নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মন্দাক্রান্ত মেট্রোপলিটন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭



আমাদের মেট্রোপলিটন

ঝঞ্জার দৃষ্টির ভাবনার আগুনে দগ্ধ দৃশ্যের শহর এই
সন্ধ্যার আন্ধার নেমে এলে বাতাসে আমি তার বৈভব পেরুই যেই
চরাচর গুড়গুড় শব্দের হুংকার দিয়ে ওঠে অকস্মাৎ এমন দিন
কবেকার বহমান রাত্তির আত্মার দৈহিক পৃথ্বীর আকাশ খান—

বিদ‍্য‌ুৎ বজ্রের বিদ্যুৎ খুলে দাও রাস্তায় রাস্তার আলোর মুখ।
অন্ধের বিদ‍্য‌ায় তোলপাড় সস্তার বানোয়াট সম্ভার প্রকট রোগ;
পলিটন মেট্রো স্বপ্নের স্বার্থের গড়ে তোলা অট্টা-লিকার হাত
আষ্টে-পৃষ্ঠে ধরছে জাপটে নিঃশ্বাস প্রশ্বাস—ভয়াল রাত—

যেন কোন আউসে আন্ধার আবেশে উড়ন্ত সূর্যের অনল বাণ
চিরে ফেরে কলিজা দেখি না বা দেখে তা বলি কার দ্বন্দ্বের উদল কান
পুড়ে যায় পুড়ে ছাই—ওই দেখ এই দেশ নৈতিক পাতালের অতল তাস—

তবু এই দেয়ালের ওপাশেই শুনেছি একদিন সৃষ্টির ধ্বনির গান
দেখছি রাজপথ দেখছি আগামী চলেছে দুর্বার—‘বদলে যান,,
পাল্টান এ-শহর পাল্টান আপনার দৃষ্টির বক্র—বদ-অভ‍্য‌াস’।

০৩.০৯.২০১৮

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

মাকার মাহিতা বলেছেন: চমৎকার!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

আল মাহফুজ মাহিন বলেছেন: অসাধারণ :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা জানবেন

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: সেই রকম একটা কবিতা লিখছেন।
গত তিন মাসে যত কবিতা লিখেছেন- এটা বেস্ট।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

ঋতো আহমেদ বলেছেন: মন্দাক্রান্তার ঝংকারে ঝংকৃত হয়েছেন বুঝি ! কবিতা পাঠ ও মন্তব্যে‌ ধন্যবাদ ব্রো

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, শেষ প্যারাটা আরো সুন্দর। আপনার পেশার সাথে কবিতাগুলো বেশ মানায়, এমনই হওয়া উচিত। অন্য পেশা থেকে সাহিত্য আসলে সাহিত্য ডুমিনেট করে, আপনার ক্ষেতে আপনি ডুমিনেট করছেন কবিতাকে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

ঋতো আহমেদ বলেছেন: লজ্জা পেয়ে গেলাম ভাই। এতো ভালো মন্তব্যে আপ্লুত করেছেন। আরো ভালো ভালো কবিতা লিখতে চাই। শুভেচ্ছা নেবেন।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে অনেক ভালো লেগেছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কবির ভাই। ভালো থাকবেন।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

জাহিদ অনিক বলেছেন: বদলে যাও-- বদলে দাও
পরিবর্তনের প্রত্যয়ে নিরন্তর পথচলা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। পরিবর্তনের প্রত্যয়ে জেগে উঠুক আমাদের এই মেট্রোপলিটন। শুভ কামনা।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। দ্বিতীয় স্তবকটা বেশী ভাল লেগেছে। আর শেষেরটা আশার বাণী শুনিয়ে গেল!
কবিতায় ভাল লাগা + +

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ আহসান ভাই। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে। আশা করি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.