নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

একজন গোলাম মওলা রনিঃ তারুণ্য বা রাজনীতির বেহাল দশা

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

এই লেখাংশটা দেখুনঃ ২০ মে ২০১৪ তে লেখা
“সাঈদী সাহেব সম্পর্কে বলতে গেলে শুধু
এইটুকু বলেই শুরু করা যায়। তিনি মহান
আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি। ইসলামের ১৪
শ’ বছরের ইতিহাসে আমি এমন
কোনো মুফাসসির কিংবা মুহাদ্দিসের নাম
শুনিনি যার বক্তব্য শোনার জন্য লাখ লাখ
মানুষ একটি মাহফিলে হাজির হয়ে অসাধারণ
নীরবতা নিয়ে কয়েক ঘণ্টা ধরে কুরআন ও
হাদিসের মর্মবাণী শুনেছেন। একবিংশ
শতাব্দীর অস্থির সমাজে কোনো একক
ভাষাভাষী জাতিগোষ্ঠীর এমন
কোনো ধর্মীয় নেতা নেই যার বক্তব্য
জনাব সাঈদী সাহেবের চেয়ে বেশিসংখ্যক
মানুষ শোনে এবং অনুসরণ করে।
- গোলাম মওলা রনি (সাঈদীর ইমতিহান,
ইনসানিয়াত ও রিজ্জা প্রসঙ্গ!)
এবার এই লেখাংশটা দেখুনঃ ০৯ আগস্ট,
২০১৪ তে লেখা
“অথচ শরীরে কোনো যৌন উত্তাপ
লক্ষ্য করা যাচ্ছে না। মধ্য প্রদেশের সব
কিছু শান্ত শিষ্ট এবং শীতল বলেই
মনে হচ্ছে। সম্রাট বললেন, প্রিয়তমা! কষ্ট
নিও না। আজ আমার মনে খুশির ঢেউ উথাল-
পাতাল করছে। মণ চাইছে তোমার ওপর
শুয়ে থাকি অনেকক্ষণ
এবং সর্বশক্তি দিয়ে তোমার ঠোঁট,
মুখমণ্ডল এবং চোখের ওপর ভালোবাসার
ফুল চন্দন অাঁকতে থাকি।
- গোলাম মওলা রনি (মোগল হেরেমের
দুনিয়া কাঁপানো প্রেম - ৩৩তম পর্ব)
অর্থাৎ রনি জামাতের ঈমান ও আকিদার
প্রেমে সহযে হাবুডুবু খাবার মোট লোক নন।
সে কম বয়স্ক পলিটিশিয়ান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি।
লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি।
সাংবাদিকতা। মাল্টিন্যাশনাল
কোম্পানিতে চাকরী। অতঃপর
ব্যাবসা এবং সবশেষে রাজনীতিতে যোগদান।
সে নির্লজ্বভাবে ভাবে জামাত ইসলামের
গণহত্যার অভিযোগে অভিযুক্ত নেতাদের
গুণকীর্তণ করতেছেন। উনি জামাত
ইসলামের রাজনীতি সংশ্লিষ্ট
হলে সমস্যা ছিল না। একজন তরুণ,
সুশিক্ষিত, প্রযুক্তি এবং সমসাময়িক
আর্থ-সামাজিক ও রাজনৈতিক
জ্ঞানসম্পন্ন মানুষ হয়েও
এবং সেইসাথে জামাত ইসলামের বিস্তৃতিগত
ও নৈতিক সীমাবদ্ধতা ও বর্তমান
দুরাবস্থা সম্বন্ধে জ্ঞাত হয়েও
তিনি এইসব করে যাচ্ছেন। জামাত ইসলামের
পরবর্তি প্রজন্ম কি গোলাম
মওলা রনিকে একজন মহান রাজনীতিক ও
প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে অমরত্ব
দিতে পারবে ???????
এক কোথায় রনি রাজনীতিক হিসেবে আন-
প্রফেশনাল। কাদের সিদ্দিকের
ব্যাপারটা মেনে নেয়া যায়। কাদের
বুড়া হয়ে গেছে। ভবিষ্যৎ অন্ধকার।
আওয়ামীলীগ তার পায়ের তলায়
মাটি যোগাতে নারাজ। কিন্তু রনি !!!
রনি তো তরুণ। এই হাল তারুণ্যের !!!!
এই রাষ্ট্রে রাজনীতিক তৈরি হবার সকল
পথ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। প্রফেশনাল
তরুণ তুখোড় রাজনীতিক তৈরির সকল পথ
পরিবারতন্ত্রের অশুভ চক্রে পরে বন্ধ
হয়ে গেছে। ব্যাপারটা এমন যে কাদের
মোল্লার ফাঁসি দেয়ার চেয়েও কঠিন
কাজটি হল ছাত্র সংসদ গুলোর নির্বাচন
দেয়া। গত ২৫ বছর ধরে ডাকসু'র নির্বাচন
হয় না! কি অদ্ভুদ ব্যাপার!! ... গোলাম
মওলা রনি আদতে একজন পার্ট টাইম
রাজনীতিক। এখন আবার তিনি পার্টটাইম
বুদ্ধিজীবী ও টকশোজীবী হিসেবে কাজ
করছেন। তিনি টকশো করেন, ব্যবসা করেন
আবার রাজনীতিও করেন। আমি আদর্শ
বা চেতনা এইসব বায়বীয় বিষয়
নিয়ে কথা বলছি না, বলিও না সাধারণত।
আমি বলছি একজন রাজনীতিক হিসেবে তার
পেশাদারিত্ব সম্পর্কে, ডেভোশন
সম্পর্কে। তার এই
লেখাগুলো পড়লে সহজেই বোঝা যায়
এইগুলা এসাইনমেন্ট হিসেবে লেখা, এর
পেছনে তার উপরি পাওনা থাকার কথা। এই
হল অবস্থা। একজন ব্যবসায়ী সব
ব্যবসায়িক দৃষ্টিতেই দেখবে এটাই
স্বাভাবিক।
গত দশম জাতীয় সংসদে ৩০০ এমপির
মধ্যে ১৭৭ জনই মানে ৫৯% হল ব্যবসায়ী।
কোন দেশে যাবেন? রাজনীতি আর ব্যাবসার
মধ্যে সীমারেখা থাকছে না,
রাজনীতি হয়ে পড়ছে ব্যবসা আর
ব্যবসা হয়ে পড়ছে রাজনীতি। যদিও
শুরুতে অর্থশাস্ত্রের নাম ছিল পলিট্যিকাল
ইকোনমি। কিন্তু সেটা ভিন্নার্থক।
রাজনীতি থেকে ধর্ম সরাতে এত কাপঝাপ,
এখন রাজনীতি থেকে ব্যবসা সরাবে কোন
পীর জানেন কি ???
কৃতজ্ঞতাঃ সোয়াদ আহমেদ
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

