নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

এক জোড়া পরমাণু গল্প

০৭ ই জুন, ২০১৮ রাত ৩:১৭


গল্প -১

- হুমম…আমি রাজী…
- তুমি কি নিশ্চিত?
- হ্যাঁ…নিশ্চিত। শুধু বলুন কখন এবং কোথায়?
- ঠিক রাত আটটায় পলাশীর মোড়ে ওইখানে থাকবো…ঐযে আগে কয়েকবার যেখানে লেনদেন হয়েছে। মনে আছে তো?
- মনে আছে!! দেখা হবে…
…………

- আগে টাকা দাও…
- এই যে নিন।
- এই এনভেলপে পুরোটা আছে?
- হ্যাঁ!! পুরো ছয় হাজার…যেমনটা আপনি বলেছিলেন।
- ভালো…তোমার ঠিকানায় সময়মতো প্যাকেজ পৌঁছে যাবে।
……

এক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করলো সে। প্যাকেজ খুলতেই চোখ চকচক করে উঠলো। গন্ধ শুঁকতে শুঁকতে সে ভাবলো “অবশেষে…কবে থেকে খুজঁছিলাম…”

দুষ্প্রাপ্য মলিন বইটার পোকায় কাটা পৃষ্ঠাদের প্রাচীন গন্ধ নিতে নিতে সে বললো “যাক এবার শান্তিতে মরতে পারবো…”


গল্প -২

- কি দরকার?
- কিচ্ছু না!! তোমাকে দেখতে এলাম।
- কেন বলতো? কি চাও তুমি?
- কিচ্ছু চাই না!! তোমাকে খুব মিস করছিলাম। তোমার কথা, তোমার গন্ধ, স্পর্শ!!
- হাহ!! দরকার ছাড়া তুমি আবার কবে আমাকে মিস করছো। অন্য সময়তো মনেই থাকে না।
- বিশ্বাস করো এখনো ভালোবাসি তোমাকে!!

- চুপ কর প্লিজ!! ফালতু কথা বলো না। মাত্র সেদিনইতো তোমাকে তার সাথে দেখলাম ...
- কার সাথে বলতো?
- এত্তো ঢং কর কেন? খুব রাগ লাগে। কার সাথে আবার? ঝকমকে রঙ্গিন নতুন তার সাথে তুমি ছিলে না? দেখলাম তো একেবারে তার মাঝে নিমগ্ন তুমি!! আমার দিকে তাকিয়েও দেখলে না।

- তাকে দেখতেই যা সুন্দর!! বাইরে ঝকমকে হলেও ভেতরটা সার শুণ্য। আমার চিরন্তন ভালোবাসা তুমিই প্রিয়তমেষু !!

- উহুউউ...একদম আজেবাজে বকবে না। তোমাকে আমার চেনা হয়ে গেছে। তাকে ভালো লাগেনি বলে ফিরে এসেছো। আবার নতুন কাউকে পেলে এক লহমায় উধাও হয়ে যাবে। কোন ভরসা নেই...তোমার মতো এমন স্বার্থপর মানুষ আর দেখিনি!!

"না না না!! কক্ষনো ছেড়ে যাবো না। তোমার কাছেই যে বার বার ফিরে আসি..." বলতে বলতে সে বুকে জড়িয়ে ধরলো মলিন ছেঁড়া মলাটের খুব প্রিয় বইটাকে।

