নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

একবার শুধু সুরঞ্জনাকে খোঁজো

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৯



আজ রাতে ছুঁয়ে থাকো তাকে।
স্পর্শে নয়, শব্দে ছুঁয়ে থাকো;
নিঃশ্বাসে ছুঁয়ো না তাকে, কবিতায় ছুঁয়ে থাকো।

দিগন্তের ওপারে সে আজ রেখেছে খুলে জানালা,
আঙিনায় সাদা তারাদের মতো হাস্নাহেনার ফুল,
সুগন্ধী বাতাস বেয়ে ওই শ্রান্ত বিষন্ন চোখে বৃষ্টি হয়ে নামো।

ব্যস্ত নগরীতে পথ হাঁটতে গন্তব্য ভুলে, আনমনে
চলে যেও তুমি হারিয়ে ফেলা তার ঠিকানায়।

সাংসারিক লেনদেন, প্রত্যাহিক সোহাগ শেষে
রাত্রির গভীরে পুরোনো ডায়েরি খুঁজে
পড়ে নিও তাকে নিয়ে লেখা
ছেলেমানুষি ভালোবাসার কবিতাদের।

সংসারী বালক…
সিদ্ধার্থ আজ আড়মোড়া ভাঙুক,
প্রান্তরময় অমাবস্যা ঢেকে
বিশ্ব চরাচর জুড়ে গৃহত্যাগী জোৎস্না নামুক।

আজ রাতে তাকে তুমি
ছুঁয়ে থাকো ভুলে যাওয়া কবিতায়।

সংসারী বালক…
আজরাতে তুমি বনলতাকে ভুলে,
একবার শুধু সুরঞ্জনাকে খোঁজো।

© শিখা (১৬ই জুলাই, ২০১৮)

(ছবি ইন্টারনেটে সংগৃহীত)

মন্তব্য ৭৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

শিখা রহমান বলেছেন: শামচুল হক ধন্যবাদ পড়ার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য। ব্লগে কিছুদিন ব্যস্ততার জন্য আসতে পারিনি। আশাকরি ভালো আছেন।

শুভকামনা ও ভালো থাকবেন প্রিয় লেখক।

২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা পড়ে।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪

শিখা রহমান বলেছেন: শাহরিয়ার কবীর কবিরা যখন বলে কবিতা ভালো লেগেছে তখন আসলেই মন আকাশে ডানা মেলে।

শুভকামনা কবি। ভালো থাকবেন সবসময়।

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাক বাবা বাঁচা গেল!
গত ক দিনের টানা বনলতা ব্যবচ্ছেদের এত এত আইটেমের ভীরে সুরঞ্জনাকে আনলেন! :)
হা হা হা

একটু রুচি বদল হোক :P

তবে আসলে কথা কি? তৃষিতের কাছে জল পানি ওয়াটার যেমন একই অর্থ বহন করে
তৃষ্ণার্ত প্রেমিক হৃদয়ে বনলতা আর সুরঞ্জনা বুঝি তেমনি!

গৃহত্যাগি জোৎস্না নামলে কি আর সিদ্ধার্থ ঘরে থাকবে?
কতবার মন অমন ঘর ছাড়তে চেয়েছিল! হলো আর কই?
বোধিবৃক্ষের গন্ধম জ্ঞানেই তো ছাড়লনা পিছু ;)

কবিতায় মুগ্ধ ভাললাগা :)

++++

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী ভালো আছেন আশাকরি। সকাল সকাল ব্লগে আসতেই লেখায় আপনাকে পেয়ে ভালো লাগলো।

কবিতাটা ব্লগে টানা বনলতা ব্যবচ্ছেদের অনেক আগেই লেখা। তবে গত কয়েকদিন বনলতাকে নিয়ে এতো কবিতা দেখে মনে পড়লো কবিতাটার কথা আর তাই পোষ্ট করলাম। জীবনানন্দ আমার প্রিয়তম কবি। তবে বনলতা নয়, আমার নিজেকে সারাজীবন সুরঞ্জনাই মনে হয়েছে। আমি সুরঞ্জনাই হতে চেয়েছি, কবির কাছে, প্রেমিকের কাছে, ভালোবাসার কাছে অধরা কেউ। শিশিরের শব্দে সন্ধ্যা নামার পরে ঘরে ফিরে লেনদেন হিসেব করা আমাকে দিয়ে হবে না।

