নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

আমাকে ধরো

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪



কয়েকদিন বৃষ্টির পরে আজ সূর্যদেবের মান ভেঙ্গেছে। এখানকার বৃষ্টি বড্ড কষ্ট খুঁড়ে তোলে। বেনী দোলানো ছোট্ট মেয়েটা মায়ের বকা খেয়ে ঘরের কোণে দুহাতে মুখ লুকিয়ে যেমন একটানা নীচু স্বরে কাঁদতে থাকে ঠিক তেমনটাই এখানে ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন বিষাদের সুর গায়।

মিটিং শেষ করে বাইরে পা রাখতেই বহ্নির মন ভালো হয়ে গেলো। কি অদ্ভুত সুন্দর একটা দিন!! JUST PERFECT!!! হিমেল হাওয়ায় শীত শীত কাঁপন; চারিদিকের ইউক্যালিপ্টাসের বিষন্ন সবুজ সারির ফাঁকফোকর দিয়ে গায়ে রোদ পড়তেই ওম ওম লাগছে। রোদের লেপ জড়িয়ে হাঁটতে ভালোই লাগছে, মনে হচ্ছে বাতাসে ভাপা পিঠার গন্ধ।

লাইব্রেরীর সামনে একটা মেয়ে; রোদ পড়ে তার খোলা সোনালী চুলে এলোমেলো ঝিকিমিকি। পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে একটু উঁচু দেয়ালের ওপরে হাঁটছে; ঠিক যেমনটা ছোট্ট বহ্নি ধানক্ষেতের আইলে হাত মেলে টলোমলো পায়ে হাঁটতো।

পাশাপাশি সাইড ওয়াকে উদ্বিগ্ন ভঙ্গীতে হাঁটছে ওই স্বর্ণকেশীর বয়ফ্রেন্ড। খুব চিন্তিত; পড়ে না যায় তার ভালোবাসার মানুষটা। বহ্নি দেখতে দেখতেই মেয়েটা পা ফসকালো; ছেলেটা ওকে দুহাতে ধরে ফেলছে। মেয়েটার পা মাটি থেকে দু’তিন ইঞ্চি ওপরে; তার মুখ ঝুঁকে আছে ছেলেটার মুখের ওপরে। ছেলেটা এখোনো ওর কোমর জড়িয়ে আছে; সময় হঠাৎই থেমে গেছে। ওরা তাকিয়ে আছে পরষ্পরের দিকে; এ সেই চিরন্তন দৃষ্টি যা বলে “এইইই যে শোনো...আমাকে ধরো!!!”

অনেক আগে বহ্নি তার মানুষটাকে বলেছিলো “এই আমাকে ধরো!!”। সে তার পুরুষালী রুক্ষ হাত রেখেছিলো ওর থরোথরো আঙ্গুলে। “উহুউউ...না না আমাকে ধরো!!!” এবার মানুষটার চোখে একটু খুশীর ঝিলিক; সে তার লোমশ ভারী হাত রেখেছিলো বহ্নির কাঁধে। “ইশশ রে...আমার কাঁধ না আমাকে ধরো!”

মানুষটার চোখ মাতাল হয়ে গিয়েছিলো। টালমাটাল মানুষটা খসখসে দুহাতে ওর মুখ তুলে তার ওম ওম ভালুক বুকের কাছে নিয়ে এসেছিলো; ভরা দিঘীর তলের মতো ওর দুচোখে ব্যগ্র হয়ে ভালোবাসা খুঁজেছিলো। মনে হচ্ছিলো অনন্তকাল ওরা পরষ্পরের দিকে তাকিয়ে আছে। লজ্জা আর নীলাভ গালের খোঁচা খোঁচা না কামানো দাড়ির ঘষায় লাল হওয়া বহ্নির ঠোঁটে নেমে এসেছিলো তার একটু পুরু সুন্দর ঠোঁট জোড়া। খুব তৃষার্ত মানুষ যেমন জলে চুমুক দেয় ঠিক সেভাবে মুখ নীচু করে মানুষটা আদর করেছিলো।