© শিখা রহমান

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ রাত ৩:৩৮

কাওসার চৌধুরী বলেছেন: আপু, দু'টি গল্প পড়ে ধাক্কা খেলাম!! :( এক্কেবারে শেষ পার্টে এসে ক্লিয়ার হলো। আসলে বইটাই হোক আসল ভালবাসা। বইকে ভালবাসলে জ্ঞানকে পাওয়া যায়, জ্ঞান অর্জিত হলে বিবেক জাগ্রত হয়, বিবেক জাগ্রত হলো চিন্তাশক্তির বিকাশ ঘটে, চিন্তাশক্তির বিকাশ ঘটলে মানুষ যুক্তিবাদী হয়, মানুষ যুক্তবাদী হলে ভালমন্দের বিচার করতে শেখে, ভাল মন্দের বিচার করতে শিখলে মানুষ সহনশীল হয়, মানুষ সহনশীল হলে সমাজটা শান্তিপূর্ণ হয়, সমাজ শান্তিপূর্ণ হলে দেশ ও দশের উন্নয়ন হয়, আর দেশের উন্নতি হলে সমাজের অর্থনৈতিক উন্নতি হয়, আর অর্থনৈতিক উন্নয়নের ফলে দেশের মর্যাদা বিশ্বের দরবারে অনেক উঁচু হয়। আর এসব ম্যাকানিজমের সংমিশ্রণে গড়ে উঠে একজন সত্যিকারের মানুষ, একটি প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১৭

শিখা রহমান বলেছেন: কাওসার সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। ধাক্কা দিতে পেরেছি শুনে ভালো লাগছে। ধাক্কা না থাকলে পরমাণু গল্প বা ফ্ল্যাশ ফিকশন সার্থক হয় না। :)

ভালো থাকবেন। শুভকামনা। আর "আসলে বইটাই হোক আসল ভালবাসা।"

২| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপুমণি, অসাধারণ লেখা। আপনি পারেনও বটে। চমৎকার লেখা।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:১৯

শিখা রহমান বলেছেন: সাজ্জাদ আপনারা ভালোবেসে পড়েন বলেই পারি। এমন সুন্দর মন্তব্য আর মনোযোগী পাঠক পেলে লিখতে ইচ্ছে তো করবেই।

শুভকামনা আর খুব খুব ভালো থাকবেন।

৩| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৫:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: শিরোনামে পরমানু শব্দটি পড়েই বুঝেছিলাম শেষে এসে ধাক্কা দেবার চেষ্টা করা হবে। আপনি চেষ্টায় সফল, ধাক্কা খেয়েছি। ;)
ধাক্কা বা টুইস্টের কারণেই গল্পগুলোর স্বাদ, গন্ধ, রেশ বহুদিন জড়িয়ে রাখবে!

অনেক সুন্দর শিখা আপু! পোষ্টে লাইক।
ভালো থাকবেন।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

শিখা রহমান বলেছেন: "ধাক্কা বা টুইস্টের কারণেই গল্পগুলোর স্বাদ, গন্ধ, রেশ বহুদিন জড়িয়ে রাখবে!" তোমার এই কথা গুলো আমাকে বহুদিন অনুপ্রেরণা দেবে।

পড়ার জন্য আর মন আলো মন ভালো মন্তব্যের জন্য ভালোবাসা। ভালো থেকো পাগলী মেয়েটা!!

৪| ০৭ ই জুন, ২০১৮ ভোর ৬:২২

খনাই বলেছেন: মনে হচ্ছে পারমানবিক বোমার মতো ভালো লাগা ছড়িয়ে গেলো মনের অলি গলিতে পরমানু গল্পের শেষ চমকে | আপনার লেখা পড়ে মনে হলো আমার সেই কত আগে ক্লাস ফোরে পড়া রুশদেশের উপকথা বইটা নিয়ে এমন একটা মায়াবী লেখা আমিও লিখতে পারতাম (অফকোর্স যদি মাথায় আসতো I সবার মাথায়তো আর শিখা রহমানের মতো গল্পের শিখা জ্বলজ্বল করে না, বড়ই আফসোস )! সতেরো ঘন্টার রোজা শেষে চিলড লেবুর শরবতের মতো ভালো লাগা পরমানু গল্পে I

