নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার ভাইরাস এর জন্মের ইতিহাস

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:২২

কম্পিউটার ভাইরাস প্রোগ্রাম লেখার
অনেক আগে, ১৯৪৯সালে,কম্পিউটার
বিজ্ঞানী জন ভন নিউম্যান ভাইরাস
নিয়ে প্রথম আলোকপাত করেন।তার স্ব-
পুনরৎপাদিত প্রোগামের
ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের আর্বি।
পুনরুৎপাদনশীলতার জন্য এই ধরনের
কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস
হিসেবে প্রথম সম্বোধন করেন আমেরিকার
বিজ্ঞানী ফ্রেডরিক বি কোহেন।
জীবজগতে ভাইরাস পোষক দেহে নিজেই
পুনুরৎপাদিত ভাইরাস প্রোগোামও নিজের
কপি তৈরী করতে পারে।সত্তর
দশকেই,ইন্টারনেটের আদি অবস্থা।
অপারনেটে ক্রপার ভাইরাস
নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়।
সে সময় রিপার নামে আর
একটি সফটওয়্যার তৈরি করা হয়।
যা ক্রিপার ভাইরাসকে মুছে ফেলতে পারত।
সে সময় যেখানেই ভাইরাসের জন্ম
হত,সেখানেই সেটি সীমাবদ্ধ থাকত।১৯৮২
সালে এলক ক্লোজার নামে ভাইরাসটি তার
জন্মস্থান ছেড়ে বেরিয়ে পড়ে।এর কারণ
হলো তখন অনেকেই ফ্লপি ডিস্কের
মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য
কম্পিউটারে ডেটা বা প্রোগ্রাম
নিয়ে যাওয়া শরম্ন করে।
তবে বিধংসী আচরণ প্রথম প্রকাশিত হয়
ব্রেইন ভাইরাসের মাধ্যমে ১৯৮৬ সালে।
পাকিস্তানি দুই ভাই লাহোরে ভাইরাস
সফটওয়্যারটি তৈরী করেন।এরপর
থেকে প্রতিবছরই সারাবিশ্বে অসংখ্য
ভাইরাসের সৃষ্টি হয়।বিশ্বের ক্ষতিকারক
ভাইরাসের মধ্যে উল্লেখযোগ্য হল:
ব্রেইন,ভিয়েনা,জেরুজালেম,পিংপং,মাইকেল
এন্জেলো,ডার্ক এভেঙ্কার,সি আই
এইচ,,অ্যানাকুর্নিকোভা,কোড রেড
ওর্য়াম।নিমডা,ডাপরোসি,ওর্য়াম ইত্যাদি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

টাবলীগহেপী বলেছেন: আপনার এ লেখাটাকেও কিন্তু ভাইরাস বানিয়ে ফেলানো যায়....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.