নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

নেশার কবলে যুব সমাজ

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১১

আমার নেশা করতে ভাল লাগে, এমনই
বুলি যেন শোনা যায় আজকালের যুব
সমাজের মুখে । তারা নিয়মিত সেবন
করছে নেশা ।
যা হচ্ছে গাজা,হিরোইন,ইয়াবা,মদ,
ফেনসিডিল । এগুলো খেয়ে সবাই যে ধ্বংস
হয়ে যাচ্ছে সেটা যেন তারা ও তাদের
অবিভাবক কিংবা দেশের যারা মাথা তাদের কারো
কোন খেয়াল নেই । স্কুল থেকে শুরু
করে কলেজ,ভাসিটিতেও ছড়িয়ে পড়েছে ।
যার প্রতিফলে দেশে বাড়ছে খুন,গুম,ধর্ষণ ।
ছেলেদের পাশাপাশি মেয়েরাও এই নেশায়
আপলুত ।
দেখা যায় নেশারু ছেলে-মেয়ের হাতে তার মা-
বাবা খুন । নেশার টাকা যোগাড় করার
তাগিদে তারা লিপ্ত হয় যেকোন খারাপ
কাজে । শুরু হয় সিগারেট থেকে শেষ হয়
হিরোইন এ গিয়ে । গাজারুদের মতবাদ এমন
যে
"গাজায় এক টান দিলে ,পৃথিবীর সকল সুখ
মনে হয় হাতের মুঠোয়"
এটা যেকোন বিবেকবান লোক
শুনলে বলবেন এই লোক পাগল । এটাই
নেশারু ,যা নেশার ফল ।
কিন্তু এই সকল বিবেকবান লোক
কখনো কি খবর রাখেন কেন যুব সমাজ
নেশার কবলে পড়ে ,অকালে ঝড়ে পরছে ।
দেশে এত পুলিশ, এত সেনাবাহিনী, আনছার,
RAB । তারপরেও কিভাবে দেশে এত
নেশাজাত মালামাল দেশের
বাইরে থেকে আসছে ।
সাড়া দেশে ছড়িয়ে যাচ্ছে । এর কি কোন
প্রতিকার হবেনা । বর্তমানে দেখা যায়
একটা আলোচিত বিষয় হল "রাজাকারের
বিচার, মানবতাবিরোধী অপরাধীদের বিচার"
কিন্তু দেশ কোথায় গিয়ে দাড়িয়েছে তার
কোন খবর কি কেও রাখেন । একটি দেশের
উন্নতি দেশের যুব সমাজের উপর নির্ভর
করে । আমাদের যুব সমাজ কি অবস্থায়
তা দেখা যায় প্রতিদিনের খবরের কাগজে ।
আমাদের দেশের সরকার ,সরকার বাহিনী,
দেশের সচেতন মানুষ আপনাদের কাছে আমার
মত জন সাধারণ মানুষের অনুরোধ "আপনার
দেশের যুব সমাজকে নেশার হাত
থেকে বাচানোর তাগিদে এক সাথে কাজ
করুন"।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:২৪

খেলাঘর বলেছেন:

পিটায়ে পিঠের ছামড়া তোলার দরকার, তখন নেশা কেটে যাবে। ডেখা যাক, কতদিন বদিদের জন্য তোরণ তোলা হয়।

২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩

কলমের কালি শেষ বলেছেন: চরম হতাশাজনক । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.