নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

গতকাল আমার খেলা দেখা...

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৭/২৷ সেই মুহুর্তে আমি কখনোই ভাবিনি যে এই ম্যাচে ভারত হারতে যাচ্ছে৷ খেলা দেখা আমি বাদ দিয়েছিলাম তখন৷ বসলাম মোবাইল গেমস নিয়ে৷ এদিকে বউএর প্যানপ্যানানি তাড়াতাড়ি রাতের খাবার শেষ করার জন্য৷ কি আর করা! রাতের খাবার শেষ করে উদ্দেশ্যহীনভাবে আবার গেলাম টিভির সামনে কিন্তু হাতে সেই মোবাইল এবং সমস্ত মনোযোগ গেমসে৷ হঠাৎ কমেনটেটরের চিল্লাচিল্লিতে মনোযোগে ব্যাঘাত৷ কি ব্যাপার? ব্যাপার তেমন কিছুই না৷ বুমরাহর একটি স্লোয়ার ডেলিভারিতে লেন্ডন সিমন্স ক্যাচ দিলেন বাউন্ডারী লাইনে৷ রিপ্লে দেখে মনে হলো যাদেজা নিজেই ভালো করেই জানতেন যে ক্যাচটা ফেয়ার হয়নি৷ গতকাল অবশ্য মনে করেছিলাম ক্যাচটা ধরেছিলেন কোহলি৷ এই অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখিত৷ এই ক্যামেরার যুগে এরকম অসততা পাকিস্তানি বাদে সচারচর কাউকে নিতে দেখা যায়নি৷ তারপর মনোযোগ দিলাম খেলায়৷ এবং ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচটা জিতিয়ে দিয়ে আসলাম৷ ইচ্ছে ছিল ইন্ডিয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়া৷ কিন্তু তা আর সম্ভব হয়নি৷ কেননা তারাতো নিজেদের দেশেই খেলছিল৷

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৬

বিজন রয় বলেছেন: ইচ্ছে ছিল ইন্ডিয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়া৷ কিন্তু তা আর সম্ভব হয়নি৷ কেননা তারাতো নিজেদের দেশেই খেলছিল৷

হা হা হা

২| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪১

রুমি৯৯ বলেছেন: :)

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনার নজর লেগেছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.