তাকে অবাক করে বহ্নি বলেছিলো “আরে বোকা...এতো আমার মুখ.....আমাকে ধরো!” মানুষটা মরিয়া হয়ে জাপটে ধরেছিলো ওকে; একে একে স্পর্শ করেছিলো ওর চুল, ওর কানের লতি, ওর নাকের ডগা, ওর গলা, বুকের ভাঁজ, ওর কোমরের বাঁক, ওর শঙ্খসাদা উরু , ওর আলতা পরা পায়ের পাতা। আর...আর একে একে বহ্নি বলেছিলো “না না না.....আমার শরীর না....তুমি আমাকে ধরো...”

ওরা পারলো; মাত্র কৈশোর পেরোনো ওই ছেলেমেয়ে দুটো পারলো। “তুমি কেন পারলে না আমার মানুষটা?” বহ্নিকে ধরা হলো না আজও মানুষটার!!!

© শিখা রহমান
ছবিঃ আমার আঁকা

মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “আরে বোকা...এতো আমার মুখ.....আমাকে ধরো!”
হা হা হা
ফিলীংস সবার এক হয়না
খুব মজা পলোম।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল হুউউউ...ঠিক বলেছেন। কাউকে ধরতে পারা, ভালোবাসায় ছুঁয়ে যাওয়া সহজ নয়।

পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আঁকা ছবির জন্য +++

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১

শিখা রহমান বলেছেন: স্বপ্নের শঙ্খচিল ধন্যবাদ। বোরিং মিটিংয়ে বসে বসে আঁকাজোকা করা ছবিটা আপনার ভালো লেগেছে দেখে মজা লাগলো। সেই জন্যেই বুঝি আজ আপনার মন্তব্যে ছবি নেই। :)

পাশে থাকার জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল।

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০২

শিখা রহমান বলেছেন: সোহেল পড়ার জন্য ও সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। :) শুভকামনা।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮

মিথী_মারজান বলেছেন: সত্যিই তো!
ছুঁয়ে দিলেই কি মন ছোঁয়া যায়!
নাকি এত সহজে মন ভরে মিষ্টি বহ্নির!
হৃদয় ছুঁয়ে দেয়াটা কি এতটাই সহজ!

বহ্নিটা কি আদুরে!
বহ্নিকে ধরতে সাধনা করুক ওর মানুষটা।
খুব মিষ্টি আর সুন্দর একটা গল্প।

এমন মিষ্টি, অভিমানী, মনোরম গল্পে মন ভরিয়ে দেবার জন্য অন্নেক ভালোবাসা প্রিয় জারুল ফুল আমার।:)

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭

শিখা রহমান বলেছেন: মিথীমনি "সত্যিই তো!
ছুঁয়ে দিলেই কি মন ছোঁয়া যায়!...হৃদয় ছুঁয়ে দেয়াটা কি এতটাই সহজ!"
--- আসলেই কিন্তু কারো হৃদয় ছুঁয়ে দেয়া সহজ নয়।

সাধনা চলুক অনন্তকাল!! আর সে সাধনাইতো ভালোবাসা!!

তোমার মতো আমার লেখাগুলোকে আর কেউই বোঝে না মিথীমনি। ভালোবাসা আর ভালোবাসা...এত্তো এত্তো! ভালো থেকো ভালোবাসায়।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: শব্দ সুষুমায় বেশ সমৃদ্ধ লেখা। বহ্নি তো পাঠকের মনে বহ্নি ধরিয়ে দেবে। সুন্দর+

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

শিখা রহমান বলেছেন: সেলিম আনোয়ার লেখায় আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। "বহ্নি তো পাঠকের মনে বহ্নি ধরিয়ে দেবে।" --- আপাতত বহ্নি ধরা পড়ার জন্যেই ব্যস্ত!! :-) তবে শব্দেরা যদি কোথাও আগুন জ্বালেতো তবে তাই হোক।

