নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

নেতাদের কথা...

১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

কথায় আছে তেঁতুল গাছে যত পাতা,পাড়ায়
পাড়ায় তত নেতা।
আমাদের পাড়ায়,মহল্লায়,সমাজে ও
দেশে নেতার অভাব নাই।
ডানে নেতা বামে নেতে উপরে নেতা নিচে নেতা।
এখন সমস্যা একটাই,যত নেতা তত পদ নাই।
এই জন্য নেতার মৃত্যু বার্ষিকি অনুষ্ঠান
হোক অথবা কাঙ্গালী ভোজ হোক এই সব
সেন্সটিব জায়্গায় দোয়া করার বদলে চেয়ার
ছোড়াছুড়ি আর জুতা মারামারি দেখা যায়
একই দলের লোকজনের কাছ থেকে। এ
তো সামান্য ব্যাপার,নিজ দলের
লোককে খুন করার ঘটনাও দেখতে পাই।
এ নিয়ে উপর মহলে হিমসিম খেতে হয়। যত
নেতা তত পদ তো নাই।
কাকে কিভাবে ঠান্ডা করতে হয়
তা নিয়ে চিন্তা করতে করতে জনগনের
কথা চিন্তা করার সময় থাকেনা দলের
প্রধানদের।
এখন সমস্যা যেহেতু আছে সেহেতু সমাধানও
কিছু আছে।
এখন আমাদের দেশের দলীয়
নীতিনির্ধারকগন সমস্যার সমাধানের জন্য
মুল দলের বাহিরে কিছু শাখা উপশাখা খুলে নিতে পারেন।
যেমন মন্টু মিয়া ভীষন বেজার তাই
ওকে সেচ্চাসেবক লীগের
সভাপতি বানাইয়া দাও। আক্কাস
মিয়া ছাত্রদলের
সভাপতি না হইতে পারিয়া তিনি বিদ্রোহ শুরু
করিয়া দিলেন। ওকে তাকে যুব দলের
সভাপতি বানাইয়া দাও।
হাবলু মিয়াকে কৃষকলীগের
সভাপতি বানাইয়া ঠান্ডা কর। মোতালেব
মিয়াকে নিয়ে পারা গেল না,আচ্ছা তাকে হকার
লীগের সেক্রেটারি বানাইয়া দাও।
বদির ভাইকে তাঁতী দলের
সভাপতি বানাইয়া দাও।
-তাঁতী দলের সভাপতি?
- হুম
- স্যার… বদির ভাই নিজে তো দুরের
কথা তার ১৪ গুষ্টিতে কেউ তাঁতী নাই।
- তুমি বেশি বুঝো,বদি ভাইর তাঁতের দরকার
নাই,পদের দরকার।
একবার ঢাকার সদর ঘাটে পদ নিয়া দুই
পক্ষে ভীষন মারামারি। কে শোনে কার
কথা,পদ না দিলে দল থেকে পদত্যাগের
হুমকি।
নেত্রী ভীষন চিন্তায়
পড়লেন,অবশেষে তিনি নিজে সদর
ঘাটে গিয়ে নতুন দল খুললেন। নাম দিয়েছেন
মাঝি লীগ।
একজনকে সভাপতি আরেকজনকে সেক্রেটারি বানাইয়া সেই
বারের মত রক্ষা।
সামনে তো আরো সমস্যা দেখা যাবে,দিন দিন
যে হারে নেতা বাড়ছে কিন্তু পদ
তো বাড়ছে না।
সামনে হয়তো দেখব কুলি লীগ
কুলি দল,পিকেটার লীগ পিকেটার দল,ব্লগার
দল ব্লগার লীগ,ফেসবুক লীগ ফেসবুক দল।
তাতে ফেসবুকে আইডি থাকুক আর নাই
থাকুক। পদ তো আগে চাই,তাই না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.