নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রেমিক হতে হলে

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭



জানি প্রেমিক হতে হলে দামাল হতে হয়,
ঝড়োয়া হাওয়ার মতো দমকা, বৃষ্টির মতো তুমুল।
মনের বাঁ দিকে থাকতে হয় আরেকটা কল্পতরু মন;
ঝাকড়া চুলে স্বর্ণ চাপার গন্ধ,
বুকে নীল আকাশের মতো মস্ত পোষ্টবক্স, আর
কাঁধে বাবুই পাখির বাসা।
জোছনা সাজানো ক্লান্ত সে চোখে
চোখ রাখলেই বিদ্যুৎ চমক, ঝলকে ওঠা আগুন।

জানি তুমি সমুদ্র, তুমি পাহাড়, তুমি ঘুম,
জানি সবকিছু ছেড়ে তোমার কাছে আসা যায়।
শোন ছেলে!!
ওই বুকে কি আছে স্নেহের কোমল পলিমাটি?
খুঁড়লেই নরম জল?
ক্লান্ত দুপুরে আকাশে ওড়ে কি সোনালী ডানার দুঃখী চিল?

ভালোবাসতে চাইলে কোন একদিন ‘পিতা’ হয়ে দেখো।
মানিব্যাগের ভাঁজে রেখে দিও ছবি,
আঙ্গুল ধরে পার করে দিও হুলুস্থুল ব্যস্ত সড়ক,
মমতার মোড়কে মুড়ে রেখো ভুল-ত্রুটি-অপরাধ,
জলপট্টি হয়ে ছুঁয়ে থেকো কপালের উষ্ণতম রজনীতে।

শোন ছেলে!!
প্রেমিক হতে হলে একদিন ‘পিতা’ হয়ে দেখো।

© শিখা (১৫ই এপ্রিল, ২০১৮)

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আসলেই দারুন। পিতা না বুঝতাম না ।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার ধন্যবাদ কবি। আপনার মন্তব্য ও ভালোলাগা আমার জন্য বড় পাওয়া।

শুভকামনা। ভালো থাকবেন।

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: “পিতা ’’ বলতে কি বুঝিয়েছে?


পিতা ও পুত্রের নিঃস্বার্থ ভালোবাসা সাপেক্ষ প্রেমিক ও প্রেমিকার ভালবাসা?

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার কবীর আমি কবিতাটা লেখার সময়ে নিঃস্বার্থ ভালোবাসার কথা ভাবিনি। সন্তানের জন্যই শুধু নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব। আমি ভেবেছি স্নেহের কথা। আমি ভেবেছি ত্রুটিগুলো, ভুলগুলো মমতার চোখে দেখার কথা।

পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

মিথী_মারজান বলেছেন: প্রেমিক হতে হলে!
হুম অবশ্যই এই সুন্দর কবিতায় উল্লেখিত ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে।
তবে প্রেমিকা হতে হলে - আমি এক কথায় বলবো, আমার শিখা রহমান আপুর মত করে ভালোবাসতে এবং শিখা রহমান আপুর মত করেই ভাবতে জানতে হবে।

আপনার লেখা নিয়ে আর বিশেষ কি বলবো!
পড়ারর আগেই বুঝতে পারি গুনে মানে অনন্য কোন লেখা।
অনেক অনেক ভালোবাসা আপু।

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৪

শিখা রহমান বলেছেন: মিথী মনি আমারতো মনে হচ্ছে তুমি শিখা রহমান আপুকে যেমনটা ভালোবাসো তেমনটা আর কেউই পারে না। এই যে বললে "পড়ার আগেই বুঝতে পারি গুনে মানে অনন্য কোন লেখা।" এমন করে আর কে বলে বলতো মিথীমনি ছাড়া?

অনেক অনেক আদর মিষ্টি মিষ্টি মিথী মনি। শুভকামনা আর এত্তো ভালো থেকো।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি কি প্রেমিককে পিতার মত স্নেহশীল, সন্তানের জন্য বুক উপচে পড়া ভালোবাসাময় হতে বলছেন?

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮

শিখা রহমান বলেছেন: সম্রাট ইজ বেস্ট আমার মনে হয় প্রেমে স্নেহ থাকা খুব জরুরী। আমি ভেবেছি ত্রুটিগুলো, ভুলগুলো মমতার চোখে দেখার কথা। সব মেয়েই কিন্তু প্রেমিকের কাছে কিশোরী হতে চায়। অথবা কে জানে ভালোবাসা হয়তো চিরকিশোরী।

পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা কবিসম্রাট।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৪

নিলাদ্রী বলেছেন: খুব ভালো বক্তব্য

২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮

শিখা রহমান বলেছেন: নিলাদ্রী আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য আর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইলো।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৩

জাহিদ অনিক বলেছেন:


ভালোবাসতে চাইলে কোন একদিন ‘পিতা’ হয়ে দেখো।
- কবিতার শ্রেষ্ঠতম লাইন বলে এটিকেই বিবেচনা করছি।
এই লাইনের তারপর্য ও গুরুত্ব বুঝেই যেন কেউ আসে প্রেমিক হতে।


