নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকতা সম্পর্কে কিছু কথা

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৩২

এখনকার অনেক ছেলেরাই নাস্তিকতাকে ফ্যাশন মনে করে ।আবার অনেক মেয়েরাও এটা করছে ।

তাদেরকে বলছি ,

ভাই নাস্তিক হওয়াটা এত সহজ কিছু না । আপনি যদি নাস্তিক হতে চান তাহলে আপনাকে সকল ধর্ম সম্পর্কে জানতে হবে ।সকল ধর্মের মূল কথা জানতে হবে । অাপনি শুধু মাত্র ইসলাম বা অন্য ধর্ম সম্পর্কে সামান্য ধারনা রেখে নিজেকে নাস্তিক উপাধি দিতে পারেন না ।

হ্যা, আপনি কোন কিছু সম্পুর্ন না জেনে নিজেকে খুব সহজেই আস্তিক উপাধি দিতেই পারেন । কিন্তু যখনি নিজেকে নাস্তিক বলবেন তখনি আপনাকে অনেক কিছু জানতে হবে।শুধু মাত্র যে কোন একটা টপিক্স এর উপর ভিত্তি করে নাস্তিক হতে পারেন না ।

আবার কেউ কেউ দেখছি কোরআনের আয়াতের উপর গবেষনা করা শুরু করেছে । এটার মানে এটা না , এটা মানে এটা । ইত্যাদি ইত্যদি ।

আপনি যে কোন আয়াতের উপর গবেষনা করার অধিকার রাখেন কিন্তু সে গবেষনার উপর ভিত্তি করে কোন সিদ্ধান্তে পৌছানোর অধিকার আপনাকে কে দিয়েছে ?



আজ দেখি একজন লিখেছেন রোজা নাকি ফরজ না । কোরআনের একটা আয়াতের উপর গবেষনা করে সে এই সিদ্ধান্তে পৌছেছেন । তাকে বললাম ভাই ঠিকাছে আপনি এই আয়াতের উপর গবেষনা করে এই সিদ্ধান্তে আসলেন । কিন্তু রোজা না রাখলে যে শাস্তির কথা কোরআনে দেয়া আছে সে সব আয়াতের কি হবে ??

উনি আমাকে কিছু বলতে পারেন নি ।

রোজা ফরজ না নফল না সুন্নত সে যাই হোক এটা আমাদের পুরোপুরি পালন করতে হবে এটাই প্রধান বিষয় । তো শুধু শুধু এটা ফরজ না বলে যুক্তি দেখিয়ে কিছু মানুষকে বিভ্রান্তিতে ফেলার তো আপনার কোন অধিকার নেই ।



মোট কথা, আপনি কি বিশ্বাস করেন আর কি বিশ্বাস করেন না তা আপনার কাছে কেউ জানতে আসছেনা। আপনি নামাজ না পড়লে রোজা না রাখলে কেউ কিছু বলছেনা । তাহলে আরেকজনের বিশ্বাসে আঘাত করার আপনারও কোন অধিকার নেই ।



আমরা কিছু অসুস্থ মস্তিস্কের মানুষদের সুস্থতা কামনা করছি ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

গ. ম. ছাকলাইন বলেছেন: যারা সমাজে সবচাইতে ব্যর্থ তারাই শেষ পর্যন্ত নাস্তিক হয় । তাই এদেরকে নিয়ে লিখার কিছু নেই ।

২| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৫৬

মুদ্‌দাকির বলেছেন: সাওম ফরজ না ??!!!! ??

৩| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ২:৩৯

পাউডার বলেছেন:
আপনার লেখা-যুক্তি পরিস্কার নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.