নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

একটি ক্রিকেটীয় উপাখ্যান

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০২

আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষে...
ধর্মসেনাঃ বস একটা জিনিস খেয়াল করছেন,আজকার ম্যাচে অশ্বিনের বল কেমন জানি ছুইড়া ছুইড়া মনে হইতেছিল৷
ইলিংওয়ার্থঃ আবে হালারপুত,তুই কি এইডা আজকা দ্যাকছস!আমিতো হেই কবে দিয়া দ্যাকতাছি৷ হালায় বহুত ছেয়ানা মাল৷ দ্যাহস না ক্যামনে ম্যাগি নুডুলস এর মত প্যাচাইয়া বল করে...৷
ধর্মঃ লন বস এক কাম করি,মাদুগালে ভাইর কাছে যাই...৷
ইলিঃ ল যাই৷ হেয় তো আবার তগো দেশী মানুষ৷ হেয় কি কয় হুইন্যা আহি...৷
অতঃপর...
মাদুগালঃ হায় চ্যাম্পস কি মনে কইরা...৷
: ওস্তাদ একখান কতা আছিল...৷
মাদুঃ কয়া ফালা...৷
: কইছিলাম কি,ঐ অশ্বিনের কতা৷পোলাডার বোলিং একশনডা কেমন জানি...৷
মাদুঃ দ্যাখ তরা যে কি কইবার চাইতাছস তা আমি বুঝিনা মনে করস৷ সবই বুঝি মাগার কিছুই করার নাইক্কা৷ যদি ভালোই ভালোই এলিট প্যানেলে থাকতে চাও তাইলে চাইপ্যা যাও৷ দেহস না তগো চাইয়া ভালো হইয়াও বাংলাদেশের এনামুল এহনো এলিট প্যানেলে ঢুকতে পারে নাই৷ আর সেনা,তরে কই, তুইতো সবই জানোস, এই ইন্ডিয়া আছে বইলা কিছু কইরা খাইতে পারতাছো৷ দেহস না ইন্ডিয়া আছে বইলা আমগো দ্যাশের এপোলো হাসপাতাল ক্যামনে কোপাইয়া ব্যবসা করতাছে৷ চাইপ্যা যাও৷ আরে পাগলা নিজের ভালো পাগলেও বোঝে৷৷

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

নুর আমিন লেবু বলেছেন: মজা পেলুম :)

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রুমি৯৯ বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

বিজন রয় বলেছেন: হা হা হা

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

রুমি৯৯ বলেছেন: ধন্যবাদ ভাই :) :) :)

৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

ফজলুভাই বলেছেন: ভাল লাগলো!!
সত্য কথা প্রতিটা :(
আশ্বিন তো আজকে থেকে চাকিং করে না, সেই শুরু থেকে। কিন্তু দেখার কেউ নাই!!

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

রুমি৯৯ বলেছেন: কে দেখবে?????কার ঘাড়ে কয়টা মাথা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.