নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

্কবিতা

০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

দাহ্য এ পরাণ
--------- মোঃ রুহুল আমীন ।
এ মনটারে কত বলি,
যে চায় টুটিতে বন্ধন,
তারে যেতে দাও,
বাঁধিতে যেও না ।
কারণ, যে চায় ছেড়ে যেতে,
হতে চায় পর,
সে নয় নিজেই নিজের ।
কি করে হবে সে তোমার ?
দহন দাহন বুঝেনা সে,
যেমনটা বুঝেনা অনল,
দগ্ধ করে শুধু ।
দাবানল জ্বালায়ে হৃদয়ে
লেলিহান শিখায় করে উল্লাস ।
তবুও অবাধ্য অবুঝ
এ দাহ্য পরাণ
প্রবোধ মানে না কোন,
শুনে না বারণ ।
অহর্ণিশ খোঁজে তারে,
কাছে পেতে চায়্‌,
চায় জড়াতে বুকে
যখন যেমন ।
ভাবেনা কখনও,
এ পাওয়া আর যা-ই হোক,
নয় ভালবাসা ।
তথাচ পরম আরাধ্য ভাবে তারে,
ভাবে পুজনীয়া ।
নিভৃত গৃহকোণে বসে একা একা
বর্ণের বর্ণিল পুঁতিরে বাঁধে
ছন্দময় শব্দগ্রন্থিতে,
সযত্নে গড়ে বাক্যালংকার,
সাজায় প্রেয়সীরে প্রতিমার মত,
অমর করিতে চাহে
কাব্যে গ্রন্থে কবিতায় ।
---*---

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.