নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

আমার ভাবনাগুলি........................কিছু নস্টালজিক ভাবনা

০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

এই মুহুর্তে আমি বসা খুলনা নগরীর শান্তিধাম মোড়ের একটি সাইবার ক্যাফেতে।আমার প্রতিবেশী(একটু দুরের) দুই স্কুল ছাত্রের কথোপকথনঃ
>>আরে তুই অল্প ইকটু খাবি....
>না ভাই,আমার ভালো লাগতিছে না.................
>>তুই না খাইলে বন্ধুদের সামনে তোর প্রেস্টিজ থাকবে...!!!
>না না..............
>>আচ্ছা..যা,তুই এক চুমুক খাবি...............
>ঠিক আছে,তুই যখন এত করে বলছিস..................................
এই হচ্ছে বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল পোলাপাইন।কত ট্যালেন্টেড এক একজন :P ।ছেলেপেলে এখন ওপেনে বিড়ি সিগারেট খায়।মাদক নেওয়া এখন তাদের কাছে আভিজাত্যের প্রতীক।মাঝে মাঝে জুনিয়রদের এইসব কাজ দেখে ফিরে যাই অতীতে,কি ছিলাম,কি হলাম কিংবা বা হবো !আট-দশ বছর আগে আমরা যা করতাম,এখনকার পোলাপাইন তার চেয়েও অনেক ট্যালেন্টেড। আমরা ওপেনে বিড়ি-সিগারেট টানতাম না,মেয়েদের রাস্তায় দাঁড় করে কথা বলতাম না,বড় কারো সাথে মারামারি করতাম না। কিন্তু এখন সেই অবস্থা আর নেই। যুগ পাল্টেছে,পাল্টেছে মানুষের মন-মানসিকতা।অনেক বছর হয়ে গেল S.S.C পাস করেছি,ভালো রেজাল্ট পেয়েছি,কিন্তু হারিয়েছি আমার সেইসব বন্ধুদের। যাদের সাথে আমার গোল্ডেন লাইফ পার করেছি আজ তাদের অনেকেই সংসার ধর্ম পালন করছে কিংবা শুরু করতে যাচ্ছে।পুরনো বন্ধুদের মধ্যে এখনও অটুট বন্ধুত্ব তিকে রয়েছে বাপিনো আর মাসুকের সাথে!!!!একটা সময় ছিলো যখন আমি বা আমার ফ্রেন্ড সার্কেল সারাদিন মেয়েদের পিছে ঘুরেছি। কোনো মেয়েকে ভালো লাগলেই হল,শুধু বললেই হত দোস্ত ঐ মেয়েটাকে আমার ভাল লেগেছে। ব্যাসসস... আমরা সবাই মিলে সেদিনই ঐ মেয়ের বাড়ির দিকে চলে যেতাম সাইকেলে করে, আর সোজা সেই মেয়ের বাড়ির আশে-পাশের দোকানে বসে ধুমছে সিগারেট টানতাম। এমনও দিন গেছে যেদিন একটা মেয়েকে দেখার জন্য সারাদিন বন্ধুদের নিয়ে স্কুলের আশে- পাশে বসে থেকেছি। বন্ধুর হয়ে প্রপোজ করে দিয়েছি.. বন্ধুর প্রেমিকার সাথে অন্য কেউ কথা বললে বা তার পছন্দের মেয়েটি অন্য কারো সাথে প্রেম করলে তাকে থ্রেট করেছি,মাইরও দিয়েছি। আমার ক্ষেত্রেও আমার বন্ধুরা তাই করতো।তবে একটা বিষয়ে থাকতাম................আর সেটি হচ্ছে গুরুজনদের সম্মান প্রদর্শণ।এই একটি ক্ষেত্রে আমাদের কারো কোনো কার্পণ্য ছিল না।এখন আমাদের মাঝে আগের সেই চাঞ্চল্যতা আর নেই। অনেক পুরাতন অভ্যাস ছেড়ে দিয়েছি। এখন আর মেয়েদের পিছনে ফালতু সময় নষ্ট করিনা। সব ছেড়ে দিলেও একটা জিনিস আমি ছাড়তে পারিনি বা সেও আমাকে ছেড়ে দেয়নি,সেটা হল সিগারেট। আমার মত বিষন্ন লোকের এটাই এখন একমাত্র সঙ্গী।খুব মিস করি শৈশবের সেই সোনালী দিনগুলি।খুব মিস্‌ করি খুলনা সার্কিট হাউস মাঠে টুয়েন্টি নাইন খেলা, বন্ধুরা একসাথে বসে সিংগারা খাওয়া, পূর্ণিমার সময় গানের আয়োজন, দল বেঁধে বেড়াতে যাওয়া, গলা ছেড়ে গান গাওয়া, রাস্তায় বসে ফুস্‌কা খাওয়া......................ইস্‌ যতোই ভাবি , ততোই মন ছুটে যায় সেই শৈশবে। আজ শুধু একটা গান খুব বেশি মনে পরছে রবী ঠাকুরের সেই গান..........
' দিন গুলি মোর সোনার খাঁচায় রইলো না, রইলো না
সেই যে আমার নানা রং এর দিন গুলি
কাঁন্না-হাসির বাঁধন, না না সইলো না, সইলো না
সেই যে আমার নানা রং এর দিন গুলি '



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.