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২৬

শিখা রহমান বলেছেন: খনাই আমার ব্লগে আপনাকে স্বাগতম। প্রথম মন্তব্যেই মন কেড়ে নিলেন। রুশদেশের উপকথা আর মালাকাইটের ঝাঁপি আমার প্রিয়তম বইদের তালিকায় আছে। বার বার মন্তব্যটা পড়ছি আর মুখ হাসি হাসি হয়ে যাচ্ছে। এত্তো ধন্যবাদ এমন আশ্চর্য সুন্দর কথাগুলোর জন্য।

"সতেরো ঘন্টার রোজা শেষে চিলড লেবুর শরবতের মতো ভালো লাগা পরমানু গল্পে I" আপনার কথাগুলোও কিন্তু আমার মনে এমনই ওম ওম কোমল ভালোলাগা ছড়িয়ে দিলো।

ভালো থাকবেন। শুভকামনা। মাঝে মাঝে ব্লগে এসে ভালোলাগা ছড়িয়ে যাবেন প্লিজ!!

৫| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:১৮

দীপঙ্কর বেরা বলেছেন: তবে বইয়ের প্রতি এত ভালোবাসা আছে কি?
ভাল লাগল

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮

শিখা রহমান বলেছেন: দীপঙ্কর বেরা আমার ব্লগে স্বাগতম!! অন্যদের কথা বলতে পারছি না। আমার বইয়ের প্রতি ভালোবাসা আছে বলেই লেখা।

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।

৬| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৩৮

লাবণ্য ২ বলেছেন: আপু অসাধারন! অনেক ভালো লাগল।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩০

শিখা রহমান বলেছেন: লাবণ্য সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন শেষের কবিতার মেয়ে।

৭| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৮:৪৭

রাজীব নুর বলেছেন: বোন শিখা লেখা ভালো হয়েছে।
লেখায় চমক আছে।
খুব ছোট গল্প কিন্তু পাঠক ধরে রাখার মতো উপাদান আছে।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩২

শিখা রহমান বলেছেন: রাজীব আপনাকে চমকে দিতে পেরেছি ভেবে ভালো লাগছে। আমিতো আপনার লেখায় প্রতিদিনই চমকিত হই।

"খুব ছোট গল্প কিন্তু পাঠক ধরে রাখার মতো উপাদান আছে।" অনেক ধন্যবাদ সুন্দর কথাটার জন্য। আপনার ভাললাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

৮| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:০১

স্বচ্ছ দর্পন বলেছেন: এরকম দুই একটা জিনিস মোটামুটি সবার জীবনে থাকে যেগুলো নিয়ে শেঃনিস্বাস ত্যাগ করতে পারলেই যেন শান্তি।
দুটো গল্পই ভালো ছিলো ।
আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
ভালোবাসার প্রকারভেদ - স্বচ্ছ দর্পন

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪

শিখা রহমান বলেছেন: স্বচ্ছ দর্পন আমার ব্লগে আসার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। সময় করে ঘুরে আসবো আপনার ব্লগে।

শুভকামনা। ভালো থাকবেন।

৯| ০৭ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বইয়ের প্রতি এমন ভালবাসা এখন বিড়ল।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৭

শিখা রহমান বলেছেন: মাইদুল হয়তোবা বিরল। তবে প্রথম গল্পের মানুষটার মতো আমার এক বন্ধু আছে। সে পুরোনো দুষ্প্রাপ্য বইয়ের জন্য তেপান্তর পাড়ি দিতেও রাজী। আর দ্বিতীয়টা আমার বা অনেকেরই গল্প। কিছু প্রিয় বই আছে যাদের যে কোন পাতা থেকেই আমি পড়া শুরু করতে পারি আর প্রায়শই তা করি।

পড়ার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা। ভালো থাকবেন।

১০| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন টুইষ্টে একেবারে চমকে দিয়েছেন!

