নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

তোমাকে দেখলেই ইচ্ছে করে

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬



তোমাকে দেখলেই ইচ্ছে করে
শুরু থেকে আবারও শুরু করি জীবন।
রোদে জলে ভিজে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কিশোরী,
তোমার সরল চোখে চোখ পড়লেই
ইচ্ছে করে নতুন করে আবারও শুরু করি জীবন।

ছুটির দিনের অলস ভাতঘুম,
বন্ধুদের সাথে খুনসুটি বাদ দিয়ে পড়ন্ত বিকেলে,
ট্রাফিক সিগন্যালে রিক্সা-গাড়ী-বাইকের লাইন
ঠিক করা তোমাকে দেখলেই
মনে পড়ে যায় একদিন আমিও শিখেছিলাম
ঐকিক নিয়ম, ভূগোল, ইতিহাস।

ঝাপসা মনে পড়ে খুব মুখস্ত করেছিলাম
সেই ট্রান্সলেশন "HONESTY IS THE BEST POLICY."
জীবনের পথে একপা দু'পা করে আপোষ জমাতে জমাতে মস্ত পাহাড়,
নিয়ম ভাংগার নিয়মটাই বড় প্রত্যাহিক, খুব আটপৌরে হয়ে গেছে।
ভুলে গেছি সরলতা, সমীকরণ, বিশ্বাস , ব্যাকরণ, নৈতিকতা..সবকিছু...

তোমার নিষ্পাপ মুখের রেখায়, সরল চোখের প্রত্যয়
হঠাৎ মনে করিয়ে দিলো সেই ভুলে যাওয়া আদর্শলিপি,
পাটিগণিত, জীবনের উপপাদ্য।
ঝকঝকে বিলাসী এই জীবন,
এই অভ্যস্ততার আয়নায় হঠাৎই এক প্রতারকের মুখ।

আপোষের পাহাড় ঠেলার ভার তোমাকে দিয়ে
প্রতারক আমি দু'একটা বিবৃতি প্রসব করি,
সামাজিক মিডিয়াতে কবিতা, স্ট্যাটাসে লাইক-লভ গুণে
আত্মপ্রবঞ্চক আমি তৃপ্তির ঢেকুর তুলে
ভাবি "বাহ!!বদলের চাকায় দু'এক ফোটা তেল তো দিয়েছি।"

রাত বাড়লে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে
নরম বিছানায় বিদেশী কম্বল মুড়ে নিদ্রামগ্ন আমি।
আর..আর রাত্রির গভীরে চৌরাস্তার মোড়ে
একা একা দাঁড়িয়ে থাকে নীল-সাদা স্কুল ড্রেস পরা সেই কিশোরী।

© শিখা (৩রা আগস্ট, ২০১৮)

মন্তব্য ৬০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫

ঢাবিয়ান বলেছেন: বড় সুন্দর করে বাস্তব অবস্থাটাকে তুলে ধরেছেন। আমরা আসলেই একেকটা বিড়াট ভন্ড।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

শিখা রহমান বলেছেন: ঢাবিয়ান মন্তব্যের জন্য ধন্যবাদ।

কবিতায় আমার কথাই বলেছিলা্ম। আয়না ধরলে যে ভন্ড-প্রতারক-ভীতু আমাকেই দেখি।

শুভকামনা।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ‌আপনার কবিতার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। কবিতা দিয়েও যে বাস্তবচিত্র এভাবে ফুটিয়ে তোলা যায় সেটা কেউ আপনার কাছ থেকে শিখুক। সুন্দর কবিতা আর তার বক্তব্যের অন্তর্নিহিত আবেদনের সাথে একাত্মতা ঘোষণা করে প্লাস দিলাম।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

শিখা রহমান বলেছেন: সম্রাট ইজ বেস্ট ব্যস্ততার জন্য মাসখানেক ব্লগে আসা হয়নি। এসেই কবিতায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ভালো আছেন আশাকরি। কবিরা যখন কবিতার বক্তব্যের অন্তর্নিহিত আবেদনের সাথে একাত্মতা ঘোষণা করে তখন আসলেই কবিতা সার্থক মনে হয়।

অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য ও সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য।

শুভকামনা ও ভালো থাকবেন কবিসম্রাট।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: দেশটা যাদের টাকা তৈরির কারখানা স্বপ্নটা যাদের বিদেশমুখী তাদের কাছে বিচার চেয়ে কোন লাভ নাই।
এই ব্যাধিগ্রস্থ রাজনীতি আমাদের দেশে যত আছে ততদিন আইন, আদালত, থানা, পুলিশ, টিভি চ্যানেল, সংবাদপত্র, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু ক্ষমতাশীনদের দখলে থাকবে।

এদেশে ক্ষমতায়-ই সব। তারপরে আর কিছু নাই।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৩

শিখা রহমান বলেছেন: সোহাগ তানভীর সাকিব আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।

আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো। শুভকামনা ও ভালো থাকবেন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২

সামিয়া বলেছেন: বিমুগ্ধ!

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: ইতিমিতি মনি আশাকরি ভালো আছো। তোমার মতো গুণী লেখিকার মুগ্ধতা অনেক বড় পাওয়া।

ভালো থেকো সবসময়। ভালোবাসা আর শুভকামনা।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

রাকু হাসান বলেছেন:


বাস্তব চিত্র কে সহজে সহজে তুলে ধরেছেন কবিতায় । কিন্তু ভাতঘুম শব্দ টি তেমন বোধগম্য হয়নি আমার । আমার মুখ্যস্তবিদ্যা এভাবেই মুখ থুবরে পরে ।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

শিখা রহমান বলেছেন: রাকু হাসান পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। "ভাতঘুম" শব্দটা দুপুরবেলা খাওয়ার পরে আলসেমি জড়ানো তন্দ্রাকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। শব্দটা আগে নিশ্চয়ই অন্য কোথাও পেয়েছেন, মনে নেই হয়তো বা।

শুভকামনা ও ভালো থাকবেন।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের ন্যায় সুন্দর কবিতা আপু। ছবিটা দেখে মালালা ইউসুফজাই এর কথা মনে পড়ে গেল। ++

শুভকামনা জানবেন ।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

শিখা রহমান বলেছেন: পদাতিক চৌধুরি ভালো আছেন আশাকরি। বরাবরের মতোই আপুকে মন্তব্যে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভালোবাসা।

"ছবিটা দেখে মালালা ইউসুফজাই এর কথা মনে পড়ে গেল।" আমিও ভাবছিলাম জানেন কার মতো দেখতে। আপনার সাথে একমত!!

আপনাকেও অফুরন্ত শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

সাইন বোর্ড বলেছেন: বাস্তব অনুভূতি কবিতায় তুলে অানার প্রয়াস ভাল লাগল ।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫

শিখা রহমান বলেছেন: সাইন বোর্ড আমার ব্লগে আপনাকে স্বাগতম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো। শুভকামনা ও ভালো থাকবেন।

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

ঢাবিয়ান বলেছেন: আশার কথা যে আজকের এই প্রজন্ম নিজেরাই ঠিক করছে তাদের প্রতিবাদের ভাষা। বড়দের কাছ থেকে যেহেতু শিক্ষনীয় কিছু নাই, তাই ছোটরাই ঠিক করে নিয়েছে তাদের কর্মপন্থা। গত মঙ্গলবার পরীক্ষার খাতায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখে প্রতিবাদ জানালো ভিকারুননিসার দশম শ্রেনীর ৩৫০ শিক্ষার্থী। এই প্রজন্মই পারবে গলে পচে যাওয়া এই দেশকে সঠিক রাস্তায় আনতে।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

শিখা রহমান বলেছেন: ঢাবিয়ান "এই প্রজন্মই পারবে গলে পচে যাওয়া এই দেশকে সঠিক রাস্তায় আনতে।" সহমত প্রকাশ করছি এবং আমি আশাবাদী।

সুচিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো।

শুভকামনা ও ভালো থাকবেন।

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

বিজন রয় বলেছেন: আশৈশব যৌবন।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫১

শিখা রহমান বলেছেন: বিজন রয় কেমন আছেন? আজকাল ব্লগে আপনাকে তেমন দেখি না। অবশ্য আমি নিজেই তো ব্লগে অনিয়মিত!! :(

শৈশব কেড়ে নিয়েছে বাস্তবতা। পড়ার জন্য ধন্যবাদ।

শুভকামনা ও ভালো থাকবেন।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

মনিরা সুলতানা বলেছেন: একদম মনের কথা তুলে এনেছ, দারুন সব শব্দে!
অনেক অনেক ভালোলাগা।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

শিখা রহমান বলেছেন: নীরা কবিতায় আমার কথাই বলেছি। মনের কথা, আয়নায় দেখা আমার কথা লিখতেই হয়। নিজের দায় এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, কারোরই থাকে না। দিনশেষে হিসেব মেলাতেই হয়, নিজের মুখোমুখি দাঁড়াতেই হয়। আয়না ধরলে যে ভন্ড-প্রতারক-ভীতু আমাকেই দেখি।

অনেক ভালোবাসা সুন্দর মন্তব্যের জন্য। ভালো থেকো আর ভালোবেসো।

১১| ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: ভাল আছি, একটু সময় পেয়েছি, তাই ব্লগে এসেছি।

শুভকামনা।

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

শিখা রহমান বলেছেন: বিজন ধন্যবাদ মন্তব্যের উত্তরের জন্য। ভালো থাকুন সবসময়।

১২| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

মিথী_মারজান বলেছেন: বিবেকের সেই আয়নার সামনে আপনি শুধু একা নন, আপনার সাথে আমরাও দাঁড়িয়ে আছি আপু।
আসলেই তো! কিছুই কি আমাদের করার ছিলো না!!!
বাচ্চাগুলোকে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে করতালি দিয়ে শুধু সামনেই এগিয়ে দিয়েছি, একটি বারও ওদের কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি অভিভাবক হয়ে ওদেরকে আগলে রেখে এক পা এগিয়েও দাঁড়ালাম না।
এই আত্মগ্লানি আমাদের প্রায় সবার।
অসম্ভব সুন্দর করে লিখেছেন আপু।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৫

শিখা রহমান বলেছেন: মিথীমনি তুমি আমার লেখাকে, লেখক আমাকে এমন বুঝে ফেলো কিভাবে বলতো? কবিতাটা আত্মগ্লানি থেকেই লেখা।

বরাবরের মতোই সুন্দর মন্তব্যে অভিভূত। অনেক ভালোবাসা। ভালো থেকো আর ভালোবেসো।

১৩| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

অচেনা হৃদি বলেছেন: সমসাময়িক বাস্তবতা নিয়ে লেখা আপুর কবিতাগুলো বেশ ভালো লাগে।
আপু আপনি ব্লগে নিয়মিত লিখেন না কেন?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৮

শিখা রহমান বলেছেন: অচেনা হৃদি আমার কবিতা ভালো লাগে শুনে দিন আলো হয়ে গেলো। উৎসাহের জন্য ও পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো।

সময়ের অভাবেই ব্লগে কম লেখা হয় হৃদি। ভালো থেকো আর হৃদ মাঝারে রেখো। শুভকামনা।

১৪| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

রাতু০১ বলেছেন: ভন্ড-প্রতারক-ভীতু আমাকেই দেখি।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:২৯

শিখা রহমান বলেছেন: রাতু০১ পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যটা মন ছুঁয়ে গেলো। কারণ আমিও যে "ভন্ড-প্রতারক-ভীতু আমাকেই দেখি।"

