নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

আমরাও জিততে পারতাম....

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

গতকাল রাতে আমরা অস্ট্রেলিয়ার সাথে
জিততেও পারতাম৷ এখানে কাপুরুষের মত
ভাগ্যের দোষ না দিয়ে নিজেদর দোষ
খোঁজাই ভালো৷ আমরা সবাই জানি
তাসকিন ইস্যুতে দলের মানসিক ভারসাম্য
বলতে কিছু ছিলনা৷ এখানে আমাদের
কোনো হাত নেই৷ কিন্তু কিছু জায়গায়
আমাদের সামথিং করার ছিল যা আমরা
ঠিক মত করলে রেজাল্ট আমাদের দিকেই
আসতে পারত৷ গতকাল আমাদের গ্রাউন্ড
কিংবা এরিয়াল ফিল্ডিং ছিল এককথায়
জঘন্য৷ বোলিং ভালোই ছিল, তানাহলে
অস্ট্রেলিয়ার ৭টা ফেললাম কি করে৷
ব্যাটিং আরো ভালো হতে পারত কিন্তু
হয়নি৷ যার দায় কিন্তু সম্পূর্ণ টিম
ম্যানেজমেন্টের৷ গতকাল ওপেন করেছে
মিথুন৷ খুব একটা খারাপ করেনি, কিন্তু
বেচারা এখনও জানতে পারল না ব্যাটিংএ
ওর জায়গা আসলে কোথায়! এদিকে
শাকলাইন সজিব আর শুভাগত হোম যখন
রিপ্লেসমেন্ট হিসাবে গেলেন তখন
এয়ারপোর্টে গিয়ে দেখে তাদের আনতে
কেউ যায়নি৷ অতঃপর তারা সেখান থেকে
সরাসরি প্রাকটিস গ্রাউন্ডে৷ এভাবে
আসলে হয়না৷ ওদিকে নাসিরের স্পিন
দলের জন্য ভাল ভূমিকা রাখতে পারত৷
আবেগের ঠেলায় আমরা আইসিসি কিংবা
তিন মোড়লের দোষ না খুঁজে গতকাল
যদি আমরা এই ত্রুটিগুলো না করতাম,
তাহলে আমরাই ম্যাচটা জিততাম৷ অন্তত
খেলার গতি-প্রকৃতিতো তাই বলছে৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

বিজন রয় বলেছেন: একথা আমি আগেও বলেছি।

২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:০১

রুমি৯৯ বলেছেন: thanx a lot

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.