নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

মন্ত্রীত্ব এবং বাংলাদেশ :-/

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

আমি রাষ্ট্রবিজ্ঞান পড়িনি, আমার
একাডেমিক বিষয় ছিলো না ওটা;রাজনীতিও
খুব একটা বুঝি না! তারপরেও আমার
অতি সাধারণ মস্তিষ্কে আমি বুঝি........
দেশের স্বাস্থ্যমন্ত্রী করা উচিত একজন
ডাক্তারকে! একজন ঠিকাদার চিকিৎসার
কী বুঝবে?
একইভাবে—
পররাষ্ট্রমন্ত্রী হওয়া উচিত
'আন্তর্জাতিক সম্পর্ক' বিষয়ে অভিজ্ঞ
একজন ব্যক্তির।ঠিক তেমনি খাদ্য ও
পুষ্টি বিষয়ে অভিজ্ঞ
ব্যক্তিকে বানানো উচিত খাদ্যমন্ত্রী।
কোনো একজন বিশিষ্ট
'সাবেক'খেলোয়াড়কে ক্রীড়ামন্ত্রী করা উচিত।
একজন বিশিষ্ট আলেমকে করা উচিত ধর্ম
বিষয়ক মন্ত্রী।শিক্ষামন্ত্রী হবেন একজন
অবসরপ্রাপ্ত বিশিষ্ট অধ্যাপক।
বাণিজ্যমন্ত্রী হবেন একজন সৎ এবং সফল
ব্যবসায়ী।আইনমন্ত্রী হবেন একজন
উকিল ,ব্যারিস্টার কিংবা আইনজ্ঞ।
আইসিটি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি হবেন
টেলিযোগাযোগমন্ত্রী।স­
্বরাষ্ট্রমন্ত্রী হবেন একজন
জননিরাপত্তাবিষয়ক গবেষক বা প্রাক্তন
পুলিশের কিংবা সামরিক বাহিনির উচ্চপদস্থ
কর্মকর্তা।
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি............
একজন বিজনেসম্যান
কিভাবে ক্রীড়া মন্ত্রণালয় চালাবেন !
একজন ঠিকাদার স্বাস্থ্যের কী বুঝবেন ?
অদ্ভুত ব্যাপার হচ্ছে—
আমাদের দেশে,যিনি এক বছর
আগে পাটমন্ত্রী ছিলেন,পরবর্তিতে হলেন
তিনি আইসিটি মন্ত্রী!কোথায় পাট আর
কোথায় আইসিটি!!এক বছর আগে যিনি আইন
প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এখন
খাদ্যমন্ত্রণালয়ের মন্ত্রী!
কোথায় আইন ও বিচার আর কোথায় ধান-
গম!!ঠিক মেলাতে পারিনা কোনো কিছু।
যাকে যেখানে খুশি ঢুকিয়ে দিচ্ছে;নিয়ম-নীতির
কোনো বালাই নাই!!গাধাকে দিয়ে হাল চাষ
করালে, আর ইঞ্জিনিয়ারকে দিয়ে হার্ট এর
অপারেশান করালে তার
পরিণতি কী হতে পারে— আমাদের
মন্ত্রীরা তার এক একটি জলজ্ব্যান্ত
উদাহরণ!আর একটা বিষয় আমাদের মত
ছোট্ট একটা দেশে এতো বিপুল সংখ্যক
মন্ত্রীরই বা প্রয়োজন কোথায় ?
উচ্চশিক্ষিত এবং অভিজ্ঞ ব্যক্তিদের
দ্বারা কয়েকটি মন্ত্রনালয় একিভূত
করে খুব সহজেই আমরা মন্ত্রী পরিষদ ছোট
করতে পারি।যেহেতু আমাদের দেশের
মন্ত্রীদের
ফিতা কাটা এবং সভা সমিতিতে ভাষণ
দেওয়া ছাড়া কোনো কাজ নেই তাই
মন্ত্রী পরিষদ ছোট করলে দেশেরও কিছু
মুল্যবান অর্থ সাশ্রয় হওয়ার কথা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪০

সত্যের পথে আরিফ বলেছেন: ইসলামী খেলাপত ই পারে শান্তি ব্য়এ আনতে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.