এরশাদ বাদশা বলেছেন: সে একটা পাঁড় ভন্ড ছাড়া আর কিছুই নয়।

০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

রুমি৯৯ বলেছেন: সহমত

২| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

লাজুক ছেলে...... বলেছেন: হুমম......... আজও দেখলাম ফেবু তে তার এর জেল অল্প কয়দিনের জেল জীবনে মির কাসেম এর সাথে থাকার অভিজ্ঞতার কথা বলছেন। তার বর্ণনা পড়লে মনে হবে মির কাসেম এর মত ভাল মানুষ আর হয় না। উনি কি মির কাসেমের ইতিহাস জানেন না ? বাঘ রে খাঁচায় আটকিয়ে প্যাদালে সেও ভ্যাড়া হয়ে যাবে... এম পি সাহেব এদের সাময়িক ভাল আচরন এ(জেলখানার) টাকে এত গুরুত্ত সহকারে কেন লিখে ফেবু তে প্রচার করছেন বুঝতে পারছি না।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

রুমি৯৯ বলেছেন: আমার তাদের জেল জীবনের শান শওকত এর বিবরণী পড়ে মনে হয় আমি কেন তাদের সাথে জেলে ছিলাম না

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

ডার্ক ম্যান বলেছেন: সে দিন দিন প্রমাণ করছে, সে একজন চুতিয়া।

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭

রুমি৯৯ বলেছেন: ভালোই বলেছেন ! হা হা হা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.