নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

আসুন দলে দলে সবাই মিলে ছাত্রলীগে যোগ দিই

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২২

খবরে প্রকাশ :‘ছাত্রলীগকর্মীদের চাকরি পেতে রেজাল্ট প্রয়োজন নেই’-এই মামু বাড়ির আবদার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক আবদুল আজিজ।তিনি আরো বলেছেন “তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের বড় যোগ্যতা। তাদের আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই।”গতকাল সোমবার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের আলোচনা সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে এ দাবি তুলে ধরেন ।

আব্দুল আজিজ বলেন, “বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমন্ত্রিত অতিথির কাছে তাদের বিভিন্ন দাবির ফিরিস্তি তুলে ধরলেও আজ তারা কোনো দাবি জানায়নি। তাই তাদের পক্ষ থেকে আমিই দাবি জানাচ্ছি, ছাত্রলীগের সকল নেতা কর্মীকে চাকরি দিতে হবে।”



এর পক্ষে যুক্তি দিতে গিয়ে এই শিক্ষক বলেন, “আমি ছাত্রলীগের এক নেতাকে চাকরির জন্য মন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সব ক’টি পরীক্ষায় তার থার্ড ক্লাস থাকায় মন্ত্রী চাকরি দিতে অস্বীকৃতি জানান।



“তখন আমি ওই ছাত্রলীগ নেতার জামা খুলে তার গায়ের ক্ষতচিহ্ন দেখাতে বলি।”

Moral of the story.....আসুন আমরা সবাই দলে দলে ছাত্রলীগে যোগ দিই কারণ চাকরি পেতে চাইলে এখন আর লেখাপড়ার কোনো প্রয়োজন নেই।শুধুমাত্র ছাত্রলীগ এবং চামচামি করতে জানলে আপনার উন্নতি কেউই ঠেকাতে পারবেনা.........:D :D :D

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

হাসিব০৭ বলেছেন: জারজ হইলে এইরকমই হয়

২| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

ঢাকাবাসী বলেছেন: ঐ জারজটি নিজে ৩য় শ্রেনী পেয়েও মাস্টারী করছে তাই সে বলতেই পারে।

৩| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৭

তথ্য অধিকার বলেছেন: দারুন--এইদেশে থাকা আর নয়---চলুন প্রবাসী হই

৪| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:১৪

মদন বলেছেন: জয়বাংলা

৫| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

এম এ কাশেম বলেছেন: গাধা আর ঘোড়া
এক দামে কেনা বেচা
হায়েনা মুল্লুকে
শুনতে পায় এমন কেচ্ছা।

হায়রে শিক্ষক!

৬| ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০২

একজন ঘূণপোকা বলেছেন: ঢাকাবাসী বলেছেন: ঐ জারজটি নিজে ৩য় শ্রেনী পেয়েও মাস্টারী করছে তাই সে বলতেই পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.