শুভকামনা। ভালো থাকবেন।

১৫| ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

শামছুল ইসলাম বলেছেন: আপনি নারী, তাই আরাধ্য কিশোরীকে নিয়ে লিখেছেন বর্তমানের বাস্তবতায় । আমি পুরুষ, শুধু কিশোরীর জায়গা গুলোতে কিশোর বসিয়ে দিলেই হয়ে যাবে আমার আফসোসের কবিতা । আপোষে-আপোষে কেটে গেল জীবনের দিন গুলো ।
চমৎকার কবিতা ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩২

শিখা রহমান বলেছেন: শামছুল ইসলাম সুন্দর ও সুচিন্তিত মন্তব্যে ভালোলাগা রইলো। "আপোষে-আপোষে কেটে গেল জীবনের দিন গুলো।" একদম মনের কথা বলেছেন।

লেখায় আপনার প্রথম মন্তব্য :) আমার ব্লগে আপনাকে স্বাগতম। আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো।

শুভকামনা ও ভালো থাকবেন।

১৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

করুণাধারা বলেছেন: খুবই ভাল লাগল শিখা।

শুভেচ্ছা থাকলো।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৩

শিখা রহমান বলেছেন: করুণাধারা ভালো আছেন আশাকরি। পড়ার জন্য ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনাকেও শুভকামনা। ভালো থাকুন সবসময়।

১৭| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার দারুন হৃদয় ছোঁয়া কবিতা পড়ে মনে পড়ে গেল সেই গজল

উস মোর সে শুরু করো ফির ইয়ে জিন্দেগী! - - -

সত্যি যদি পারা যেত
আবার মুষ্ঠিবদ্ধ হাতে, যৌবনের উত্তাপে
বর্ষার জলে অপলক ভিজে
রোমে রোমে কম্পন তুলে
হৃদয় দেহ মন চীরে উচ্চারিত হতো-
: উই ওয়ান্ট জাষ্টিস!

কবিতায় +++

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৭

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী ভৃগু আপনার মন্তব্য পড়ে আমি অভিভূত। মন্তব্যে মুগ্ধতা ও একরাশ ভালোলাগা। আপনি অবশ্য সবসময়েই সুন্দর কাব্যিক মন্তব্যে উৎসাহ দেন। পাশে থাকার জন্য এত্তো ধন্যবাদ।

আসলেই "সত্যি যদি পারা যেত
আবার মুষ্ঠিবদ্ধ হাতে, যৌবনের উত্তাপে
বর্ষার জলে অপলক ভিজে
রোমে রোমে কম্পন তুলে
হৃদয় দেহ মন চীরে উচ্চারিত হতো-
: উই ওয়ান্ট জাষ্টিস!"

শুভকামনা। ভালো থাকবেন বিদ্রোহী।

১৮| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আসতে না আসতেই কবিতা!!!

আমিতো ভাবলাম লেখকের জন্য একটা অক্সিজেন সিলিন্ডার পাঠাবো(ডুবে থাকে শ্বাস নেবার জন্য)। যাক্ বাবা, টাকাটা বেঁচে গেল.. :P

কারো কারো জালিবেত নাকি উইপোকাতে খেয়ে ফেলেছে?? :P

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৭

শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া ! হুউউউ.....কবিতার সাথে সাথে কিন্তু জালিবেতও আছে। উইপোকাতে খেয়ে ফেলেছিলো। তবে নতুন জালিবেত কিনে এনেছি। =p~

তোমাকে বলেছিলাম যখন থাকবো না তখন নো ঝগড়াঝাটি। আর ঝগড়া করে শেষে নাম বদলাতে হলো। B:-)

যাইহোক ভালো আছো আশাকরি। আলাদিনকে আমার ভালোই লাগে। :)

ভালো থেকো আর ভয়ে থেকো জালিবেতের। =p~

১৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



দারুণ কবিতা লিখেছেন! এমন আত্নগ্লানি হয়ত আমাদের পথ দেখাতে পারে!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫০

শিখা রহমান বলেছেন: ভ্রমরের ডানা আপনাকে আবারো ব্লগে নিয়মিত দেখে ভালো লাগছে। :)

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। "এমন আত্নগ্লানি হয়ত আমাদের পথ দেখাতে পারে!" আশা করা ছাড়া আরতো কোন উপায় নেই।

শুভকামনা ও ভালো থাকবেন।

২০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫১

শিখা রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।

২১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫২

শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা ও ভালো থাকবেন।

২২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর করে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। এটাই আমাদের আজকের সমাজের চিত্র :|
কবিতায় ভালো লাগা শিখা আপু.....

