নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না... শুধু ঘুরে বেড়াইতে ভালো লাগে...

রুবাইয়াত শোভন

রুবাইয়াত শোভন › বিস্তারিত পোস্টঃ

দার্জিলিং ভ্রমণ- খরচাপাতি এবং অন্যান্য

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪১

আমরা তিন জন দার্জিলিং গিয়েছিলাম ২৫ এপ্রিল, ২০১৬। ঢাকা থেকে বুড়িমারী হয়ে শিলিগুড়ি। তারপর দার্জিলিং এ তিন রাত এবং মিরিক এ এক রাত থেকে ৩০ এপ্রিল, ২০১৬ দুপুর ২ টায় শিলিগুড়ি থেকে বিআরটিসি শ্যামলীর বাস এ ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। এবং পরদিন সকাল এ কল্যাণপুর এ আমাদের যাত্রা শেষ হয়। এই ৬ রাত ৫ দিনের ট্যুর এর সকল হিসাব নিচে দিয়ে দিলাম। খরচ গুলো জন প্রতি হিসেব করা হয়েছে।

২৫ এপ্রিল, ২০১৬

১। ঢাকা থেকে শিলিগুড়ি বাস ভাড়া – ১৫০০ টাকা
২। ট্রাভেল ট্যাক্স – ৫০০ টাকা
৩। রাতের বাস এ নাস্তার খরচ – ৫০ টাকা ( এছাড়া বাস থেকে কলা, রুটি, মিষ্টি ও পানি দিয়েছিল)
মোট খরচ – ২০৫০ টাকা

২৬ এপ্রিল, ২০১৬

১। বুড়িমারী তে সকালের নাস্তা – ৩৫ টাকা
২। বর্ডার এর খরচ – ১৫০ টাকা
৩। শিলিগুড়িতে দুপুরের খাবার – ১২০ রুপি
৪। শিলিগুড়ি থেকে দার্জিলিং জীপ ভাড়া – ১৬০ রুপি ( নরমাল ভাড়া ১৩০ রুপি, আমরা তিনজন ৪ সীট নিয়েছিলাম)
৫। রাতের খাবার – ৬৫ রুপি
মোট খরচ – ১৮৫ টাকা, ৩৪৫ রুপি

২৭ এপ্রিল, ২০১৬

১। সকালের নাস্তা – ১২৫ রুপি
২। এন্ট্রি ফি – ৫০ রুপি
৩। ঘুরে বেড়ানোর জন্য জীপ ভাড়া – ১৬০ রুপি
৪। দুপুরের খাবার – ১৩০ রুপি
৫। স্ন্যাক্স – ৩০ রুপি
৬। মুভির টিকেট – ১৫০ রুপি
৭। রাতের খাবার – ৬০ রুপি
মোট খরচ – ৭০৫ রুপি

২৮ এপ্রিল – ২০১৬

১। টাইগার হিল এর জীপ ভাড়া – ৩০০ রুপি
২। সকালের নাস্তা – ৫৫ রুপি
৩। টয় ট্রেন এর টিকেট – ৬৩০ রুপি
৪। দুপুরের খাবার – ১০০ রুপি
৫। এন্ট্রি ফি – ১৫ রুপি
৬। কফি ও স্ন্যাক্স – ১৩৫ রুপি
৭। রাতের খাবার – ৮০ রুপি
মোট খরচ – ১৩১৫ রুপি

২৯ এপ্রিল, ২০১৬

১। সকালের নাস্তা – ৮০ রুপি
২। তিন দিনের হোটেল ভাড়া – ২২৫০ রুপি
৩। মিরিক যাওয়ার গাড়ি ভাড়া – ৩৮০ রুপি
৪। দুপুরের খাবার – ২০০ রুপি
৫। স্ন্যাক্স – ১৩০ রুপি
৬। রাতের খাবার – ৮০ রুপি
মোট খরচ – ৩১২০ রুপি

