নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের ১ম দিনের ম্যাচ রিভিউ

২১ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৬

চমৎকার বিকেল প্রতিটা বাংলাদেশীদের জন্য। খেলা গোছানো হয়েছে। আমরা ওদের পুরো
দিন খেলতে দেইনি।শুরুটা মাহমুদুল্লাহ কে দিয়ে আর শেষটা মুস্তাফিজুর ভালো বল করেছে প্রত্যেকেই।সাকিব, মাহমুদুল্লাহ আসলেই ভাল বল করেছে।শহিদ এর কথা না বললেই নয়। অনেক ভালো স্পটে বল করেছে, ব্যাটসম্যানকে বিট করেছে অনেকবার। কপাল খারাপ থাকলে যা হয় আরকি, উইকেট পায়নি আজ। ক্যাচ মিস হয়েছে ২-৩ টা। এটা চিন্তার কথা। তবে অলআআউট হওয়াতে এতটা চিন্তা মাথাচাড়া দিয়ে ওঠেনি। ইমরুল কায়েসের শেষ ক্যাচটা ধরা উচিত ছিল।ব্যাড লাক। ব্যাটিং করে পুষিয়ে দিবে আশা করি।জুবায়ের এর কথায় আসি। অনেকেই গালি দিচ্ছে তাকে। প্রথমেই বলি বয়স কম।তার উপর লেগ স্পিনার। লেগ স্পিনার সারা পৃথিবীতে বিরল প্রজাতির এমনিতেই। আমরা তাকে পেয়েছি। এটা আমাদের জন্য একটা এসেট! লেগ স্পিন বল করাটা প্রচুর কঠিন।কব্জির বিপরীতে বল করতে হয় তাই ইকোনমি ধরে বল করা বেশ কঠিন। তারপরও যথেষ্ট কম রান খেয়েছে।লেগ স্পিনার মানেই ক্যাপ্টেন এর ভরসা।দলের প্রয়োজনে বাড়তি কিছু রান দিয়ে হলেও উইকেট নিতে পারে। তাই তাকে আরো
বেশি সহযোগিতা করা উচিত আমাদের।তুলনার দরকার নেই অন্য কারো সাথে।
ওকে আমরা শেন ওয়ার্ন বানাবো না।জুবায়েরই বানাবো। যাতে একদিন অন্যরা
বলে ছেলেটা জুবায়ের এর মত বল করে।আসি মুস্তাফিজুর এর ব্যাপারে। ওকে নিয়ে
বলার কিছু নাই। আগেই সব বিশেষন দেয়া শেষ :-) !
নতুন ভাষা লাগবে।জাস্ট বলবো কিপ ইউর এনার্জি গো অন এন্ড ডেস্ট্রয় দেম :-) !!
সবশেষে শুভকামনা বাংলাদেশ এর জন্য! এগিয়ে যাও।পাশে ছিলাম, আছি, থাকবো!
আরেকটা কথা। আমরা সাউথ আফ্রিকার সামর্থ্য জানি। ছোট করে দেখার অবকাশ
নেই। ছোট ছোট ভুল থেকেই মারাত্মক ক্ষতি হতে পাতে। তাই ভুলগুলো করা চলবে
না।পরিশেষে ছোট্ট একটা মজা,স্টেইন আউট শেষে যা বললেন,"আমি বল নষ্ট করতে চাইনি। তাই চলে এসেছি ঐ ২২ গজ ক্রিজের মায়া ছেড়ে! " :-D

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৮

সেয়ানা বলেছেন: আউট শেষে যা বললেন,"আমি বল নষ্ট করতে চাইনি। তাই চলে এসেছি ঐ ২২ গজ ক্রিজের মায়া ছেড়ে! " :-D

২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:২৬

চাঁদগাজী বলেছেন:


ক্রিকেট কেন যে ভালো লাগলো না জীবনে, কে জানে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.