নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ রুহুল আমীন২০১২

মোঃ রুহুল আমীন২০১২ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৩

রজত রজনী
----------- মোঃ রুহুল আমীন ।
মনে পড়ে,
আজও মনে পড়ে থরে থরে
সাজানো তোমার রূপৈশ্বর্য্য যত,
নিভৃতে পুঞ্জিভূত হৃদয় মন্দিরে।
হেথায় তোমারই কীর্তন চলে
অষ্টপ্রহর
আলো আঁধারিতে,
চুপিসারে রাতে উঁকি দেয় জোনাকিরা,
ঝিঁঝিঁদের মনোজ্ঞ মধুর ঝিঁঝিটে
মাতে ফুল্লবিথী,
দোল দিয়ে পাতায় পাতায়
নেচে যায় মদন মোহন,
কুসুমে কুসুমে সাজে কুঞ্জকানন,
ছড়ায় সুবাস বাতাসে বাতাসে,
জোছনার চাঁদুয়া তলে
সোহাগে বেহাগে মেতে উঠে
আহ্লাদি রজত রজনী-
রাজকিনী,
জড়ায় চন্ডিদাসে বাহুপাশে।
সে উল্লাসে শিশিরে শিশিরে
ঝরে জড়োয়াভূষণ,
কামনার কাঁপন জাগে সর্বাঙ্গে তোমার,
অলখে অলস ভারে
খসে পড়ে শাড়ী তারকিনী,
উদলা রূপের ঝলকে ঠমকে
ঝলসে উঠে বাসনা মিথুন,
পরম পুলকে দুঁহে
লুটায় শয্যায়।
ধীরে ধীরে
রাতের প্রহর গড়ায়
ঊষার তালাশে।
---*---

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৭

নুরুজ্জামান তুষার বলেছেন: ভাল লাগল কবিতা টা পড়ে ধন্যবাদ কবিকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.