নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

মা এবং ভালোবাসা

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২২

মোড়ে দাঁড়িয়ে ছিলাম| একটি বাচ্চা ছেলের(আনুমানিক ৪ বছর) কথায় তার দিকে নজর না দিয়ে পারলাম না| নিম্মবিত্ত পরিবারে সন্তান| ছেলেটি বলছিল...
: একটা আসক্রিম দ্যান তো| ঐ লাল আসক্রিম|
দোকানি তাকে একটি আইসক্রিম দিল| এবং একটু পরেই শিশুটির মা আসলো| শিশুটি তার মাকে বলছে...
: মা, তুমিও একটা আসক্রিম খাও|
শিশুটির মা উত্তরে বলছিল, ট্যাকা কে দিব, তর বাপে(হাসতে হাসতে)? শিশুটিও হাসতে হাসতে বললো...
:তুমি দিবা...|
তারপর তারা দুইজন এবং আমি আর দোকানি হাসতে লাগলাম| বেশ প্রাণ ভরে হাসলাম| মনটা ভাল হয়েগেল|
মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে তাতে অনেক কিছু শেখার আছে| হয়ত অনেকের কাছে এ ঘটনার কোন মূল্য নেই| কিন্তু এই গ্র্রীষ্মের প্রচন্ড দাবদাহে মনটা ভাল করে দেয়ার জন্য তারা একটা থ্যাংকস পেতেই পারে|
কি বলেন আপনারা?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩০

তোপশে বলেছেন: জীবন মানেই সহজ সরল ভালবাসা।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৭

রিপি বলেছেন:
মাঝে মাঝে এই ছোট ছোট ভালোবাসা গুলো জীবন কে আরো সুন্দর করে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.