দর্য। দুর্বোধ‍্যতার অপবাদ থেকে মুক্ত করে এভাবেই কবিতাকে উড্ডীন করে তুলতে পারেন সত‍্য‌িকারের পাঠক।

অনেক ধন্যবাদ আপনাকে। আশান্বিত ও অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন।

১১| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০০

শিখা রহমান বলেছেন: একরাশ মুগ্ধতা!! দারুণ লিখেছেন।

শুভকামনা কবি।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা জানবেন শিখা আপু।

১২| ৩১ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন দিনের সূর্য উঠবেই।
নতুন ভোর আসবেই।
কবিতায় ভালোলাগা।
শুভ কামনা।

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই। আশা, আমাদের আগামীর পথে এগিয়ে নিয়ে যায়। শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.