শুভকামনা আর সুন্দর মন্তব্যের জন্য একরাশ ভাললাগা!! ভালো থাকবেন প্রিয় কবি।

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আবারও একরাশ মুগ্ধতা কবিতায়!!! এত সুন্দর লিখেন আপনি যে কী বলব! আপনার কবিতাগুলো একেকটা মাস্টারপিস!! দারুণ!! কবিতায় প্লাস।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

শিখা রহমান বলেছেন: কেমন আছেন কবি সম্রাট? দেশে যাওয়ার জন্য ব্লগে একটু অনিয়মিত ছিলাম।

কবিরা যখন আমার মতো শখের কবিদের এমন প্রশংসা করে তখন আসলেই অভিভূত আর একটু লজ্জিত হই। সবসময় এমন অনুপ্রাণিত করার জন্য আর নিবিষ্ট পাঠক হয়ে পাশে থাকার জন্য অফুরান কৃতজ্ঞতা প্রিয় কবি।

ভালো থাকবেন কবি। শুভকামনা।

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ একটা ছবি আপলোড করেছেন।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ধন্যবাদ। ইন্টারনেট থেকে নেয়া ছবি। শিল্পীকে জানলে অবশ্যই আমার আর আপনার ভালোলাগা তাকে জানিয়ে দিতাম।

শুভকামনা। ভালো থাকবেন কবি।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফক্কিকারি লেখক পোস্ট দিয়েই ডুব মারবে। তাকে রিমান্ডে নেয়া দরকার....:P



পুনশ্চঃ
আমি কিন্তু লক্ষীছেলে। এখন আর কারো সাথে কাইজা করি না..;)

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া! আগে বলো কেমন আছো? দেশে যাওয়ার জন্য ব্লগে একটু অনিয়মিত ছিলাম।

তোমার মন্তব্য পড়ে মনে হচ্ছে "লেখকের প্রতিক্রিয়া!" নামে আরেকটা নিক খুলে তোমার সাথে ঝগড়া করি। X(( জালিবেত দিয়ে আর চলবে না। B:-)

কবিতা-গল্প না পড়ে খালি কাইজা :) [তবে চুপচাপ বলি তোমার সাথে ঝগড়া মিস করেছি। তোমার পাল্লায় পড়ে ঝগড়া করা অভ্যাস হয়ে গেছে। :( ]

ভালো থেকো নিজাম। ফক্কিকারি কাইজা জারী থাকুক। :)

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

ঋতো আহমেদ বলেছেন: বাহ্ বেশ ভালো

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

শিখা রহমান বলেছেন: ঋতো আহমেদ মন্তব্যের জন্য ও পড়ার জন্য ধন্যবাদ।

শুভকামনা ও ভালো থাকবেন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমি ভালো আছি। :)

@ দেশে যাওয়ার জন্য ব্লগে একটু অনিয়মিত ছিলাম।
.. আমি খবরটা শুনেছি।....:(


লেখকদের সাথে ফাইট করার জন্যই আমি ব্লগে এসেছি..;) জান্টু আপুর সাথে সময় করে একদিন ফাইট হবে। ওকে! (জালিবেত তো উইপোকাতে খেয়ে ফেলেছে..:D)


পুনশ্চঃ
আমি কিন্তু কবিতা আসলেই পড়ি না। ছড়া, গল্প হলে পড়ি। আপুদের পেজে বেশী মন্তব্য করি। আমার কিন্তু কোন দোষ নেই, সব দোষ আমার কন্যে রাশির...:P

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

শিখা রহমান বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া! @ দেশে যাওয়ার জন্য ব্লগে একটু অনিয়মিত ছিলাম।
.. আমি খবরটা শুনেছি।....:( " কে তোমাকে এইসব খবর দেয়?? :|

সময় করে একদিন অবশ্যই ফাইট হবে। ভালো থেকো। আর তোমার রাশি বদলানোর কোন ব্যবস্থা করা যায় নাকি দেখছি ...:P

৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

লায়নহার্ট বলেছেন: {ওকে}

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

শিখা রহমান বলেছেন: [{ওকে}]

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর । ++

আহারে! মায়াবী জোৎস্নায় বনলতা ছেড়ে সুরঞ্জনার খোঁজা । চমৎকার।


শুভেচ্ছা নিয়েন আপু।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

শিখা রহমান বলেছেন: পদাতিক চৌধুরি পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন।

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

চাঙ্কু বলেছেন: আজ রাতে তাকে তুমি
ছুঁয়ে থাকো ভুলে যাওয়া কবিতায়।


কবিতায় মানুষকে ছুঁয়ে থাকপে কিভাবে? তাও আবার ভুলে যাওয়া কবিতায়!! কুবিদের কথা-বার্তা বুঝি না। আফসুস

