নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুমি৯৯

আমি রুমি

রুমি৯৯ › বিস্তারিত পোস্টঃ

মেয়র নির্বাচন ও খুলনা।

১৫ ই মে, ২০১৮ রাত ১১:০৫

আজ আমাদের খুলনায় হয়ে গেলো বহুল আলোচিত মেয়র নির্বাচন যেখানে সরকার দলীয় প্রার্থী বেশ ভালো ব্যাবধানে জয়লাভ করেছেন। যদিও প্রচারণা শুরুর আগে আওয়ামীলীগের নিজস্ব জরিপ বলছিলো তারাপথ জেতার মত পজিশনে নেই। তারপর শুরু হলো প্রচারণারর ঝড়। আমার বেশ কিছু ঠিকাদার বন্ধুরা যখন ভোট চাইতে আসলো তখন জানতে পারলাম তালুকদার আব্দুল খালেককে জিতিয়ে আনতে না পারলে তাদের বিল বন্ধ হয়ে যাবে। তাই তারা ভোট চাইতে এসেছে। এরপর আসলো খুলনা মেডিকেল কলেজের ইন্টার্নী ডাক্তাররা। এভাবে একে একে গোপালগন্জ সমিতি, রাজশাহীর সাবেক মেয়র, তেরখাদা সমিতি, মুক্তিযোদ্ধা সমিতি ইত্যাদি ইত্যাদি আসতে লাগলো। দৈনিক পাঁচ থেকে সাতটা গ্রুপ আসতে লাগলো ভোটের জন্য। একসময় প্রচারণা শেষ, ভোটের আগের দিন শুরু হলো টাকার খেলা। এতদিন শুধু শুনেছি ভোটের আগেরদিন টাকা ছড়ানো হয়, এবার নিজ চোখে দেখলাম। আমি নিজেও অফার পেয়েছিলাম।
এত কিছুর পরও আওয়ামীলীগ জয়ের ব্যাপারে নিশ্চিন্ত ছিলো বলে মনে হয় না। তাই আসল খেলা শুরু হলো আজ সকালে। প্রশাসন থেকে টিপস দেয়া হলো ১ ঘন্টার জন্য ফ্রী স্টাইলে সিল মারার সুযোগ দেয়া হবে প্রতিটি কেন্দ্রে। হলোও তাই।
আসলে আওয়ামীলীগ পরাজয় হলে আমি অবাক হতাম। কারণ যেভাবে ক্ষমতার ব্যবহার, অপজিশনকে প্রশাসন দিয়ে দৌড়ের ওপর রাখা, ফ্রী স্টাইলে টাকা বিলানো, কেন্দ্রে কেন্দ্রে ১ ঘন্টার ফ্রী স্টাইল সিল মারার সুযোগ পেয়েও না জিততে পারা আসলেই একটি ব্যর্থতা। ফ্রী স্টাইলে সিল মারার ঘটনাগুলো ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন।
যাই হোক ভালোই ভালোই ভোট শেষ হয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ ☺☺।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:১৯

এম ডি মুসা বলেছেন:

২| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৩৬

রুমি৯৯ বলেছেন:

৩| ১৫ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দেশের খবরে হতাশ!! :(

এমন পরিস্থিতি চললে তো, মানুষজন সত্য বলতেও ভয় পাবে।।:(

৪| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকার পাগল হইয়া গেছে...

৫| ১৬ ই মে, ২০১৮ রাত ১২:২৪

এমজেডএফ বলেছেন: আবদুল খালেক না জিতলে ঠিকাদারের বিল পাশ করার ক্ষমতা পাবে বিএনপির নজরুল ইসলাম। পরাজিত আবদুল খালেক বিল বন্ধ করবে কিভাবে? আপনি নিজেও টাকার অফার পেয়েছিলেন, টাকাটা নিতেন এবং একই সাথে ফটো তুলে রাখতেন। সেটি এখানে দিতে পারতেন। এরকম একটা সুযোগ নষ্ট করলেন! সকালে প্রশাসন থেকে টিপস দিল এক ঘন্টার জন্য ফ্রি স্টাইলে ভোট দেওয়ার জন্য। এত গুরুত্বপূর্ণ খবরটি সকালেই প্রকাশ করতেন। খালেক বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এসব সূত্রহীন খবর অনেকটা আষাঢ়ে গল্প। আপনি বৃষ্টি দেখে এখন হয়তো আষাঢ় মাস মনে করেছেন, এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস!

৬| ১৬ ই মে, ২০১৮ রাত ১:০৪

পিকো মাইন্ড বলেছেন: সবাই সবকিছু জানে।

৭| ১৬ ই মে, ২০১৮ রাত ১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: কি বলবো ভাই, ব্লগেও দলকানাদের আনাগোনা। নির্লজ্জের মতো গলাবাজি করে সত্যকে মিথ্যে প্রমাণের যুগ অনেক আগেই ফুরিয়ে গেছে- দলকানাদের এসব মাথায় থাকেনা।

৮| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:১৭

চাঁদগাজী বলেছেন:



বিএনপি'র পক্ষে যে ১ লাখ ১০ হাজার ভোট পড়েছে, ঐগুলো কি আওয়ামী লীগ সীল মেরে দিয়েছে, নাকি মানুষ আসলেই ভোট দিয়েছে?

৯| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কত টাকার অফার পেয়েছিলেন?

১০| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:৩৬

এম এ কাশেম বলেছেন: এই দেশে অনেক জাতের কানা আছে - দল কানা, দেশ কানা, আধা কানা, পুরা কানা, এক চোখ কানা, দুই চোখ কানা - হরেক রকমের কানাআছে। কানাদের আয়না দেখাইয়া লাভ নাই ভাই। কানাদের বুঝাইতে বুঝাইতে আপনি ফানা হইয়া যাইবেন - তবুও কানারা বুঝবে না।
কানাদের বুঝানোর চেয়ে বনে গিয়ে বনের গাধাদের বুঝানো অনেক সহজ।

কথায় আছে না - ঘুমায় যে তারে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমায় যে তারে কি জাগানো যায়?

১১| ১৬ ই মে, ২০১৮ ভোর ৪:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: যারা ভোটাধিকার হরণ করেছে তাদের ও ভোট আছে ??? বিস্ময়কর। এই পরিস্থিতিতে ও ১ লাখের উপরে ভোট বিএনপি জোট পেয়ে ছে। বিস্ময়কর! দেশের মানুষ এর সাহস আছে বলতে হবে। আওয়ামী লীগের আছে কোটি কোটি লুটের টাকা। দেশের মানুষ এর নাই টাকা।

১২| ১৬ ই মে, ২০১৮ সকাল ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার পোস্ট অসম্পূর্ন। স‌ঠিক খবর মি‌লে না। আপনার উ‌চিত ছিল গতকাল সকা‌লে এই পোস্ট দেয়া। এখন এই পোস্ট উপকারী নয়।

১৩| ১৬ ই মে, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: কোন মন্তব্য না করাই ভালো।

১৪| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১২:২২

খাঁজা বাবা বলেছেন: নির্বাচন সম্পর্কে সম্ভবত চাদ্গাজীর কোন ধারনা নেই
কারচুপি সব কেন্দ্রে করা লাগে না
হাতে গোনা ৮-১০ টা কেন্দ্রে করলে ই চলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.