বাই দ্যা ওয়ে- আপনার এই কবিতাটা পড়ে আমার একটা কবিতা মনে পড়ে গেল, সেখানে লিখেছিলাম;

আমি হাসি, শুধু ভাবি
এও তবে প্রেম!
তুমি তবে কবি,
আরও একটি মুমূর্ষু কবিতা আমি
প্রেমিক তো ছিলাম না কোন কালেই।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬

শিখা রহমান বলেছেন: জাহিদ অনিক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কবি। ঠিক বলেছেন "ভালোবাসতে চাইলে কোন একদিন ‘পিতা’ হয়ে দেখো। " এই লাইনটাই পুরো কবিতার সারমর্ম।

"আমি হাসি, শুধু ভাবি
এও তবে প্রেম!
তুমি তবে কবি,
আরও একটি মুমূর্ষু কবিতা আমি
প্রেমিক তো ছিলাম না কোন কালেই।" আপনার এই কবিতাটা মনে হয় "তুমি শুধুই কবিতার উপাদা্ন!" কবিতাটার সাথে বেশী সামঞ্জস্যপূর্ণ। :)

আপনার যে কোন মন্তব্যই আমার জন্য অনুপ্রেরণাদায়ক। আমি আপনার কবিতার ভক্ত। আপনি কিন্তু বড্ড ভালো লেখেন। আপনার কবিতা পড়লে মুগ্ধতার সাথে একটু ঈর্ষাও হয়।

ভালো থাকবেন কবি। শুভকামনা আর সুন্দর সব কবিতা উপহার দেবেন।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

মনিরা সুলতানা বলেছেন: অসাধারন !!
চমৎকার ভাবনার কী দারুন কাব্যরুপ !!!!
ভালোবাসা প্রিয়কবি।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

শিখা রহমান বলেছেন: মনিরা সুলতানা নীরা আমি আসলেই ভাগ্যবান। আমার সামান্য কবিতায় আজ সব প্রিয় কবিদের মন্তব্য। পড়ার জন্য এত্তো ভালোবাসা।

নীরা আমাকে 'কবি' বলে লজ্জা দেবেন না। আমার স্বাচ্ছন্দ্য গদ্যে। মাঝে মাঝে এলোমেলো কবিতা লেখা হয়।

ভালো থাকবেন প্রিয় কবি। ভালোবাসা ও কবিতার অপেক্ষায় থাকলাম।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
কবিরাত 'সাহস' আছে, 'তেজ' আছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১২

শিখা রহমান বলেছেন: রাজীব নুর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো আছে আশাকরি।

ভালোবাসার ব্যাপারে প্রত্যাশা সরাসরি বলে নেওয়াই ভালো। :) ভালোবাসতে হলে সাহস আর তেজতো থাকতেই হবে।

শুভকামনা। ভালো থাকবেন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

কাওসার চৌধুরী বলেছেন:


কোন মেয়ে/মহিলা ব্লগে পোস্ট করলে কত কমেন্ট, কতো লাইক পড়ে।
ভুল করেছি একটি রুমান্টিক মেয়েলী আইডি আর চমৎকার একটি মেয়ের ছবি দিয়ে ব্লগিং করলে ভাল হতো!!!

১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪

সফেদ বিহঙ্গ বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি............।




২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৪

শিখা রহমান বলেছেন: সফেদ বিহঙ্গ ভালো লেগেছে শুনে কবিতা লেখা সার্থক মনে হচ্ছে।

শুভকামনা ও আমার ব্লগে স্বাগতম।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২

তারেক ফাহিম বলেছেন: প্রেমিক হতে হলে একদিন পিতা হয়ে দেখবো, তবে বিয়ের আগে পিতা কেমনে :P আপুমনি।

আগে পিতা হব তারপর বুড়ো বয়সে প্রেম করবো।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

শিখা রহমান বলেছেন: তারেক ফাহিম :) আপনি পিতার স্নেহ জানলে, পিতা আর সন্তানের সম্পর্কের মমতা বুঝতে পারলেই প্রেম করতে পারবেন। আর বিয়ে করে প্রেম করুন। বিয়ের আগেই প্রেম করতে হবে এমনটাতো নয়। =p~

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা। প্রেমে সফলতা আসুক। :)

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর কবিতা! ভালো লাগল....

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

শিখা রহমান বলেছেন: মৌরি হক দোলা পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।

শুভকামনা ও ভালো থাকবেন।

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

ইমরান আল হাদী বলেছেন: কি দারুন কবিতা আহা...

