নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

KEEP CALM AND STAY WITH BANGLADESH

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১০

"Keep calm and stay with Bangladesh"

ক্রিকেট খেলায় অস্ট্রেলীয় নীতি বিশেষত স্টিভ ওয়াহ নীতি কিংবা ফুটবল খেলায় চেলসি কোচ হোসে মরিনহোর নীতি আমার খুব পছন্দ।এটাকে নীতি না বলে কৌশল বলাই ভালো।কৌশলটা হল 'Attack.Attack in the very very first ball......... ।অর্থাৎ শুধু মাঠে খেললেই হবেনা,মাঠের বাইরেও খেলতে হবে এবং জিততে হবে প্রতিটি সেক্টরে।খেলা শুরুর আগে কথার বাক্যবানে প্রতিপক্ষকে ভড়কে দিতে হবে।যদিও এ কাজগুলো দল এবং মিডিয়ার...............।ইতিমধ্যেই ইন্ডিয়ান গণমাধ্যম মুন্সিয়ানার মাধ্যমে তাদের কাজ শুরু করেছে এবং মোটামুটি সফল বলা যায়।মূল থিয়রীটা হচ্ছে খেলার আগেই প্রতিপক্ষকে উত্তেজিত করে তোলা।কারণ এতে ভুল করার সম্ভাবনা বেড়ে যায়।এবং আমরা ভুল করা শুরুও করেছি।যেমন টাইমলাইনে দেখছি গালাগালির বহর।আমার টাইমলাইনে আমি যতই কুৎসিত ভাষা প্রয়োগ করিনা কেন এতে তাদের কিছুই হবেনা।কারণ তারাতো এটাই চাচ্ছে...।আমাদের সুস্থ প্রতিবাদের ভাষা শিখতে হবে। আমরা খেলোয়ারদের দ্বারা মাঠে খেলে জয় আশা করতেই পারি, কিন্তু কেউ কেউ বাংলাদেশ টিম দিয়ে যুদ্ধজয় করতে চায়, এটা বালখিল্যতা কিংবা অপরিপক্কতা। আমাদের এই মৌসুমি দেশপ্রেম পরিহার করতে হবে।আমাদের বেসামাল আবেগী ব্লগ ও স্ট্যাটাস নিয়ে ভাবতে হবে।কারণ আবেগ দিয়ে ম্যাচ জেতা যায় না।তাই আবেগ সামলে গঠণমূলক প্রতিবাদ এবং বুদ্ধিমত্তার সাথে পাল্টা আক্রমণ করতে হবে।
সার কথা, আমাদের ভারতপ্রেম থেকে বেড়িয়ে আত্মমর্যাদাবোধে দীক্ষিত হতে হবে আর প্রতিবাদের সুস্থ ভাষা শিখতে হবে।
প্রসংগত যুদ্ধ,খেলা কিংবা প্রেমে কখনো আবেগ দিয়ে জেতা যায়না।পাওয়া যায় শুধুই সস্তা বাহবা।জিততে হলে চাই শান্ত,ধীর এবং সুস্থ মস্তিস্ক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০

চাঁদগাজী বলেছেন:



"জিততে হলে চাই শান্ত,ধীর এবং সুস্থ মস্তিস্ক। "

-আসল উপদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.