নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

চেলসি ফুটবল ক্লাব.................................

২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

চেলসি ফুটবল ক্লাব (দ্য ব্লুজ অথবা পূর্বে দ্য পেনশনার্স নামেও পরিচিত) একটি ইংরেজ পেশাদার ফুটবল দল যা লন্ডনে অবস্থিত। ১৯০৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্লাবটি এ পর্যন্ত বেশিরভাগ সময়ে ইংল্যান্ডের ফুটবলে শীর্ষ দশে অবস্থান করেছে। তারা দুটি সময়ে সফলতা পেয়েছে, একটি হচ্ছে ১৯৬০ দশকের শেষভাগ ও ১৯৭০ দশকের শুরুতে এবং ১৯৯০ দশকের শেষভাগ থেকে বর্তমান পর্যন্ত। চেলসি চারটি লীগ শিরোপা, সাতটি এফ.এ. কাপ শিরোপা, চারটি লীগ কাপ, দুটি উয়েফা কাপ উইনার্স কাপ, একটি উয়েফা সুপার কাপ , একটি উয়েফা ইউরোপা কাপ , একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। চেলসি হলো ইতিহাসের প্রথম ক্লাব যারা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জেতার পরের বছরই উয়েফা ইউরোপা কাপ জিতেছে।

চেলসির ৪২,০৫৫ দর্শক ধারণক্ষমতার নিজস্ব মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ পশ্চিম লন্ডনের ফুলহ্যাম এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা এখানে খেলে আসছে। ২০০৩ সালে ক্লাবটি কিনে নেন রাশিয়ান তেল ব্যবসায়ী রোমান আব্রামোভিচ।

ক্লাবের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে নীল রংএর জামা ও শর্টস এবং সাদা মোজা। দলের প্রতীক হচ্ছে একটি সিংহ। ২০০৫ সালে প্রতীকটি পরিবর্ধিত করা হয়। চেলসি যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় দল। তাদের সমর্থক সংখ্যা আনুমানিক চার মিলিয়ন।এছাড়া জনপ্রিয় সংস্কৃতিতেও ক্লাবের ভূমিকা রয়েছে। বিভিন্ন চলচ্চিত্র ও গানে চেলসি অংশ নিয়েছে।
একনজরে চেলসি এফসিঃ
পূর্ণ নামঃ চেলসি ফুটবল ক্লাব
ডাকনামঃ দ্যা পেনশনার্স (১৯৫২ পর্যন্ত)
দ্যা ব্লুজ (বর্তমান)
প্রতিষ্ঠাঃ ১০ মার্চ ১৯০৫
মাঠঃ Stamford Bridge,Fulham, London(ধারণক্ষমতা: 41,837)
মালিকঃ Roman Abramovich
চেয়ারম্যানঃ Bruce Buck
ম্যানেজারঃ Jose Mourinho
লীগঃ Premier League(2012–13 Premier League, 3rd)
ওয়েবসাইটঃ http://www.chelseafc.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

রুমি৯৯ বলেছেন: Thanx

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.