নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় প্রকৌশলী। অন্তর্মুখী। কবিতা ভালোবাসি ভীষণ। লিখিও

ঋতো আহমেদ

আমার হাতের দিকে বাড়ানো তোমার হাত। হাতের ভেতরে শিখা, শত্রুতার এমন রূপ! কামনা বিভীষিকা

ঋতো আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩৬



ব্যবচ্ছেদ

গল্পের খসরায় প্রান্তিক নৈরাশ, অদ্ভুত রঞ্জন—নিরঞ্জন
উৎকট দগ্ধের স্বপ্নের সংহার, নিঃশ্বাস বন্ধের—উপক্রম
বন্ধুর মনটায় মৃত্যুর শীৎকার, ভাঙচুর অগ্নির—হিরন্ময়—
দুঃসহ চুম্বন মুক্তির হিমস্রোত, ব‌ইছে এইবার—আরক্তিম

উঠছে সেইসব প্রশ্নের কল্লোল, কিঙ্কর উন্মন—অজান্তার
তুমিও বলো নি কেন তা ঘটবেই, বিস্ময় ধন্দ—আজন্ম‌ই
চিত্তের মিথ্যে প্রশ্রয় মুখ তার, মুখ নয় মৃত্যুর—আরাধ্যর—
নৈরাজ বিশ্বের নিঃস্ব আশ্বাস, কুর্নিশ বিশ্বাস—অপাত্রেই

চিন্ময় কঙ্কাল চিন্তার ভাস্কর, হাঁটতে হাঁটতেই—শতাব্দীর
নাগ্নিক প্রান্তর পেরুবার সংঘাত, আত্ম সত্তায়—রূপান্তর
উৎসের সামনে ভাসছে আখ্য‌ান, জ্বলছে ক্লান্ত—অলঙ্কার

নিঃশ্বাস হিঁচড়ে নির্ভাষ নির্বেদ, খুলতেই স্পর্শের—সমন্বয়
স্বস্তির অক্ষর খুঁজতে খুঁজতেই, মনুষ্য ভাবনার—অজস্রয়
অস্থি-র স্পন্দন শুনতে শুনতেই, স্বতন্ত্র শস্যের—জগজ্জয়।

১১.১০.২০১৮

ছবি : সালভাদর দালি।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪২

মাহমুদ আল ইমরোজ বলেছেন: চমৎকার....

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ ধন্যবাদ আপনাকে ইমরোজ।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০৮

বলেছেন: অসাধারন ছবি ও কথামালা।

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই ল। শুভ কামনা

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩১

চাঙ্কু বলেছেন: ব্যবচ্ছেদ ভালা হইছে!

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই চাঙ্কিপাণ্ডে। ভালো থাকবেন।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৮

বিজন রয় বলেছেন: !!!!!!!

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২

ঋতো আহমেদ বলেছেন: এতো গুলো '!' চিহ্নে হতভম্ব হয়েছি। কবিতা কি ভালো হয়নি? নাকি ব্যর্থ হয়েছি। দুর্বোধ্য হয়ে গেছে ! মন্দাক্রান্তা ছন্দে সনেট লিখার চেষ্টা করেছিলাম। সেই সাথে কবিতা।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: "নৈরাজ বিশ্বের নিঃস্ব আশ্বাস, কুর্নিশ বিশ্বাস - অপাত্রেই" - খুবই চমৎকার লাগলো এ কথাগুলো।

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭

ঋতো আহমেদ বলেছেন: আহসান ভাই আপনি আমার ব্লগে এলেই নিজেকে সন্মানিত মনে হয়। আপনার মতো সিনিয়র-এর মন্তব্য সবসময় আমার জন্য পাথেয় হিসেবে উদ্ভাসিত হয়। লাইক এ আপ্লুত হয়েছি। শুভ কামনা ভাই।

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



ব্যতিক্রমী কবিতা, চমৎকার প্রকাশ। খুব ভাল লাগলো। +++

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই। আজকের সকাল আপনার অসাধারণ এক পোস্টে আটকে ছিল অনেক্ষণ। অনেক পরিশ্রমী লিখা। সামুতা আপনার মতো গুণীজনের সান্নিধ্য আমাকে ধীরে ধীরে হৃদ্ধ করে তুলছে। শুভ কামনা জানবেন।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: কারুকার্যময়!

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

ঋতো আহমেদ বলেছেন:




আগুন পুড়ে যাচ্ছে
আধো অন্ধকারে আমার বুকের রক্তের সে আগুন—
নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দূরে,
তোমাদের ঘুমের ঘোরে
তোমাদের রিপুর নিপুণ তালে
পুড়ে যাচ্ছে আগুন
পুড়ে যাচ্ছে আমার গোপন মৃত্যুর শ্বাস..

('আগুন প্রহর' থেকে)

ভ্রমরের ডানা,, কেমন আছেন। অনেকদিন পর। আসুন কবিতায় ছাড়ি নিঃশ্বাস কবিতায় নিই প্রশ্বাস, কবিতায়-ই গড়ি বিশ্বাস।।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্নমাত্রার উপস্থাপনায় চমৎকৃত :)

+++

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই। আশা করি ভালো আছেন

৯| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু শব্দদিয়ে ব্যতিক্রমী উপস্থাপনা। সুন্দর।

১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

ঋতো আহমেদ বলেছেন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ বলতেন তিনি কবি নন, 'শব্দ শ্রমিক'; আর নেটিভ আমেরিকান কবি জয় হার্জো বলেন, ''We, poets work with words. We are word-artists.''

আপনার সুন্দর মন্তব্যে ভালো লাগা রইলো আনোয়ার ভাই। শুভ কামনা।

১০| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

ঋতো আহমেদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ভালো আছেন?

১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: দারুন লিখেছেন জনাব। কেমন আছেন?

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ফারিহা। ভালো আাছি। আপনি কেমন আছেন। কবিতা পড়েছেন জেনে ভালো লাগলো। শুভ কামনা।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ভাষা বোধ আছে কবিতাতে ।। ভালো লিখেছেন কবি

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

ঋতো আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মামুন

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

জাহিদ অনিক বলেছেন:
আহা ! দুর্দান্ত -----------

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

ঋতো আহমেদ বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা জানবেন।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:২৭

কবির নাঈম দোদুল বলেছেন: বেশ লেগেছে। ছন্দ নিয়ে আপনি বেশ সচেতন দেখছি। এ বিষয়টি ভাল লাগলো। দারুণ শব্দচয়ন।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

ঋতো আহমেদ বলেছেন: কবি মাত্র‌ই ছন্দ সচেতন। এই কবিতাটি মন্দাক্রান্তা ছন্দে লেখা। কবিতা পাঠ ও মন্তব্যে‌ কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.