সংসারী বালক…
আজরাতে তুমি বনলতাকে ভুলে,
একবার শুধু সুরঞ্জনাকে খোঁজো।


বনলতা, সুরঞ্জনা...কত জনরে!! এই সংসারী বালকতো দেখি বদে হাড্ডি

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

শিখা রহমান বলেছেন: চাঙ্কু পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা ও ভালো থাকবেন।

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সংসারী বালক…
আজরাতে তুমি বনলতাকে ভুলে,
একবার শুধু সুরঞ্জনাকে খোঁজো।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
খুব আর্শ্চয লাগছে !!! মেয়েরা কবে এত্ত উদার হলো?
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার মাথায় দখিনা হাওয়া হয়ে
বিলি কাটবো চুলের ভাঁজে ভাঁজে
তুমি যেদিন মনে প্রানে আমার হবে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,কবিতায় ভালো লাগা থাকল...........................


শুভেচ্ছা কবির জন্য

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। ছবিটাও সুন্দর।

আপনাকেও শুভেচ্ছা। ভালো থাকবেন।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: লগ আউট হয়ে গিয়েছিলাম।কবিতা পড়ে লগইন করতেই হলো।বলতে পারেন বাধ্য হলাম।
অসাধারণ! অসাধারণ!
মুগ্ধ হয়ে শুধু পড়েই ক্ষান্ত হইনি, প্রিয়তে নিয়েই ছাড়লাম।
ভাল থাকবেন, ভাল থাকবেন।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

শিখা রহমান বলেছেন: আলিফ আন্তরিক ধন্যবাদ কবিতাটি প্রিয়তে নেওয়ার জন্য। আপনার মন্তব্যের আন্তরিকতা ও মুগ্ধতা মন ছুঁয়ে গেলো।

আপনি নিজেও সুন্দর কবিতা লেখেন। কবিদের ভালোলাগা অনেক বড় পাওয়া।

শুভকামনা ও ভালো থাকবেন কবি।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: বনলতাকে বাদ দিয়ে সুরঞ্জিতা ? কেন বনলতা কি দোষ করলো ?

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

শিখা রহমান বলেছেন: শাহারিয়ার ইমন সুরঞ্জিতা নয়, 'সুরঞ্জনা।' কবিতায় কোথাও কি দোষের কথা বলা হয়েছে?

পড়ার জন্য ধন্যবাদ। শুভকামনা।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২

অব্যক্ত কাব্য বলেছেন: বনলতাকে ছুয়ে থেকে হারিয়ে যাওয়া সময়ের ঋন তবে সুরণ্জ্ঞনায় মিটানো সম্ভব?
বনলতা অনাদিকাল।
সুরণ্জ্ঞনা অন্তহীন।
দুয়ের গতিপথ এক।
চলুক পাশাপাশি কালান্তরের আসক্তি নিয়ে

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

শিখা রহমান বলেছেন: অব্যক্ত কাব্য আমার ব্লগে স্বাগতম। আপনার নিকটা সার্থক। আপনি আসলেই আমার কবিতার অব্যক্ত কথাগুলো বুঝতে পেরেছেন।

"বনলতা অনাদিকাল।
সুরণ্জ্ঞনা অন্তহীন।
দুয়ের গতিপথ এক।
চলুক পাশাপাশি কালান্তরের আসক্তি নিয়ে।" একমত এবং খুব সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ।

শুভকামনা ও ভালো থাকবেন কবি।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবিতা পড়লাম।
আবেগে আপ্লুত হলাম।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ রাজীব। আমার মতো সামান্য কবির কবিতা আপনাকে আবেগাপ্লুত করেছে জেনে অভিভূত হলাম।

শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

সামিয়া বলেছেন: আপু কেমন আছো? দেশে আছো না বিদেশ চলে গেছো গা?

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

শিখা রহমান বলেছেন: আরেহ!! ইতিমিতিমনি যে!! অনেকদিন পরে দেখা পেলাম। :)

ভালো আছি। মাত্র দেশ থেকে এলাম। মন খারাপ বলেই ব্লগে এসে সবাইকে জ্বালাচ্ছি।

তুমিও ভালো আছো আশাকরি। অনেক ভালোবাসা আর আদর থাকলো।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা । সংসারী বালক হলে সুরঞ্জনাকে খুঁজো । আর গৃহত্যাগী হলে? বনলতা?