মুগ্ধতা

+++++++

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৯

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী আপনার মুগ্ধতা, আপনাকে চমকে দেয়া মানেই গল্প দুটো সার্থক। কবিদের ভালোলাগা অন্যমাত্রার পাওয়া।

ভালো থাকবেন কবি। শুভকামনা থাকলো।

১১| ০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন: আপু,
অসাধারণ লেগেছে গল্পদুটো। শেষেরটায় আমার অতীতের কিছু ঘ্রাণ আছে।

অসম্ভব ভাল লাগা জানবেন।

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪২

শিখা রহমান বলেছেন: সৈয়দ ইসলাম আমার ব্লগে স্বাগতম!! মন্তব্যে অনুপ্রাণিত হলাম। "অসম্ভব ভাল লাগা" আমার জন্য বিরাট পাওয়া।

ভালো থাকবেন। শুভকামনা। মাঝে মাঝে ব্লগে এসে ভালোলাগা ছড়িয়ে যাবেন প্লিজ!!

১২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৫

ভুয়া মফিজ বলেছেন: চমৎকার দুইটা গল্প, তবে দুই নাম্বারটা বেশী ভালো হয়েছে। :)

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৫

শিখা রহমান বলেছেন: ভুয়া মফিজ অনেক ধন্যবাদ পড়ার জন্য। প্রথম গল্পের মানুষটার মতো আমার এক বন্ধু আছে। সে পুরোনো দুষ্প্রাপ্য বইয়ের জন্য তেপান্তর পাড়ি দিতেও রাজী। আর দ্বিতীয়টা আমার বা অনেকেরই গল্প। কিছু প্রিয় বই আছে যা পুনঃ পুনঃ পড়তে ভালো লাগে।

শুভকামনা। ভালো থাকবেন। আপনার ভ্রমণ কাহিনীর চতুর্থ পর্ব দেখেছি। সময় করে পড়ে ফেলবো।

১৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৩

মিথী_মারজান বলেছেন: পুরোনো প্রিয় বইগুলো ঠিক যেন মায়ের কোলের মত প্রিয় আর মন খারাপের শেষ আশ্রয়।
ইচ্ছে আর অনিচ্ছা হোক সে ভালোবাসার টানে ফিরতেই হয় আমাদের।
খুব সুন্দর করে লিখেছেন আপু।
অভিমানতো বইদের হতেই পারে!
একনিষ্ঠ পাঠককে ওরাও যে খুব মিস্ করে।

ভালোবাসার উদাহরণ হিসেবে দুটি গল্পই চমৎকার।
অনেকদিন পর সত্যিকারের ভালোবাসার গল্প পড়লাম।
ভালোবাসা প্রিয় জারুল ফুল আপু আমার।:)

০৭ ই জুন, ২০১৮ দুপুর ১:৫১

শিখা রহমান বলেছেন: মিথীমনি তোমার কথার ঝুড়িতে সুন্দর শব্দমালা অফুরন্ত। এমন সুন্দর সব মন্তব্য করো যে অভিভূত হয়ে যাই, ভালোবাসায় আপ্লুত হই। "অনেকদিন পর সত্যিকারের ভালোবাসার গল্প পড়লাম।" ইশশ!! একদম ঠিক বলেছো।

ভালো থেকো আর বইয়ের সাথে সাথে জারুল ফুল আপুটাকেও একটু ভালোবেসো।

পড়ার জন্য এত্তো আদর মিষ্টি কবি আর আদরের মিথীমনি।

১৪| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৮

শামচুল হক বলেছেন: শেষেরটা খুব ভালো লাগল।

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৪৪

শিখা রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনার ভালোলাগা আমার জন্য বিরাট পাওয়া।

ভালো থাকবেন। শুভকামনা।

১৫| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:২৩

কাইকর বলেছেন: ভাল লিখেছেন দিদ

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৪৫

শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ কাইকর। শুভকামনা ও ভালো থাকবেন।

১৬| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: শেষে এসে নামের সার্থকতা। ভালো হয়েছে।

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৪৬

শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ কবি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা ও ভালো থাকবেন।

১৭| ০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(
মাস্টার আপা?
তুমি কখন ব্লগে আসো? আর কখন ডুব মারো???:(