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০

শিখা রহমান বলেছেন: ইমরান আল হাদী আমার ব্লগে স্বাগতম। পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা ও ভালো থাকবেন।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ।।লাভ ইউ শিখাপু।।:)

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

শিখা রহমান বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল পরীক্ষা ছাড়া বিশ্বাস করতে পারছি না যে!! =p~ ভাইয়ের ভালোবাসার ওপরে "ভাই হতে হলে" নামে একটা কবিতা লিখে নেই তারপরে বুঝবো কেমন ভালোবাসেন।

বরাবারের মতোই দুষ্টুমিভরা মন্তব্যের জন্য ধন্যবাদ। :)

শুভকামনা। ভালো থাকবেন।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: প্রেমিক হ ওয়া কতো সহজ ! মুখে ভালোবাসি বলেই শুরু হয় সূচনা , তারপর দিন শেষে প্রশ্ন আসে প্রকৃত প্রেমিক কে বা কবে কতজন হতে পেরেছে । প্রেমিক মানে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা না কিংবা নিজের সত্তা হারানো না । প্রেমিক তো সেই যার চোখে হাজার বার চাহনিতে শান্তি অনুভিত হবে ,অল্পতেই সব বুঝে যাবে ।
কবিতাটি দারুন লেগেছে । এক কথায় চমৎকার ।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৯

শিখা রহমান বলেছেন: নূর-ই-হাফসা আপনার মন্তব্য পেয়ে মন ভালো হয়ে গেলো। আমি আপনার লেখা ও আপনার সুন্দর মন্তব্য, দুটোরই ভক্ত।

"প্রেমিক তো সেই যার চোখে হাজার বার চাহনিতে শান্তি অনুভিত হবে ,অল্পতেই সব বুঝে যাবে।" কি সুন্দর করে বলেছেন!!

শুভকামনা। ভালো থাকবেন।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভাল লেগেছে বরাবরের মতো। আপনার লিখনীর তীক্ষ্ণতায় আমার মতো মাথা মুঠা মানুষের বুঝা যদিও কষ্টকর তাই দু্ইবার পড়ে নিলাম।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

শিখা রহমান বলেছেন: সুজন পাঠকের বুঝতে আসুবিধা হলে দায় কিন্তু লেখকের ওপরেই বর্তায়। আপনি দারুন একজন পাঠক। আমি ভাগ্যবান যে আপনি সবসময়েই আমার পাশে থাকেন ও মন্তব্য করে অনুপ্রাণিত করেন।

শুভকামনা। পাশে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময়।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়েস স্যার!!!

আপনার,
"পথচলা হলো শুরু"(০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০), পড়লাম। আপনিতো জেনেটিক্যালি বাঘের বাচ্চা।।: P

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

শিখা রহমান বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল আপনাকে নিয়ে আর পারি না :) "আপনিতো জেনেটিক্যালি বাঘের বাচ্চা।।: P" পড়ে হাসি থামাতে পারছি না। বাঘিনীদের থেকে সাবধানে থাকবেন।

"পথচলা হলো শুরু" পড়ার জন্য অনেক ধন্যবাদ।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: না আপা, সত্যি। আপনাদের পরিবারটা দেশের জন্য গর্ব, দেশের সম্মান, আমাদের কাছে আদর্শ।।

আঙ্কেল, আন্টি কোথায় আছে?? কেমন আছে??
তাদের জন্য শুভ কামনা।।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৬

শিখা রহমান বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল সবার জন্য দোয়া করবেন। আপনার আন্তরিকতা মন ছুঁয়ে গেলো।

ভালো থাকবেন। সবসময় হাসিখুশী থাকবেন। আপনার মন্তব্যগুলো মন আলো করে দেয়। অনেক ধন্যবাদ।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।
অনেক ভাল লাগল শিখা আপু।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৫

শিখা রহমান বলেছেন: মোস্তফা সোহেল পড়ার জন্য ধন্যবাদ। আপনার লেখাগুলোও আমার বেশ লাগে, বিশেষ করে জীবন থেকে নেয়া স্মৃতিচারণগুলো।

ভালো থাকবেন। শুভকামনা।

২০| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৭

পার্থ তালুকদার বলেছেন: বাহ .... সুন্দর কবিতা !!

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

শিখা রহমান বলেছেন: পার্থ তালুকদা ধন্যবাদ ও শুভকামনা। ব্লগে আসার জন্য কৃতজ্ঞতা।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শোন ছেলে!!
প্রেমিক হতে হলে একদিন ‘পিতা’ হয়ে দেখো।

এ দু লাইনই একটা কবিতা!
অসাধারণ!

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২৫

শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন ধন্যবাদ পড়ার জন্য। আপনি ঠিক ধরেছেন "শোন ছেলে!!
প্রেমিক হতে হলে একদিন ‘পিতা’ হয়ে দেখো।" এটাই কবিতার মূল কথা।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন।

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পড়লাম, পড়ে যারপরনাই মুগ্ধ হ'লাম। কবিতার মূল বক্তব্যটি আমিও প্রায়শঃই অনুভব করি।

"প্রেমে স্নেহ থাকা খুব জরুরী" (৪ নং প্রতিমন্তব্য) - এত্তো সুন্দর একটি ভাবনার উপর ভিত্তি করে এ কবিতাটি রচিত হয়েছে!
স্নেহ, মায়া, মমতা যার অন্তরে নেই, তার অন্তরে প্রেম থাকতে পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.