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭

শিখা রহমান বলেছেন: শামছুল ইসলাম সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। সন্ন্যাসীরতো দিনশেষে বনলতার সাথে মুখোমুখি লেনদেন করতে ইচ্ছে হওয়ারই কথা। সন্ন্যাসী হোক বা গৃহী, সবাই যে গতানুগতিক জীবনের মাঝে কল্পনায় আশ্রয় খোঁজে।

শুভকামনা। ভালো থাকবেন।

১৯| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটা ভালো লেগেছে। মনে হচ্ছে যেন সংসারী কোন এক বালক আমার ভেতরেই জেগে উঠেছে।

লেখায় আমি কম মেদ ব্যবহার করে অভ্যস্ত। তারপর আজ যা লিখলাম, কয়েকদিন পর আবার পড়লে বুঝতে পারি এ থেকে অনেক শব্দ ছাঁটাই করতে হবে, এবং করিও। আরেকটা বিষয় হলো, লেখায় প্রচলিত শব্দগুচ্ছ, বিশেষণ, উপমা যত পরিহার করা যায়, লেখা তত সাবলীল ও নতুনত্বময় হয়ে ওঠে। নিজের মতো করে শব্দ জুড়তে পারলে নিজের তৃপ্তিটাও অনেক বেড়ে যায়। কবিতা শুধু ছন্দই না, নতুন কিছু আবিষ্কারও।

বনলতা/সুরঞ্জনা থেকে বেরিয়ে আসাও জরুরি। ওটা নিয়ে মগ্ন থাকা মানে ওগুলোর প্রভাবেই আটকে থাকা।

আমি হলে কবিতাটা কীভাবে লিখতাম?

--

আজ রাতে ছুঁয়ে থাকো
স্পর্শে নয়, নিশ্বাসে ছুঁয়ো না তাকে
শব্দে ছুঁয়ে থাকো, কবিতায় ছুঁয়ে থাকো

দিগন্তের ওপারে সে আজ রেখেছে জানালা খুলে
আঙিনায় হাসনাহেনারা, শাদা তারাদের মতো
সুগন্ধি বাতাস বেয়ে উদাসীন চোখে বৃষ্টি হয়ে নামো

ব্যস্ত শহরে গন্তব্য ভুলে চলে যেয়ো তুমি
হারিয়ে ফেলা আগের ঠিকানায়

সাংসারিক লেনদেন, প্রাত্যহিক সোহাগ শেষে
রাতের গভীরে পুরোনো ডায়েরি খুলে
পড়ে নিও কাঁচা আবেগে ঠাসা
তাকে নিয়ে লেখা কাঁচা কাঁচা কবিতাগুলো

সংসারী বালক,
সিদ্ধার্থ আজ আড়মোড়া ভাঙুক
প্রান্তরময় অমাবস্যা ঢেকে
চরাচর জুড়ে গৃহত্যাগী জ্যোৎস্না নামুক

আজ রাতে তাকে তুমি ছুঁয়ে থাকো
ভুলে যাওয়া কবিতায়।



৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০২

শিখা রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনি আমার কবিতাটা নিয়ে এতো ভেবেছেন দেখে অভিভূত হলাম।

কবিতা আমার জন্য খুব ব্যক্তিগত, খুব নিজস্ব। গল্প হয়তোবা সদসময় আমার নয়, কিন্তু কবিতা আমারই। তাই আসলে নিজেকে লিখে রাখার জন্যেই কবিতা লেখা। হঠাত কোন কথা, কোন আবেগের স্ফুরণই আমার জন্য কবিতা হয়ে ওঠে।

শুভকামনা। আপনার দেয়া নির্দেশনাগুলো কবিতা লেখার সময়ে অনেক কাজে লাগবে। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।

২০| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫১

মিথী_মারজান বলেছেন: আপু! আপু! আপু!!!
কি যে চমৎকার একটা কবিতা পড়লাম!
খুব বেশি প্রিয় একজনকে জোর করে কবিতাটা পড়াতে ইচ্ছা করছে।

কবিতা আর আমার জারুল ফুলের আপুকে অনেক অনেক ভালোবাসা।:)

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

শিখা রহমান বলেছেন: মিথীমনি তোমার উচ্ছাস দেখেই বুঝতে পারছি কবিতাটা তোমার অনেক ভালো লেগেছে। তুমি আমার প্রিয়তম কবি আর মানুষদের একজন। আর তাই তোমার ভালোলাগা অনেক অনেক বড় পাওয়া।