দিন-দুপুরে ব্লগে এসে
দেখছি একি ঘোস্ট?B:-) (আজব লেখা)
এ যে ফক্কিকারি লেখক আপার
ফক্কিকারি পোস্ট!!!:P

০৮ ই জুন, ২০১৮ রাত ১২:৫২

শিখা রহমান বলেছেন: নিজাম আমার দিন যে তোমার রাত্রি। গতকাল বাংলাদেশের সেহেরীর সময়ে পোষ্ট করেছিলাম। তখন আমাদের দুপুর দুইটা।

যদিও আমি গভীর জলের মাছ তাও ডুব মারলাম কই? B:-) ওপরে কতোগুলো মন্তব্যের উত্তর দিয়েছি না!! নিজে খালি অন্যদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে বেড়ালে আপুকে খুঁজে পাবে কিভাবে? X( X(

তবে এই পোষ্টটা আসলেই ফক্কিকারি পোস্ট আমার ফক্কিকারি ঝগড়ুটে ছোট ভাইয়ের জন্য :P

১৮| ০৮ ই জুন, ২০১৮ রাত ১২:১৪

নিওফাইট নিটোল বলেছেন: এরকম পরমাণু গল্প ভালোই লাগে......মেসেজটা থাকে এক্সেপশনাল.......আমি পড়ার সময় ভেবেছিলাম একই গল্পের দু'টো পার্ট, কমেন্টগুলো দেখতে গিয়ে মধুর ভুল ভাঙল :D

দরকার ছাড়া তুমি আবার কবে আমাকে মিস করছো। অন্য সময়তো মনেই থাকে না।
এই কথাটা আমার বেলায় বেশ খাটে........মহাবিদ্যালয়ে পড়াকালীন একটা সময় ছিল যখন বই ছাড়া থাকতামই না (অবশ্যই এক্সট্রা কারিকুলামের :P).......আর এই পরিনত বয়সে বইকে সময়তে কষ্ট করে মনে পড়ে- বুড়ো বয়সে উথলে ওঠা পুরনো প্রেমের মতন!!

পরমাণু গল্পে পারমানবিক তেজী শুভেচ্ছা থাকল :-B

০৮ ই জুন, ২০১৮ রাত ১:০০

শিখা রহমান বলেছেন: নিটোল সুন্দর সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। গল্প-১/২ লেখা ছিলো ওপরে। দুঃখিত যে ব্যাপারাটা আপনাকে কনফিউজ করেছে।

ভালো লাগলো যে আমার পরমাণু গল্প আপনাকে মহাবিদ্যালয়ের স্মৃতি আর প্রিয় বইকে মনে করিয়ে দিতে পেরেছে। :)

আপনাকেও খুব সুন্দর মন্তব্যের জন্য "পারমানবিক তেজী" শুভেচ্ছা। ভালো থাকবেন। মাঝে মাঝে ব্লগে এসে তেজস্ত্রিয় ভালোলাগা ছড়িয়ে যাবেন প্লিজ!!

১৯| ০৮ ই জুন, ২০১৮ রাত ২:০০

ওমেরা বলেছেন: আপু লিখাটা অনেক ভাল লেগেছে য়দি পরিমাপ করতে বলেন তাহলে ব্লগার রাজীব নুর ভাইয়ার ভাইয়ার ভাষায় বলতে হয় এক আকাশ সমান ভাললাগা। অনেক ধন্যবাদ আপু ।

০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৫

শিখা রহমান বলেছেন: ওমেরা মনি তোমার মতো গুণী লেখিকার "এক আকাশ সমান ভাললাগা" পাওয়ায় অভিভুত হলাম।

তোমাকেও এক আকাশ সমান ভালবাসা। ভালো থেকো অনেক।

২০| ১১ ই জুন, ২০১৮ রাত ১:২১

মনিরা সুলতানা বলেছেন: একদম পড়ুয়ার মনে আবেগ তুলে এনেছ গল্পে!!!
অনেক অনেক ভালোলাগা আর ভালোবাসা লেখিকার জন্য।