শুভকামনা কবি। লাইকে অনুপ্রাণিত হলাম।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

ভুয়া মফিজ বলেছেন: বহ্নি তো দেখি মানুষটাকে কনফিউজড করে দিয়েছিল। আসলে কিভাবে ধরতে বলেছিল......বুঝলাম না। :)

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৫

শিখা রহমান বলেছেন: মফিজ বহ্নির যে বলে দিতে হচ্ছে সেটাইতো দুঃখজনক। :( আর রহস্যগল্পের দুর্দান্ত লেখকের তো এই সামান্য লেখার রহস্য সহজেই ভেদ করার কথা। :) আর না বুঝলেও অসুবিধা নেই......আমার রহস্য রেখে দিতেই ভালো লাগে জানেন তো?

পাশে থাকার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপুনি,

খুব সুন্দর করে একটি অনুভূতির কথা তুলে ধরলেন। ঠিকই তো রোজকার জীবনে আমরা যে মানুষটার সঙ্গে অর্ধ বয়স কাটিয়ে দিই, শুষে নিই তার রূপ রস লাবণ্য। অথচ একবারও তার হৃদয়ে ঢুকতে পারিনা বা চেষ্টা করিনা। বার্ধক্যে পৌঁছে তাই তখনও কাছের মানুষটি যেন দূরেই থেকে যায়। বহ্নিদের স্বপ্ন তাই অধরাই থেকে য়ায়।

শুভেচ্ছা আপুনিকে।


০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

শিখা রহমান বলেছেন: পদাতিক আপনার মন্তব্যে এত্তো ভালোলাগা আর মুগ্ধতা!! আপনি লেখাটিকে এমন সুন্দর করে ব্যাখ্যা করেছেন দেখে মন ভরে গেলো। অনেকদিন পাশাপাশি পথ চলেও কখনো কখনো কাছের মানুষটাকে চেনাই হয় না।

আপনাকেও শুভকামনা প্রিয় গল্পকার। ভালো থাকবেন ভালোবাসায়!!

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪

ঋতো আহমেদ বলেছেন: বাহ্,, বেশ এঁকেছেনতো ! গল্পে মুগ্ধতা জানবেন। +++

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

শিখা রহমান বলেছেন: ঋতো ধন্যবাদ আপনাকেও। আমার এই ধরনের লেখাগুলোকে ঠিক গল্প বলা যায় কিনা জানি না। আমি এদের ডাকি "এলোমেলো কাব্যকথা" বলে। আপনার মুগ্ধতা বড় পাওয়া।

শুভকামনা কবি। ভালো থাকুন সবসময়।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাকে ধরো .....
আমি, আমি। আমি তৈরী। :P



পুনশ্চঃ
1. ছি: ছি: লেখাটা কেমন, কেমন!
৩. বহ্নি নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়। পোস্টে মাইনাচ। X(

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

শিখা রহমান বলেছেন: লেখক বলেছেন: প্রতিক্রিয়া ! তোমাকে কেউ ধরতে চাইলে তো!! :) আর তাছাড়া তোমাকে ধরার আগে হাতে ছাই মাখতে হবে রে!! :P

পুনশ্চঃ আগে গুনতে শেখো। ওয়ানের পরে তিন আসে কিভাবে?? X(( বেত কিন্তু রেডি!!