"খুব বেশি প্রিয় একজনকে জোর করে কবিতাটা পড়াতে ইচ্ছা করছে।" ঘরের লোকগুলোকে এমন জোর করে কবিতা পড়াতে হয় কেন বলতো? আমারও সেই একই অবস্থা!! :)

অনেক আদর মিষ্টি কবিকে আর জারুল ফুলের মালিক মিথীমনিকে। ভালো থেকো আর ভালোবেসো।

২১| ৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৮

শিখা রহমান বলেছেন: গিয়াস উদ্দিন লিটন কবিতা পড়ার জন্য একরাশ ভালোলাগা আর ধন্যবাদ। আপনাকে অনেকদিন পরে লেখায় পেয়ে ভালো লাগলো।

ভালো থাকবেন। শুভকামনা সতত।

২২| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক মিষ্টি , তোমার মত !!
ভালোবাসা ।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

শিখা রহমান বলেছেন: নীরা খুব অল্প শব্দে যখন ভালোবাসা টের পাওয়া যায়, তখন পুরো পৃথিবীটাই মিষ্টি যেন গুড় মনে হয়। তোমাকেও অনেক ভালোবাসা।

ভালো থেকো নীল আকাশ, ভালো থেকো শরতের মেঘ হতে চাওয়া
চোখে যদি জমে জল, নদী থেকে গড়ে নিও হাওয়া।

ভালো থেকো ভালোবাসা, ভালো থেকো কবিতার মেয়ে।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: আরেকবার এসে কবিতাটি পরে গেলাম।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৮

শিখা রহমান বলেছেন: রাজীব আবার এসে কবিতাটি পড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। শুভকামনা।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



))) ভাল লাগলো, কবিতা৷ধন্যবাদ আপু ৷

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২০

শিখা রহমান বলেছেন: কাওসার আপনাকেও ধন্যবাদ সবসময় মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

ভালো থাকবেন। শুভকামনা সতত।

২৫| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: কবিতা বুঝিনা তবে পড়তে ভাল লাগে,সুন্দর হয়েছে
ভাল আছোতো আপুনি?

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

শিখা রহমান বলেছেন: তারেক ভালো আছি। দেশ থেকে ফিরে একটু মনখারাপ অবশ্য। তুমি আর তোমার জান্টুশ বাবুগুলো ভালো আছে আশাকরি।

কবিতাতো অনেক সময় আমিও বুঝিনা। না বুঝলেও পড়তে ভালো লাগলে পড়ি। সবকিছুর মানে না খুঁজলেও চলে, বিশেষ করে ভালোলাগার আর ভালোবাসার।

শুভকামনা। ভালো থেকো তারেক।

২৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো ।

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

শিখা রহমান বলেছেন: নীলপরি কবিদের ভালোলাগা বড় পাওয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন কবি। শুভকামনা।

২৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ মিথী_মারজানবলেছেন: আপু! আপু! আপু!!
খুব বেশি প্রিয় একজনকে জোর করে কবিতাটা পড়াতে ইচ্ছা করছে।

তিন বার আপু বলে ডাকা কিন্তু আমার ডায়লগ!;)


আমি কবিতাটা পড়েছিঃ
কী সব ডায়েরী, বালক, হাস্নাহেনা ফুল.....:(
সুরঞ্জনা, ঐখানে যেওনাকো তুমি!,:P

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩১

শিখা রহমান বলেছেন: প্রতিক্রিয়া বাবু এইবার কিন্তু পা বাড়িয়ে ল্যাং দিয়ে ঝগড়ার চেষ্টা হচ্ছে। B:-) ব্লগের অন্য সবখানে ফাইটিং শেষ বুঝি!! =p~

তুমি দুইবার এই পোস্টে কমেন্ট করেছো। কই তিনবার আপু ডাক শুনিনিতো!! X((

আর তুমি কবিতাটা পড়েছো নাকি আন্দাজে কয়েকটা শব্দ বলছো? সারমর্ম লিখো কবিতার। না হলে জারুল গাছের কাঠ দিয়ে নতুন জালিবেত বানানো হবে। :P

প্রতিক্রিয়া, ঐখানে যেওনাকো তুমি!,:P ওই জারুল গাছের তলে!! :)

২৮| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: সকালে এক ব্লগার 'অব্যক্ত কাব্যের' অনুভবে বনলতা সেন ও কয়েকটি.....' শিরোনামের কবিতা পড়ে বিদায় নিয়েছিলাম। মাত্র এসে এটা পড়লাম।