১১ ই জুন, ২০১৮ রাত ১:৩৭

শিখা রহমান বলেছেন: নীরা তুমি হয়তোবা একটা গল্প আগেই পড়েছো। মানুষ আশাহত করলেও কষ্টের সময়গুলোতে বই সবসময়েই আমার পাশে ছিলো।

মানুষ নীরা আর পাঠিকা নীরা দুজনকেই এত্তো ভালোবাসা আর শুভকামনা। ভালো থেকো কবিতার মেয়ে।

২১| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,



বই প্রিয়তা নিয়ে সুন্দর অভিব্যক্তি দু'টো পরমানু গল্পতেই ।
টুইষ্ট দু'টো পাঠকের চিন্তাকে প্রথমে অন্যখাতে বইয়ে দিলেও শেষমেষ পরমানুর অসীম শক্তি নিয়ে পাঠকের বুকে প্রতীকি হয়ে ঝাঁপিয়ে পরার মতো ।

ঈদের আগাম শুভেচ্ছা জানবেন ।

১৪ ই জুন, ২০১৮ রাত ১২:৫৭

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস "টুইষ্ট দু'টো পাঠকের চিন্তাকে প্রথমে অন্যখাতে বইয়ে দিলেও শেষমেষ পরমানুর অসীম শক্তি নিয়ে পাঠকের বুকে প্রতীকি হয়ে ঝাঁপিয়ে পরার মতো । " এমন সুন্দর মন্তব্যে মন ভালো হয়ে গেলো।

পরমাণু গল্পের বৈশিষ্ট্যই হচ্ছে শেষে ধাক্কা বা টুইষ্ট। আপনার মন্তব্যে মনে হচ্ছে সেটা পেরেছি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা ও আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন।

২২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৮:২০

সোহানী বলেছেন: ওরে বাপরে বইয়ের প্রতি ভালোবাসা দেখি সব কিছুকে ছাড়িয়ে গেছে। যাক আমার মতো আরেক জনের দেখা পেলাম..... ;)

১৯ শে জুন, ২০১৮ রাত ১:১১

শিখা রহমান বলেছেন: মন্তব্যটা পড়ে মজা পেলাম। আপনারও বই পছন্দ শুনে ভালো লাগলো।

পড়ার হন্য ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।

২৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ে অনেকের মত আমিও যেন দুটো পারমানবিক ধাক্কা খেলাম!!
আপনার লেখাগুলো স্বচ্ছ আয়নার মত। সামনে নিয়ে পড়তে গেলে পাঠক নিজের প্রতিচ্ছবি দেখতে পায়।
ধাক্কা না থাকলে পরমাণু গল্প বা ফ্ল্যাশ ফিকশন সার্থক হয় না - ১ নং প্রতিমন্তব্যের এ কথাগুলো ভাল লেগেছে।
পুরোনো প্রিয় বইগুলো ঠিক যেন মায়ের কোলের মত প্রিয় আর মন খারাপের শেষ আশ্রয় - ১৩ নং মন্তব্যে মিথী_মারজান এর এ কথাগুলো মন ছুয়ে গেল!
পোস্টে প্লাস + +

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৬

শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান বরাবরের মতো সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যে সবসময়েই অনুপ্রাণিত হই। আপনি যে সময় করে আমার পুরোনো পোষ্টগুলো খুঁজে পড়েন সে জন্য আন্ততিক কৃতজ্ঞতা জানবেন।

মাঝে কিছুদিন অনেক পরমাণু গল্প বা ফ্ল্যাশ ফিকশন পড়েছিলাম। তখন গল্প দুটো লেখার চেষ্টা করেছিলাম। অল্প কথায় অনেককিছু বলা আর শেষে চমক রাখা আসলেই খুব কঠিন মনে হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে চেষ্টাটা সার্থক মনে হলো।

ভালো থাকবেন শ্রদ্ধেয় লেখক-কবি। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.