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: ছবি টা ভাল লাগছে । গল্পটাও দারুন

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

শিখা রহমান বলেছেন: শাহারিয়ার ইমন অনেকদিন পরে আপনাকে লেখায় পেয়ে অনেক ভালো লাগলো। পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা কবি। ভালো থাকবেন।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ওয়ানের পরে তিন আসে কিভাবে??X((বেত কিন্তু রেডি!!
এই রে! :P (ব্লগে এসেও মাষ্টারি কত্তে হবে!!!):(





আমি পাঠক, প্রতিক্রিয়া নই। পোস্ট পড়ে মন্তব্যে আমি আমার প্রতিক্রিয়া জানাবো তাই নাম দিয়েছি, পাঠকের প্রতিক্রিয়া।
তবে "পাঠকের প্রতিক্রিয়া !বলেছেন:" শব্দে ব্যাকরণগত ভুল আছে। ওটা হবে, "পাঠক তার প্রতিক্রিয়ায়/পাঠক বলেছেন:"। সেই হিসেবে আমার নিক নেম রাখতে হত পাঠক অথবা "পাঠক তার প্রতিক্রিয়ায়"। আমি পাঠক নামেই আইডি খুলতে চেয়েছিলাম কিন্তু ওই নামে ব্লগে কয়েকটা নিক আছে। সুতরাং আমার "পাঠকের প্রতিক্রিয়া" ঠিক আছে।
দ্যাটস অল ইয়োর অনার...:P
এভিডেন্স:
http://www.somewhereinblog.net/blog/tasnimblog
http://www.somewhereinblog.net/blog/Pathhok

০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

শিখা রহমান বলেছেন: পদবী প্রতিক্রিয়া তাই নাম ঠিকই আছে। আর তুমি মোটেও পাঠক নও। না পড়েও সব প্রতিক্রিয়া (!) দাও আর সেজন্যেই তোমার নাম প্রতিক্রিয়াই সই। :P

আর মাষ্টার সবসময়েই মাষ্টার, ব্লগে কি ক্লাসরুমে!! B:-/

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওকে! ক্রিয়া-প্রতিক্রিয়াই সই।


পোস্টের ছবি দেখে সবাই এত ভালো বলছে কেন? এসব আবার কেমন ড্রয়িং? X( মানুষ তো বোঝাই যাচ্ছে না।।


লেখকের প্রোপিকের মেয়েটাই চমৎকার। আহা! কি সুন্দর বসে আছে!!!;)

দেখা হবে। বাই বাই...

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

শিখা রহমান বলেছেন: "পোস্টের ছবি দেখে সবাই এত ভালো বলছে কেন? এসব আবার কেমন ড্রয়িং? X( মানুষ তো বোঝাই যাচ্ছে না।। " --- আসলেই!! তোমার প্রতিক্রিয়াই সই :P

হুউউউ...দেখা হবে বাই বাই। ভালো থেকো প্রতিক্রিয়া ওরফে নিজাম। :)

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখা আর ছবি দুটোই দারুন।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

শিখা রহমান বলেছেন: স্বপ্নবাজ সৌরভ মন্তব্যে অনুপ্রাণিত হলাম এবং আপনাকে অনেকদিন পরে লেখায় পেয়েও।

ভালো আছেন আশাকরি। শুভকামনা।

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই - বাক্য বিন্যাস থেকে শব্দ চয়ন সবই সাহিত্যমান সমৃদ্ধ। বর্তমান সময়ে মৌলিক গল্প বা কবিতা লেখায় ব্লগে আপনি অন্যতম সেরা। নিয়মিত লিখুন, আশা করি আপনাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হতে পারবে। শুভেচ্ছা জানবেন।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

শিখা রহমান বলেছেন: কাল্পনিক_ভালোবাসা আপনার মন্তব্যে অভিভূত ও সম্মানিত বোধ করছি, একটু লজ্জিতও। ব্লগে এসে অনেক গুণী লেখক-কবিদের লেখার সাথে পরিচিত হতে পেরেছি। আমার মতো সামান্য লেখকের জন্য সেটা অনেক বড় পাওয়া।

আমি চেষ্টা করছি ব্লগে নিয়মিত হতে। ব্যস্ততাই অবসর দেয় না। মন্তব্যে অনুপ্রেরণার জন্য অশেষ কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর!!

১৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

বিজন রয় বলেছেন: তাকিয়ে থাকলেই দেখা হয় না। ছুঁলেই স্পর্শ হয় না।

আমি অনেক আগেই আপনাকে আপনার লেখা সম্পর্কে সার্টিফিকেট দিয়েছিলাম।

তাই নতুন আর কিছু বলার নেই।
অব্যাহত রাখুন।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

শিখা রহমান বলেছেন: বিজন আপনি সবসময় পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন। যখনই হুটহাট ব্লগ থেকে অদৃশ্য হয়ে গিয়েছি, ডাকাডাকি করে লেখা দিতে বলেছেন।

অশেষ কৃতজ্ঞতা জানবেন। আপনি পাশে না থাকলে হয়তো অনেক আগেই ব্লগিং ছেড়ে দিতাম।

শুভকামনা প্রিয় কবি!!

১৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

বিজন রয় বলেছেন: আপনি ছবিও আঁকতে পারেন!!!!

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯

শিখা রহমান বলেছেন: আরেহ না না বিজন!! লেখাটার জন্য আঁকিনি।

বোরিং মিটিংয়ে বসে বসে আঁকাজোকা করা ছবি!! মনে হলো লেখাটার সাথে পোষ্ট করি। এইসব আঁকাজোকাকে ছবি বলে লজ্জা দেবেন না। কাটাকুটি খেলা অজান্তে একটা ছবি হলেও সেটা শিল্পীর দক্ষতা নয়, সেটা ঝড়ে পড়া বক। :)

১৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪০

স্রাঞ্জি সে বলেছেন:
ছবিটা কি কোন নদীর পাড়ে ক্লান্ত বিকালে মাচায় বসে থাকা কোন মানব মানবীর প্রেমানন্দর আঁকা। দারুণ বটে। যদিও ছবিটা আরো একটু সুন্দর করে আঁকতে পারতেন। =p~

প্রতি দিনক্ষণ আমরা প্রিয় মানুষদের স্পর্শ করতে আনন্দ পাই। কিন্তু গভীর হৃদঅরণ্যের সান্নিধ্য পাওয়া যায় না.....

গল্পে যাদুটানা আছে। =p~ আমারে কেমন যানি বারবার টানতেছে। :P


১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

শিখা রহমান বলেছেন: স্রাঞ্জি সে "যদিও ছবিটা আরো একটু সুন্দর করে আঁকতে পারতেন। " --- অবশ্যই আঁকতাম যদি পারতাম :P পারিনা তো :( লেখাটার জন্য আঁকিনি। বোরিং মিটিংয়ে বসে বসে আঁকাজোকা করা ছবি!!

"গল্পে যাদুটানা আছে। =p~ আমারে কেমন যানি বারবার টানতেছে। :P" --- টেনে টেনে ব্লগে নিয়ে এলেতো ভালোই :P

বরাবরের মতোই সুন্দর ও মজার মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা স্রাঞ্জি :)

১৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

রাকু হাসান বলেছেন:

বহ্নি’----নামের কি আগের কোনো গল্প দিছিলে ? পড়ছি মনে হয় । এই গল্পটির কারুকাজ চমৎকার লাগছে । ভালো থেকো ,আর বেশি বেশি লেখা দাও :)

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৬

শিখা রহমান বলেছেন: রাকু আমার অনেকগুলো গল্পের চরিত্রের নাম ‘বহ্নি’। পছন্দের নাম। :) সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমি কেবল বেশি বেশি লেখা দেবো!! আর তুমি? তুমিও লেখা দিও।

শুভকামনা রাকু। ভালো থেকো সবসময়।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

বাকপ্রবাস বলেছেন: গল্পে কবিতার ছোঁয়া। ছবিটাও দারুণ একেছেন। দুটোতেই মুগ্ধ।

১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

শিখা রহমান বলেছেন: বাকপ্রবাস অধরাকে আঁকতে হলে কবিতার ছোঁয়া দিতেই হয়। অফিসে বোরিং মিটিংয়ে বসে বসে আঁকাজোকা করা ছবি আপনার ভালো লেগেছে জেনে মন আলো হয়ে গেলো।

