নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is a game . lets make a highscore

প্রফেসর সাহেব

প্রফেসর সাহেব › বিস্তারিত পোস্টঃ

ডেসপারেট বাংগালীদের এখন নেতা চাই

০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯



অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংগালীরা সমষ্টিগতভাবে এখন প্রচন্ড মরিয়া এবং আশাহীন। এমন মরিয়া যে তার তুলনা শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধের ঠিক পূর্বমুহূর্তের সাথে তুলনা করা যায়। এই উন্মত্ততার কারণ ব্যাখ্যা করতে না যাই। এই ডেসপারেট অবস্থা তাদেরকে বেপরোয়া করে তুলছে/তুলেছে। তাই তারা পানিতে ডুবন্তরত ব্যাক্তির মতো খড়কুটা যা পাচ্ছে তা আকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছে । এই খড়কুটা হয়ে একবার ড: কামাল গং , ভিপি নূর, এবং এখন হেফাজতি মামুন গং'দের আগমন। সব খড়কুটা একে একে ঢুবে যাচ্ছে, কেউ তাদেরকে ভাসিয়ে রাখতে পারছেনা ।
একটা জাতি যখন এমন সময় পার করে তখন যদি তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া যায় তাহলে তাদের দ্বারা বিপ্লব ঘটানো সম্ভব, যেমনটা করেছিলেন বংগবন্ধু। কিন্তু বর্তমানে যারা এই জাতিকে আশা দেখাচ্ছেন তারা এই বিপুল সম্ভাবনাময় শক্তির সঠিক ব্যবহার করতে পারছেন না বলেই বাংগালীরা একজনকে ছুড়ে ফেলে আরেকজনের কাছে যাচ্ছে। অপরিণামদর্শী এইসব নেতারা সকল সমস্যার সমাধান রাজপথে খুজতে যেয়ে একের পর এক ব্যার্থ আন্দোলন উপহার দেওয়ায় তারা প্রত্যাখ্যাত হচ্ছেন।
উদাহরণ স্বরূপ বলা যায় , অল্পকয়েকদিন আগেই হেফাজত এবং সমমনা দল গুলোর ফ্রান্সবিরোধী আন্দোলনের ধারাবাহিতার কি হলো? এই আন্দোলন থেকে কি সুফল মিলেছে? আন্দোলনের ফলাফল কি? উত্তর হচ্ছে শূন্য । ঠিক এমনিভাবেই এদের চলমান এবং ভবিষ্যৎ সকল আন্দোলনের ফলাফল শূন্য হবে যদি না তারা তাদের আন্দোলনের পন্থা সম্পর্কে সচেতন হয়।


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:



হেফাজতেরা পংগোপাল, এদের উদ্ভবে জাতির পতন হয়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

ফটিকলাল বলেছেন: হেফাজতের অবস্থা এখন গলির বিড়াল। বড় বড় কথা বলে এখন তারা যেটা করবে সেটা হলো একটা ফতোয়া দিয়ে ভেতরে ভেতরে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করবে যেটা চারদলীয় ঐক্যজোটের সময় রাহমানী, বাংলা ভাই শায়খ আব্দুর রহমানরা করেছিলো।

এসব মৌলবাদীরা হলো গোখরা সাপ। এদের দুধ কলা দিয়ে পুষে ছোবল খেতেই হবে। হেফাজত সহ এসব ধর্মীয় জঙ্গিগুলো এখন কাপুরুষের মতো ভেতরে ভেতরে পুরোনো ষড়যন্ত্রই শুরু করবে এবং এদের জঙ্গিবাদ জায়েজ করবে নব্য গড়ে ওঠা মডারেট সালাফী ওহাবী গুলো।

সামনে দেশে অনেকগুলো বোমাবাজী ও গলা কাটা দেখতে হবে

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৬

প্রফেসর সাহেব বলেছেন: একমত আপনার সাথে

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখন আপনার মত একজন নেতা দরকার।যে দেশকে জাহান্নামে পাঠাতে পারে।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫১

মুজিব রহমান বলেছেন: গণতন্ত্রহীনতা জঙ্গিবাদ উত্থানে সহায়তা করছে।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৪

প্রফেসর সাহেব বলেছেন: কেনোজানি মনে হচ্ছে জংগিবাদের নতুন ধারার শুরু হতে যাচ্ছে

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩১

রানার ব্লগ বলেছেন: হেফাজত হল ভিক্ষুকদের দল, এদের পাতে এক মুঠ চাল দিয়ে দিন এরা সন্তুষ্ট!!!!

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

প্রফেসর সাহেব বলেছেন: দেখা যাক এবার সরকার কি দেয়।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: হেফাজত ছাত্রলীগের মতো ভয়ঙ্কর।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭

অধীতি বলেছেন: দানে কওমী জননীও হয়।এখানেও যদি দান করা হয় কুল্লু খালাস।

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

প্রফেসর সাহেব বলেছেন: মা ফি মুশকিল

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সুস্থ গণতান্ত্রিক চর্চা না থাকলে এবং বিরোধী দলকে কারণে অকারণে দমন করলে রাজনীতিতে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠে।
বাংলাদেশে সেটাই ঘটছে।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৭

মরুর ধুলি বলেছেন: আপনি ইসলামী দলগুলোকে একসাথ হতে বলছেন?

০৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫১

প্রফেসর সাহেব বলেছেন: না, আলাদাভাবে থেকেও তারা ইসলামি আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে। যা করতে হবে তা হচ্ছে মানুষের সাথে কাজ করতে হবে। সারাক্ষণ নিজের এনার্জি আন্দোলন মিছিল করে ব্যয় না করে তরুণ সমাজের বিভিন্ন সমস্যার সমাধান ইসলাম থেকে দিতে হবে। বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে কাজ করতে হবে , এভাবে মানুষের কাছে তাদের গ্রহনযোগ্যটা বাড়বে ।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হ্যাপাজাত রে সকাল-বিকাল পিডানি দিতে হবে। আর কি এক আজাইরা ভাস্কর্য নিয়া ক্যাঁচাল শুরু করছে আওয়ামী লীগ। এইটা না বানাইলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হ্যাপাজাতরে ফ্লোর তৈরি করে দেয়ার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩০

এমেরিকা বলেছেন: মামুনুল মোটেও নেতা নয়। তার বক্তব্য পরিষ্কার নয়। সে আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা দিতে পারেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.