মুগ্ধতা। +

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

শিখা রহমান বলেছেন: জুনায়েদ কবিতাটা মাসখানেক আগে লেখা। তবে গত কয়েকদিন বনলতাকে নিয়ে এতো কবিতা দেখে মনে পড়লো কবিতাটার কথা আর তাই পোষ্ট করলাম। "অনুভবে বনলতা সেন ও কয়েকটি....." এই শিরোনামে বেশ কয়েকটি কবিতা এসেছে ব্লগে। সবগুলো কবিতাই দারুন।

এইসব দারুন কবিতা আর বনলতাদের ভীড়ে আপনি যে সুরঞ্জনাকে দেখতে পেয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ। আপনার মুগ্ধতায় অনুপ্রাণিত হলাম।

আপনাকে একরাশ ভালোলাগা আর শুভকামনা। ভালো থাকবেন।

২৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

শাহারিয়ার ইমন বলেছেন: টাইপিং মিসটেক ,সরি । আমি আসলে একটু রসাত্মক কমেন্ট করেছিলাম ,আপনি বোধহয় সিরিয়াস নিয়েছেন । B-)

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

শিখা রহমান বলেছেন: শাহারিয়ার ইমন আমি মোটেও কিছু মনে করিনি। আপনি হালকাভাবে মন্তব্য করেছেন আর আমিও তাই কিছু না ভেবেই উত্তর দিয়েছি। সিরিয়াস হলে বলতাম "বনলতা পাশে আছে বলেই সুরঞ্জনাকে মাঝে মাঝে কেউ খোঁজে। বনলতা সংসার, আর সুরঞ্জনা অধরা প্রেম।"

ভালো থাকবেন। শুভকামনা।

৩০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: বনলতা কিংবা সুরঞ্জনা কেউ পাশে নেই এখন :(

৩১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৫

উম্মে সায়মা বলেছেন: খুব মিষ্টি হয়েছে কবিতাটা আপু :)++

৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

শিখা রহমান বলেছেন: সায়মা মনি অনেক ধন্যবাদ। মিষ্টি কবির মিষ্টি মন্তব্যে অনেক ভালোবাসা।

ভালো থেকো। শুভকামনা ও ভালোবাসা।

৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

জাহিদ অনিক বলেছেন: ছেলেমানুষী ভালোবাসা কবিতাদের-
বনলতাকে না খুঁজে এবার খুঁজে নেবার আহবান সুরঞ্জনা'কে--

এই তিনটি লাইন নিয়ে বেশ নিয়ে বেশকিছুক্ষন ভাবলাম।
কবিতাদের ভালোবাসা যদি ছেলেমানুষিই হয় তবে আবার বনলতা কিংবা সুরঞ্জনাকেই বা কেন খুঁজতে চাওয়া ?

কবিতা খুব ভালো লেগেছে শিখা আপু। চমৎকার ভাবনার খোরাক যোগায়

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

শিখা রহমান বলেছেন: জাহিদ আমার কবিতা প্রিয় কবিকে এত্তো ভাবনায় ফেলেছে শুনে অনুপ্রাণিত হলাম। "কবিতাদের ভালোবাসা যদি ছেলেমানুষিই হয় তবে আবার বনলতা কিংবা সুরঞ্জনাকেই বা কেন খুঁজতে চাওয়া ? " আসলে আমি বলতে চেয়েছিলাম কবিতাগুলো ছেলেমানুষি কিন্তু কবিতায় লেখা ভালোবাসাকে ছেলেমানুষি বলিনি।

বনলতাকে কেন যেন আমার খুব সংসারী মনে হয় আর সুরঞ্জনাকে হারিয়ে ফেলা কেউ। সেই ভাবনা থেকেই কবিতাটা লেখা।

শুভকামনা। ভালো থেকো প্রিয় কবি।

৩৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার মধ্যে একটা আর্তি লুকিয়ে আছে, যা পাঠককে শব্দ কিভাবে ছোঁয়া যায় তা শিখিয়ে দেয়। তবে, শব্দেরও অক্ষমতা আছে, হৃদয়কে ধারণের, প্রকাশের।
"গল্প হয়তোবা সদসময় আমার নয়, কিন্তু কবিতা আমারই। তাই আসলে নিজেকে লিখে রাখার জন্যেই কবিতা লেখা। হঠাত কোন কথা, কোন আবেগের স্ফুরণই আমার জন্য কবিতা হয়ে ওঠে।" - এ রকমই তো হওয়ার কথা, মনে হয় এ অনুভূতিটা কবিদের জন্য সার্বজনীন।
চমৎকার এ কবিতায় ভাল লাগা রেখে গেলাম। + +