শুভকামনা কবি। পাশে থাকার জন্য ধন্যবাদ।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

আখেনাটেন বলেছেন: বহ্নির 'অামাকে ধরো' শুনে অনেক অাগে রাজশাহীতে এক পাগলের কথা মনে পড়ে গেল।
কেউ পাগলটির কাছে গেলে, সে চিৎকার করে বলত, 'এই খবরদার, আমাকে ধরবি না। কামড়ে দিমু'। হা হা হা।

বহ্নি দেখছি না ধরেই কা... :P

চমৎকার লিখেছেন।



১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১১

শিখা রহমান বলেছেন: আখেনাটেন আপনার মন্তব্যটা পড়ে অনেকক্ষণ হাসলাম। :) :) আপনার রসবোধ অসামান্য।

ধন্যবাদ পাশে থাকার জন্য। শুভকামনা।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

নীল আকাশ বলেছেন: ব্লগে আমার প্রিয় মানুষটার নতুন গল্প পড়তে আসলাম।

বহ্নি নামটা বেশ কয়েক বার পেলাম! খুব পছন্দের নাম মনে হয়! বহ্নি এর অর্থ হলো আগুন। আগুন কে কি সবাই সত্যিই ধরতে পারে?

ভালোবাসার হাত সবাই বাড়িয়ে দিতে পারে, কিন্তু স্পর্শ করতে পারে অল্প কিছু আর সারা জীবনের জন্য ধরতে পারে হাতে গোনা কয়েকজন!

বহ্নির মানুষ টা শুধুই স্পর্শ করতে পেরেছে কিন্তু সারা জীবনের জন্য ধরে রাখতে পারেনি।

ধন্যবাদ ও শুভ কামনা রইল, আপু।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

শিখা রহমান বলেছেন: ঠিক ধরেছেন যে 'বহ্নি' আমার পছন্দের নাম। তবে আরো কয়েকটা নাম আছে যা আমার লেখায় ঘুরেফিরে আসে যেমন 'অরণী,' 'অপালা,' সেজুঁতি,' বা 'অদিতি।'

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকেও শুভকামনা অফুরন্ত!!

২২| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮

শিখা রহমান বলেছেন: পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রাজীব।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২

এ.এস বাশার বলেছেন: আপু আমি ফিদা....!! আমার কল্পনার জগৎ জুড়ে শুধু............ ;) ;) ইয়ে মানে ..... B-) B-)

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯

শিখা রহমান বলেছেন: এ.এস বাশার আপনি যার জন্যেই ফিদা হয়ে থাকুন না কেন আশা করছি আপনি তার মনের হাত ধরতে পারবেন। :)

সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। শুভকামনা নিরন্তর!!

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই সুন্দর লেখা, অনেক মুগ্ধতা।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

শিখা রহমান বলেছেন: তারেক বরাবরের মতোই আপুনিকে অনুপ্রেরণা দিতে চলে এসেছো। পাশে থাকার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা।

২৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

কাছের-মানুষ বলেছেন: চমৎকার করে লিখেছেন। শব্দ চয়ন যথার্থ হয়েছে।
মুগ্ধ হয়ে পড়লাম। আমার ভাললাগা রইল।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

শিখা রহমান বলেছেন: কাছের-মানুষ আপনার মুগ্ধতা বড় পাওয়া। পাশে থাকার জন্য ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা সতত!!

২৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অধরা বহ্নির আমাকে ধরোর শুন্যতা প্রকৃতির ভাইস ভার্সা নয়তো ;) :P

বহ্নি যে অধরা
তাইকি হয়না পুরো স্বপ্ন অধরা
শুভকামনা শুভাশীষ
হোক স্বপ্ন পূর্ন বাজুক সূখের শিষ :)

+++

অট: আজা সারাদিন লগিন করা হয়নি! শেষ বেলায় ভাবছিলাম থাক না হয় আজকবের দিনটা!
গল্পটাই টেনেটুনে লগিন করিয়েই ছাড়ল :)

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী বরাবরের মতোই মনোমুগ্ধকর মন্তব্য। তবে আমি অভিভূত যে আপনি শুধু আমার লেখার মন্তব্য করার জন্যেই ব্লগে এসেছেন শুনে।

আপনার মন্তব্য পড়ে ভালোলাগা, কৃতজ্ঞতা, মুগ্ধতা সব মিলেমিশে একাকার!! শুভকামনা প্রিয় কবি। পাশে থাকুন সবসময়।

২৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬

কাতিআশা বলেছেন: সুন্দর!.। লেখায় ভালোলাগা!

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

শিখা রহমান বলেছেন: কাতিআশা সম্ভবত আমার লেখায় আপনার প্রথম মন্তব্য। আমার লেখায় আপনাকে স্বাগতম!!

পড়ার জন্য ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো। শুভকামনা।

২৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

বৃষ্টি বিন্দু বলেছেন:
ভালো লাগলো আপু।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯

শিখা রহমান বলেছেন: হঠাত করে ব্লগের জানালায় বৃষ্টি জলের ছোঁয়া!! বৃষ্টি বিন্দু অনেকদিন পরে আপনাকে লেখায় পেলাম।

ভালো আছেন আশা করি। মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা।

২৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

বৃষ্টি বিন্দু বলেছেন: কেমন আছেন আপনি?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২১

শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু ভালোই আছি। বরাবরের মতোই ছুটছি আর মাঝে মাঝে ব্লগে এসে সময় দেবার চেষ্টা করছি। আপনি ভালো আছেন আশাকরি। অনেকদিন আপনার ব্লগবাড়ীতে যাওয়া হয় না। দেখলাম সুন্দর সব কবিতা দিয়েছেন। সময় করে ঘুরে আসবো।

ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর!!

৩০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: ছবিটা ভালোই এঁকেছেন।

লেখা মোটামুটি লাগল।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৩

শিখা রহমান বলেছেন: সুমন মন্তব্যের জন্য ধন্যবাদ। ছবিটা ভালো লেগেছে শুনে ভালো লাগলো, যদিও এলোমেলো অকারণ আঁকিবুঁকি থেকেই ছবিটার উৎপত্তি। :)

শুভকামনা। ভালো থাকবেন কবি।

৩১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৯

রাবেয়া রাহীম বলেছেন: দৃষ্টির ভেতর মানেই কি দৃশ্যমান !
পায়ে পায়ে না হেঁটেও চলেছি পাশাপাশি,
স্পর্শ না করেও ছুঁয়ে আছি তোমাকে
ভালোবাসা থাকে শুধু অগাধ বিশ্বাসে-


অনেক আগে লিখেছিলাম এই লাইনগুলি । আজ আপনার লেখাটি পড়ে মনে পড়লো ।
সুন্দর লেখা ভাল লাগলো

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৭

শিখা রহমান বলেছেন: রাবেয়া আপু এই জন্যেই আমার কবিদের ঈর্ষা হয়। এত্তোগুলো বকর বকর করে ওপরের লেখায় যা বললাম সেটা আপনি মাত্র চারটা বাক্যে, সামান্য কথায় কি দুর্দান্ত ভাবে বলে দিলেন!!

আমার সামান্য লেখা পড়ে যে আপনার এমন সুন্দর কবিতা মনে পড়লো সেজন্যই লেখাটা সার্থক মনে হচ্ছে।

ভালো থাকবেন প্রিয় কবি। শুভকামনা সতত!!

৩২| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: না ছুয়েও বলা যায় কতো কথা
জীবনতো সুখ দুঃখের গঁাথা
Man changes but some memories. .......
Doesn't change over the flow of time.......
So lets sing the song of life !!!!