৩০ এপ্রিল, ২০১৬

১। সকালের নাস্তা – ৬০ রুপি
২। মিরিক এর হোটেল ভাড়া – ৫০০ রুপি
৩। মিরিক থেকে শিলিগুড়ি জীপ ভাড়া – ২০০ রুপি
৪। শিলিগুড়ি তে অটো ভাড়া – ৪০ রুপি
৫। দুপুরের খাবার – ৮০ রুপি
৬। স্ন্যাক্স – ৪৫ রুপি
৭। শিলিগুড়ি থেকে ঢাকা বাস ভাড়া – ১২০০ রুপি
৮। বর্ডার খরচ – ২৫০ টাকা
৯। সন্ধ্যায় খাবার খরচ – ৮০ টাকা
১০। রাতের হোটেল এর নাস্তা খরচ – ৯৫ টাকা
মোট খরচ – ২১২৫ রুপি, ৪২৫ টাকা

১ রুপি = ১.২০ টাকা ধরে
মোট ৭৬১০ রুপি X ১.২০ = ৯১৩২ টাকা + ২৬৬০ টাকা
সর্বমোট খরচ = ১১৭৯২ টাকা


বিঃ দ্রঃ যদি টয় ট্রেন এ না উঠতাম তাহলে বেঁচে যেত ৬৩০ রুপি + মুভি না দেখলে আরও ১৫০ রুপি। এছাড়া আমরা অনেক স্ন্যাক্স আর ড্রিঙ্কস খেয়েছিলাম, এইখানেও অনেক খরচ কমানো যেত। আবার একটু পিছনের দিকে অর্থাৎ শুভ, রাফিরা যে হোটেল এ ছিল ঐ হোটেল এ থাকলে হোটেল ভাড়া থেকেও আরও ৫০০ - ৮০০ রুপি বাঁচত। আবার পিক সিজন না হলেও হোটেল ভাড়া কম হত। তাহলে সব মিলিয়ে ১০০০০ টাকার মধ্যে দার্জিলিং এ ঘুরে আসা সম্ভব(অবশ্যই শপিং বাদ দিয়ে)। এবং কলকাতা দিয়ে গেলে অতিরিক্ত ট্রেন ভাড়া টা যোগ করে নিবেন। স্লিপার ক্লাসের ভাড়া সর্বোচ্চ ৪৫০ রুপি এবং থ্রি এসি এর ভাড়া সর্বোচ্চ ১২০০ রুপি ট্রেন ভেদে। আর কালিম্পং যেতে চাইলে জন প্রতি আরও ১০০০ টাকা বেশি লাগতে পারে। আর বড় গ্রুপ হলে এর মধ্যেই ম্যানেজ হয়ে যাবে।

আমি একটা মোবাইল এর সিম কিনেছিলাম এবং রিচার্জ বাবদ মোট খরচ ছিল – ৪৫০ টাকা।

আমার ভ্রমণ এর অভিজ্ঞতা -

১ম পর্ব

২য় পর্ব

৩য় পর্ব

৪র্থ পর্ব

৫ম পর্ব




মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ রাত ৮:৫৭

আখেনাটেন বলেছেন: ভালো লাগল। রংপুর থেকে শিলিগুড়ির রাস্তা কেমন?

২৯ শে জুন, ২০১৬ রাত ৯:১৪

রুবাইয়াত শোভন বলেছেন: ধন্যবাদ। বাংলাবান্ধা অথবা বুড়িমারী দিয়ে শিলিগুড়ি যেতে হবে, রাস্তা ভালো হওয়ার কথা, কারণ বাস এ ঝাকি খেয়ে ঘুম ভেঙ্গে যায় নাই। ;)

২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৮

আলম দীপ্র বলেছেন: বাহ! আমার খুব দার্জিলিং যাওয়ার ইচ্ছা !
ভাবছি টাকা পয়সা জমানো শুরু করব :P
বাপ-মায়ের না , নিজের টাকায় যাব ;) B-)

ভালো পোস্ট অনেক !

৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৪

রুবাইয়াত শোভন বলেছেন: চলে যান ভাই, তবে আগে বান্দরবান টা দেখে যাবেন, বান্দরবান আরও সুন্দর।

৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:২৫

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক ভালো লাগলো। উপকারী পোস্ট। একবার ঘুরে আসবো ভাবছি।

৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৫

রুবাইয়াত শোভন বলেছেন: ধন্যবাদ ভাই, ঘুরে আসুন।

৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:২৭

ট্রিগারবল বলেছেন: পোস্ট সেভ করে রাখলাম। কাজ দিবে।

৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:০৩

রুবাইয়াত শোভন বলেছেন: ধন্যবাদ।

৫| ৩০ শে জুন, ২০১৬ রাত ৩:৫৯

পয়গম্বর বলেছেন: তিনটি প্রশ্ন:
১. সামনের নভেম্বরে দার্জিলিং যাবার প্ল্যান আছে। দার্জিলিং-এ আপনারা কোন হোটেলে ছিলেন, তার নামটা বললে উপকৃত হতাম।
২. আপনি নিজে যে হোটেলে থেকেছিলেন, সেটি ছাড়া আর কোন হোটেল আপনি কি রেকমেণ্ড করেন?
৩. নভেম্বরে দার্জিলিং গেলে আগে থেকে অনলাইনে হোটেল বুক করে যাওয়াটা কি ভালো হবে? নাকি ওখানে যাবার পর হোটেলে রুম অ্যাভেইলেবল?

৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:১৪

রুবাইয়াত শোভন বলেছেন: আমরা দুই জন ছিলাম হোটেল মেইন ওল্ড বেল ভিউ এ, আমার বন্ধু ছিল Hotel Seven seas এ। হোটেল নিয়ে আরও বিস্তারিত ২য় পর্বে বলা আছে।
এছাড়াও আরও অনেক হোটেল আছে, নির্ভর করে আপনি কত বাজেট এর মধ্যে থাকতে চান। প্রতি রুম ৬০০-৭০০ রুপি থেকে শুরু করে ১০০০০ রুপির মধ্যে আছে।
আর আগে থেকে হোটেল বুকিং দিয়ে যাওয়ার দরকার নেই, ওইখানে গিয়ে পছন্দ মত রুম নিয়ে নিবেন। কোনও সমস্যা হবে না আশা করি।

৬| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৯:৫০

সুদীপ মন্ডল বলেছেন: দার্জিলিং-এ আমার বাড়ি কিন্তু আপনি যে খরচের কথা বললেন একটু বেশি হয়ে হয়ে গেল না? এখানে আটো ভাড়া ১০ টাকা থেকে শুরু। আপনি বললেন ৪০ টাকা নিয়েছে, এটা বেশি হয়েগেছে। আমার মনে হয় দার্জিলিং-এর চেয়ে কালিম্পনং গেলে অনেক ভাল করতেন।

৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:১৮

রুবাইয়াত শোভন বলেছেন: আগে জানলে তো আপনার বাড়িতেই গেস্ট হয়ে যেতাম। B-)
কোন খরচ টা বেশি হয়ে গেল বুঝতে পারতেছি না। শিলিগুড়ি তে অটো ভাড়া ৪০ রুপি নিয়েছে কারণ আমরা কয়েকটা জায়গায় গিয়েছিলাম, সর্বমোট ভাড়া লেগেছিল ৪০ রুপি জন প্রতি। একটা জায়গায় যাওয়ার জন্য না।
আর কালিম্পং গেলে আরও ভালো লাগত এটা পড়ে বুঝতে পেরেছি। পরের বার ইচ্ছা আছে।

৭| ৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:২৩

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক থ্যাংকস। আমরা দার্জিলিং যাওয়ার প্লান করেছিলাম মাত্র। পোস্টটা খুব কাজে লাগলো। :)

৩০ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৬

রুবাইয়াত শোভন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ;)

৮| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৬

তারেক৭০৭ বলেছেন: এক কথায় অসাধারণ

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

রুবাইয়াত শোভন বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.