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

শিখা রহমান বলেছেন: খায়রুল আহসান "কবিতার মধ্যে একটা আর্তি লুকিয়ে আছে, যা পাঠককে শব্দ কিভাবে ছোঁয়া যায় তা শিখিয়ে দেয়।" আপনি ঠিক বুঝতে পেরেছে্ন। কবিতাটায় আর্তি ছিলো, হাহাকার আছে।

খুব ভেবে কবিতা লেখা হয় না, খুব আচমকাই। নিজেকে কবি ভাবার দুঃসাহস কখনোই হবে না। তারপরেও এই অর্বাচীন কবিতা পড়ে যখন আপনার মতো প্রিয় কোন লেখক-কবি-ব্লগার সুন্দর কিছু বলে তখন আসলেই অনুপ্রাণিত হই, ভালোলাগায় আচ্ছন্ন হই।

ভালো থাকবেন। শুভকামনা সতত।

৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

আহমেদ জী এস বলেছেন: শিখা রহমান ,



সুরঞ্জনাকে একবার কেন , বারে বারে তো খুঁজে নেয়াই যায় । কিন্তু ঐ যে , সংসারী বালককে যে যেতে হয় সংসারের পথে হেঁটে হেঁটে ! বুকের জানালা খোলা থাকলেও যে উঁকি মেরে সুরঞ্জনাকে দেখার ফুরসৎ মেলেনা !
তবুও গৃহত্যাগী জোৎস্না নামা কোনও রাতের নিরব প্রহরে শব্দে শব্দে তাকে ছুঁয়ে থাকার সাধ জাগে !

ছেলেমানুষী ভালোবাসার অপূর্ব এক কবিতা পড়লুম ।

১৯ নং প্রতিমন্তব্যের সূত্র ধরে খায়রুল আহসান উদ্ধৃত অংশটুকু সম্পর্কে আমার ধারনাটা এমন -
কবিতায় কঠিন কিম্বা সহজ শব্দ ব্যবহার বড় কথা নয় , কবিতাকে অর্থবহ হয়ে মনকে ছুঁয়ে যেতে পারাটাই বড় । শব্দগত অর্থের চেয়েও দূরাগত অর্থ ধরা দিয়ে যেতে হবে কবিতায় । শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী ।

শুভেচ্ছান্তে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

শিখা রহমান বলেছেন: আহমেদ জী এস আপনি মন্তব্যে সবসময়েই কথার মায়াজালে আমাকে এমন মুগ্ধ করেন যে কি প্রতিমন্তব্য করবো বুঝতে পারি না।

"সুরঞ্জনাকে একবার কেন , বারে বারে তো খুঁজে নেয়াই যায় । কিন্তু ঐ যে , সংসারী বালককে যে যেতে হয় সংসারের পথে হেঁটে হেঁটে ! বুকের জানালা খোলা থাকলেও যে উঁকি মেরে সুরঞ্জনাকে দেখার ফুরসৎ মেলেনা !
তবুও গৃহত্যাগী জোৎস্না নামা কোনও রাতের নিরব প্রহরে শব্দে শব্দে তাকে ছুঁয়ে থাকার সাধ জাগে ! "
এর চেয়ে সুন্দর করে আমার কথাগুলোকে বোধহয় আর কেউই বলতে পারতো না, এক আপনি ছাড়া।

আর "শব্দগুলো হবে মুখোশ , লেখার ষ্টাইলটা হবে মুখশ্রী।" সহমত। খুব সুন্দর বলেছেন।

আপনাকেও একরাশ শুভেচ্ছা। মন্তব্যের আলোতে আমার ব্লগবাড়ী উদ্ভাসিত করার জন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন মন্তব্যের যাদুকর।

৩৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

নক্ষত্র নীড় বলেছেন: এক জায়গায় জানতে ছেয়েছিলেন, 'এতদিন কোথায় ছিলেন?'তার‌ উত্তর : দারুচিনি দ্বীপের ভিতর। অথবা শব্দের মতো নিঃশব্দে।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯

শিখা রহমান বলেছেন: নক্ষত্র নীড় হুউউউ...শব্দের মতো নিঃশব্দে থাকাটাই সহজ, যেমনটা জনারণ্যে একাকী থাকে কেউ কেউ। যার একটা দারুচিনি দ্বীপ আছে সে নিঃসন্দেহে খুব সৌভাগ্যবান।

ভালো থাকুন দারুচিনি দ্বীপবাসী। কখনো সমুদ্র পাড়ি দিলে আমার এখানে দেখা হবে আশা করি।

৩৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫২

নক্ষত্র নীড় বলেছেন: বাহ্, সুন্দর!
আপনি কি কক্সবাজারে?