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স আমার লেখায় আপনার প্রথম মন্তব্য!! :) আর মন্তব্যটাও এমন সুন্দর। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

কাব্যিক মন্তব্যের জন্য ধন্যবাদ। মাঝে মাঝে আপনাকে লেখায় পাবো আশা করছি। শুভকামনা।

৩৩| ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেউ না চাইতেই পায় আর কেউও চেয়েও পায়না সারা জীবন।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩১

শিখা রহমান বলেছেন: মোঃ মাইদুল সরকার "কেউ না চাইতেই পায় আর কেউও চেয়েও পায়না সারা জীবন।" --- আসলেই!! আবার কখনো পাওয়ার পরেও তা চায় না। মানুষের চেয়ে অদ্ভুত আর সুন্দর কিছু নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। নিরন্তর শুভকামনা।

৩৪| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

মলাসইলমুইনা বলেছেন: ছোট প্রাণ ছোট ব্যাথা,
ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল।

সহস্র বিস্রিত রাশি,
প্রত্যহ যেতেছে ভাসি,
তার-ই দু-চারটি অশ্রুজল।

নাহি বর্ণনার ছটা,
ঘটনার ঘনঘটা,
নাতি তত্ব, নাহি উপদেশ।

অন্তরে অতৃপ্তি রবে,
সাঙ্গকরি মনে হবে,
শেষ হইয়াও হইল-না শেষ।।


আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি বুঝতে পারছি না কিছু I আপনি শিওরতো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আপনার কখনো দেখা হয়নি মানে আপনি কখনো টাইম ট্রাভেল করেননি ? আপনার এই লেখাটা না পরে ছোট গল্পের সংজ্ঞাটা এই কবিতায় এতো কারেক্ট করে দিলো কবি ট্যাগোর ভাবলেন কেমন করে ? সহজ, সরল ও ভীষণ সুন্দর মানে অনবদ্য সুন্দর লেখাটা এটা I

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

শিখা রহমান বলেছেন: মলাসইলমুইনা রবি ঠাকুরের মতো দুর্দান্ত ছোট গল্প আর কে লিখতে পারে বলুন? উনি নিজের লেখা পড়েই ছোট গল্পের এমন সংজ্ঞা দিয়েছেন বলে আমার ধারনা। ইশশ!! টাইম ট্রাভেল করতে পারলে ওনার কাছে নিশ্চয়ই ছোট গল্প লেখার নিয়ম শিখে নিতাম। :)

ধন্যবাদ সুন্দর মন্তব্যটার জন্য। ছোটগল্পের সংজ্ঞা মনে করিয়ে দেবার জন্যেও। ভালো থাকবেন। নিরন্তর শুভকামনা প্রিয় লেখক।

৩৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: উফফফ ......
তোমার লেখা পড়লে ডিবডিব শুরু হয় বুকে !! কতবার যে পড়েছি , মন্তব্য ই বা কি করব ?
ভালোবাসা ভালোবাসা।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

শিখা রহমান বলেছেন: নীরা তুমি না একটা অনুপ্রেরণার ডিব্বা!! তুমি পাশে থাকো বলেই ব্লগের পথে যাত্রা এমন আনন্দময়।

ভালোবাসা আর ভালোবাসা তোমাকেও।

৩৬| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

টিয়া রহমান বলেছেন: শিখা আপু কেমন আছেন?
আপনি তো ভালো ছবি আঁকেন, আর গল্পটা অনেক সুন্দর হয়েছে

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

শিখা রহমান বলেছেন: ভালো আছি টিয়া। আমার লেখায় স্বাগতম। আপনিও ভালো আছেন আশা করি।

পড়ার জন্য ধন্যবাদ। ছবিটা খুব সুন্দর হয়েছে বলে মনে হয় না, এলোমেলো আঁকাবুকি!! তারপরেও আপনার ভালোলাগা হাত পেতে নিলাম। :)

শুভকামনা। আশাকরি মাঝে মাঝে লেখায় আপনাকে পাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.