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

শিখা রহমান বলেছেন: সায়মা মনি বাস্তবতা আর আত্মগ্লানি "এটাই আমাদের আজকের সমাজের চিত্র :| "

মন্তব্যে ভালোলাগা আর তোমাকে ভালোবাসা। ভালো থেকো।

২৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: কাব্যিক উপস্থাপন ভালো লেগেছে।
শুভেচ্ছা...

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৬

শিখা রহমান বলেছেন: জুনায়েদ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা য়াপনাকেও। ভালো থাকবেন।

২৪| ১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:১১

মলাসইলমুইনা বলেছেন: আদর্শ লিপির ভুলে যাওয়া আদর্শগুলো মনে করিয়ে দেওয়া ছেলে মেয়েগুলোর জন্য লেখা কবিতায় আদর্শ ভালোলাগা জানানো রইলো I

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৮

শিখা রহমান বলেছেন: মলাসইলমুইনা আমার আদর্শ পাঠকের মন্তব্যে বরাবরের মতোই ভালোলাগা রইলো।

ভাল থাকবেন। শুভকামনা সতত।

২৫| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৭

চাঙ্কু বলেছেন: এতো দেখি বিকাট প্রেম!

১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৯

শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

২৬| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

জাহিদ অনিক বলেছেন:
বাহ ! খুবই চমৎকার কবিতা।
ভালো লাগলো পড়ে।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০২

শিখা রহমান বলেছেন: জাহিদ তুমি ব্লগে আমার প্রিয় কবিদের মধ্যে একজন। তোমার ভালোলাগা মানে আমার ভাঙ্গাঘরে জ্যোৎস্না নামা।

অনেক ধন্যবাদ মন্তব্যে উৎসাহিত করার জন্য। ভালো থেকো কবিতায় ও বাস্তবে। শুভকামনা কবি।

২৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫

আরণ্যক রাখাল বলেছেন: ছুটির দিনের অলস ভাতঘুম,

বন্ধুদের সাথে খুনসুটি বাদ দিয়ে পড়ন্ত বিকেলে,

ট্রাফিক সিগন্যালে রিক্সা-গাড়ী-বাইকের লাইন

ঠিক করা তোমাকে দেখলেই

মনে পড়ে যায় একদিন আমিও শিখেছিলাম

ঐকিক নিয়ম, ভূগোল, ইতিহাস।৷

এ জায়গটা অসাধারণ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৪

শিখা রহমান বলেছেন: আরণ্যক রাখাল আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যে উতসাহিত হলাম।

আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো। শুভকামনা ও ভালো থাকবেন।

২৮| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

এ.এস বাশার বলেছেন: মনোমুগ্ধকর.........

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৪

শিখা রহমান বলেছেন: এ.এস বাশার আমার ব্লগে আপনাকে স্বাগতম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আশাকরি মাঝে মাঝে পাঠক হিসেবে আপনাকে পাবো। শুভকামনা ও ভালো থাকবেন।

২৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন

আসলেই লজ্জার কথা।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া। ভালো আছেন আশাকরি।

মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা। ভালো থাকবেন বিরহী কবি।

৩০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০২

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মুগ্ধ্তার পরশ রেখে গেলাম!

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

শিখা রহমান বলেছেন: আলিফ মুগ্ধতার পরশ পেয়ে ধন্য হলাম। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

শুভকামনা ও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.