নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

গতরাতের ব্যবচ্ছেদ

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

গতকাল রাতে নার্ভের ওপর দিয়ে বেশ ভালোই একটা ঝড় বয়ে গেল৷ ম্যাচ জয়ের মানসিক প্রস্তুতি যখন সম্পন্ন তখনই চুড়ান্ত আঘাত পেলাম৷ ফলাফলঃ সারারাত একটা বাজে ঘুমের মুখোমুখি হওয়া৷ গতকালের খেলায় আমরা কেন হারলাম,কি করলে কি হতে পারত,কার দোষ এখন খোঁজা অবান্তর৷ তবে কিছু কিছু জিনিস আমাকে বেশ অবাক করেছে৷ যেমন গোটা ম্যাচে ভারতীয় দলের আপিলের ধরণ,বুমরাহর বোলিং ফলোথ্রুতে ইচ্ছাকৃতভাবে উইকেটে ফাটল ধরানোর প্রচেষ্টা (যাতে তাদের স্পিনাররা ভালো সুবিধা পায় এবং পেয়েওছিল),উইকেট পতন পরবর্তি সেলিব্রেশান ইত্যাদি ইত্যাদি৷ খেলা শেষেতো মনে হলো তারা পুঁচকে বাংলাদেশ নয়,মাইটি অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল৷ তবে আমাদের সামগ্রিক পারফর্মেন্স প্রমাণ করে যে এই টিটোয়েন্টি ওয়ার্ল্ডকাপে আমাদের যেসব ঘটনা মোকাবেলা করতে হয়েছে এবং তাতে আমাদের খেলোয়াড়দের ওপর দিয়ে যে মানসিক ঝড় বয়ে গিয়েছিল,তাতে আমি শিওর ঐ ঘটনাগুলো না ঘটলে আমরা মিনিমাম সেমিফাইনালিস্ট থাকতাম৷ তবে এই ক্লোজ ম্যাচের রানরেটের জন্য ভারতের বেশ চড়া মূল্য দিতে হতে পারে৷ ভালো লাগছে এই ভেবে যে আমরা ধীরে ধীরে বড় দল হয়ে উঠছি৷ আর রয়ে যাচ্ছে গতরাতের ম্যাচের জন্য একরাশ হতাশা৷

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৬

মোস্তফা সোহেল বলেছেন: কি আর করা জয় মনে হয় আমাদের ভাগ্যে ছিল না

২| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

এম. সোলায়মান বলেছেন: ঠিক

৩| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০২

রুমি৯৯ বলেছেন: কিছুই হয়নি, জাস্ট ইন্ডিয়ার বুকে পারা
দিয়ে ধরেছিলাম। মরার আগে ছেড়ে দিছি,
ভবিষ্যৎ এ মেরে ফেলব....

৪| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

রুমি৯৯ বলেছেন: ধন্যবাদ

৫| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৩

রুমি৯৯ বলেছেন: আসলেই

৬| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪২

সোজোন বাদিয়া বলেছেন: ভাই খেলাকে খেলা হিসেবেই নেন, বেশি সিরিয়াস হওনের দরকার নাই। তারা যে এতটা খেলেছে সেজন্যই আমি খুশি ভাই। মনে কিছু কইরেন না।

৭| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

রুমি৯৯ বলেছেন: না ভাই মনে কিছু করিনি৷ শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.