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৪

শিখা রহমান বলেছেন: নক্ষত্র নীড় নাহ!! নাহ!! আপনি দ্বীপবাসী বলে সমুদ্র পাড়ি দেবার কথা বলেছি। আমি থাকি প্রশান্ত মহাসাগরের তীরে। :)

৩৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৭

নক্ষত্র নীড় বলেছেন: সেই সৌভাগ্য হলে খুব খুশি হবো।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৭

শিখা রহমান বলেছেন: অবশ্যই কখনো এলে জানাবেন। :)

৩৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:১৭

নক্ষত্র নীড় বলেছেন: শি.র.-এর নিমন্ত্রণ শির-এ নিলাম। কবিতার সঙ্গে পাগলামী করা যাবে। এরকম সুযোগ পেলে নিশ্চয়ই আপনাকে হাতছাড়া করবো না! কথা দিচ্ছি। আমারও নিবিড় নিমন্ত্রণ।
ওই যে বললেন না, দীর্ঘদিন ব্লগ থেকে সুদূরেই ছিলাম। ফিরেই যাকে পেলাম তিনি তো দ্যাখি সত্যি সুদূরতমা।

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

শিখা রহমান বলেছেন: নক্ষত্র নীড় আপনার মতো আমার নামের অদ্যাক্ষর ভেবে সবাই যদি আমার ইচ্ছেগুলো শিরোধার্য করে নিতো তবে বেশ হতো। :)

আমি সুদূরতমা হলেও আমার কবিতা-গল্পেরা তো নয়। ব্লগে দেখা হবে নিশ্চয়ই!!

ভালো থাকুন সবসময়। শুভকামনা।

৩৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭

এস এম ইসমাঈল বলেছেন: শিখা মনি! আসলে তোমার এজেণ্ডাটা কি, বলতো? প্রশান্ত সাগরের ওপার থেকে সুন্দর মনোহর কবিতার ঝড় তুফান দিয়ে তুমি আমাদের মত ছোটখাট ব্লগারদের কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে সব কিছু ছারখার করে দেবে? তাহলে এই ছাপোষা লোকটার কী উপায় হবে গো?
বনলতা, সুরঞ্জনারা বার বার ছুঁয়ে যায় আমার মনের অঙ্গিনা,
কিন্তু কোন অজানা কারনে তাদেরকে আমি কিছুতেই ছুঁতে পারিনা।
আমার মনের সেই প্রচ্ছন্ন ও অব্যক্ত আকাঙ্খার অনুরণন শুনতে পেলাম, তোমার কবিতায়।ভারী সুন্দর কবিতা লিখেছো। একরাশ মুগ্ধতা আর ভালো লাগা তোমার কবিতার ভূবনে ছড়িয়ে দিলাম। অশান্ত এ ধরণীর বুকে ভালোবাসার আগুন ছড়িয়ে দাও, প্রিয় কবি শিখা মনি। মাত্র দুটো কবিতা পড়েই আমি তোমার ফ্যান হয়ে গেলাম। এখন ভাবছি, আগে তোমার কবিতাগুলো আমার চোখে পড়েনি কেন?
মংগলময় হোক তোমার জীবন। শুভ হোক কবিতার ভূবনে তোমার পথ চলা। তুমি করে বলায় কিছু মনে করলে না তো?

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

শিখা রহমান বলেছেন: এস এম ইসমাঈল আমার কোন এজেন্ডাতো ছিলো না। কিন্তু আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে এজেণ্ডা তৈরী করে ফেলি। :)

আমার কবিতারা এতো জ্বালাময়ী নয় কিন্তু যে কোথাও দাবানল শুরু হবে। তারপরেও আপনার মুগ্ধতা, উচ্ছাস আর ভালোবাসা হাত পেতে নিলাম। এমন সুন্দর কাব্যিক মন্তব্যে অভিভূত না হয়ে উপায় কি!!

আমাকে তুমি করেই বলবেন। কিছুই মনে করিনি। আশা করছি মাঝে মাঝে আপনার অনুপ্রেরণা ভরা মন্তব্য পাবো।

ভালো থাকুন। শুভকামনা সতত!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.